মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF | Mahesh Story Summary
হিন্দু জমিদার অধ্যুষিত গ্রাম কাশীপুর। যেখানে গরিব কৃষক গফুর এর বাস। তার সংসার বলতে দুজনা সে এবং তার ১০ বছর বয়সী মেয়ে আর আছে একটি গরু, মহেশ। গফুর এর অবস্থা গরীব বলললে সঠিকভাবে প্রকাশ পায়না। হীনদরিদ্র বলতে যা বোঝায় ঠিক তাই, একবেলা খেলে দুবেলা উপুস দিতে হয় বাপ মেয়েকে। এর মধ্যে শাকের উপর আটির বোঝার মত রয়েছে গরু মহেশ।
চৈত্র মাস, মাঠঘাট সব শুকিয়ে গেছে, বোবা প্রানি তো আর না খেয়ে থাকতে পারেনা। তার উপর এলাকার ব্রাম্মন হিন্দুরা এসে শাসিয়ে যায়, গরু যদি না খেয়ে মারা যায় তাহলে জমিদার এর কাছে বিচার দেবে, জমিদার বাবু খুব কড়া কিনা। কোনকোনদিন গফুর মেয়েকে লুকিয়ে ঘরের চালের খর, নিজে না খেয়ে ভাত খেতেদেয় মহেশকে। তবুও মহেশের পেট ভরেনা, তাই মানুষের ক্ষেতে মুখ দেয়। আর গফুর ঘরের থালা বাসন বন্ধক রেখে টাকা এনে মহেশকে ছুটিয়ে আনে ক্ষেতের মালিকদের কাছ থেকে। অবলা প্রানি নিজের সন্তানের মত কিনা।
আরও পড়ুনঃ বিলাসী গল্প – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
একদিন জমিদার বাবুর পেয়াদা আসে গফুরকে নিয়ে যেতে, মহেশ জমিদার বাবুর শখের ফুলের বাগানে ঢুকে জমিদারের পছন্দের চারা খেয়ে ফেলেছে। কি শাস্তি হবে মহেশের???? আর কি বিচার হবে গফুরের???? জানতে হলে পড়তে হবে গল্পটি।
আরও পড়ুনঃ হাজার বছর ধরে – জহির রায়হান

পাঠ প্রতিক্রিয়া- শরৎচন্দ্র এর ছোট গল্পগুচ্ছ খুব পাঠক সমাদৃত। এই বইয়ের মধ্যে এই গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে, একজন মানুষ কতটুকু ভালোবেসে একটা প্রানীর জন্য নিজের ঘরের খড় খুলে খাওয়ায়, নিজের অভুক্ত থেকে ভাত তুলে দেয়, যেখানে গাই গরু পাললে দুধ পাওয়া যায় সেখানে গফুর এর মত গরীব কৃষক এর ষার গরু পালনের করুন কাহিনী গল্পটিতে খুব সাবলীল ভাবে রচিত হয়েছে।
আরও পড়ুনঃ চরিত্রহীন উপন্যাস PDF – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মহেশ শরৎ চন্দ্রের শ্রেষ্ঠ একটা সৃষ্টি। এটার তুলনা তার আর কোন লেখার সাথে করা চলে না।এরকম একটা লেখা আর দ্বিতীয়টা হবে কিনা সন্দেহ। মহেশ যেদিন প্রথম পড়েছিলাম মনের অজান্তেই সেদিন চোখের কোনে পানি জমেছিল। যেসকল পাঠক এখনো গল্পটি পড়েনি তাঁদের অনুরোধ রইলো অবশ্যই গল্পটি পড়ার জন্য। আশা করি শরত সাহিত্যে আরও বেশি আগ্রহ জন্মাবে ।
লিখেছেনঃ Saiful Islam Nadim
গল্পঃ মহেশ [ Download PDF ]
লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প সমগ্র