Skip to content
Home » অগ্নিবীণা কাব্যগ্রন্থ PDF রিভিউ কাজী নজরুল | Agnibina PDF Kazi Nazrul

অগ্নিবীণা কাব্যগ্রন্থ PDF রিভিউ কাজী নজরুল | Agnibina PDF Kazi Nazrul

    অগ্নিবীণা কাব্যগ্রন্থ pdf
    Redirect Ads

    বইঃ অগ্নিবীণা
    লেখকঃ কাজী নজরুল ইসলাম
    ধরণঃ বাংলা কাব্যগ্রন্থ
    প্রকাশকঃ নজরুল ইন্সটিটিউট
    প্রচ্ছদশিল্পীঃ হাশেম খান
    মূল্যঃ মুদ্রিত মূল্যঃ ৯০ টাকা
    পৃষ্ঠাসংখ্যাঃ ৭৮ পৃষ্ঠা

    বাংলা সাহিত্যের বিস্ময়কর ও মহিমান্বিত এক অবিনাশী প্রতিভার নাম ‘কাজী নজরুল ইসলাম’। ( জন্মঃ ১৮৯৯, মৃত্যুঃ ১৯৭৬)

    Download

    ‘অবিনাশী’ কাকে বলে? যার বিনাশ নেই। যুগের পর যুগ পেরিয়ে গেলেও যে ধ্বংসাতীত!
    কাজী নজরুল ইসলাম তেমনই এক প্রতিভাবান। নিজের কলমের ছোঁয়ায় অসংখ্য সৃষ্টির মাধ্যমে তিনি আজও জীবন্ত হয়ে আছেন পাঠক হৃদয়ে।

    নজরুল ইসলামের অসংখ্য জনপ্রিয় কাব্যগ্রন্থের মধ্যে “অগ্নিবীণা” একটি বিস্ময়কর সৃষ্টি।
    ১৯২২ খৃস্টাব্দের অক্টোবরে, ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে ‘অগ্নিবীণা’ প্রথম প্রকাশিত হয়। এর পরের বছর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ কে। এই অনন্য কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা সংকলিত হয়েছে। যে কবিতা গুলোর প্রতিটিই যেন একেকটি বিস্ময়ের নাম! আর প্রথম কবিতাটি হলো প্রলয়োল্লাস।

    “মৃত্যু-গহন অন্ধ-কূপে
    মহাকালের চণ্ড-রূপে –
    ধূম্র-ধূপে
    বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর –
    ওরে ঐ হাসছে ভয়ংকর!
    তোরা সব জয়ধ্বনি কর!”

    নতুনের প্রতি, নবীনের প্রতি কবি যে সকল অনবদ্য লিখনি উপহার দিয়ে গেছেন, তার দ্বিতীয় আর নেই।

    আরও পড়ুনঃ রাজবন্দীর জবানবন্দী সারাংশ PDF কাজী নজরুল ইসলাম

    Download

    ‘বিদ্রোহী’ খেতাব তিনি মাঠেঘাটে দাঙ্গা করে পাননি, বরং লিখনির মাধ্যমে, তৎকালীন সমাজব্যবস্থার অনিয়ম, অত্যাচার তুলে ধরে মানুষের মনে-প্রাণে বিদ্রোহের বীজ রোপণ করে যাচ্ছিলেন!

    ‘অগ্নিবীণা’র অন্তর্গত “রক্তাম্বরধারিণী মা” কবিতাটি রচনার জন্য কবিকে কারাবরণ পর্যন্ত করতে হয়।

    “এলোকেশে তব দুলুক ঝঞ্ঝা
    কাল-বৈশাখী ভীম তুফান,
    চরণ আঘাতে উদগারে যেন
    আহত বিশ্ব রক্ত-বান।
    নিঃশ্বাসে তব পেঁজা-তুলো সম
    উড়ে যাক মা গো এই ভুবন,
    অসুরে নাশিতে হউক বিষ্ণু –
    চক্র মা তোর হেম কাঁকন।”

    “ধূমকেতু” কবিতাটিতে কবির অন্তরের জ্বালা-যন্ত্রণা যেন বজ্রপাতের মতো প্রকাশ পায়! একেকটি কবিতার নামকরণ যেন কবির একেকটি পরিচয় তুলে ধরে।
    প্রচণ্ড আক্রোশে কবি পৃথিবী গ্রাস করার ইচ্ছা পোষণ করেন!

    “মম পুচ্ছে জড়ায়ে সৃষ্টি
    করি উল্কা-অশনি-বৃষ্টি, –
    আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি, পারি গ্রাসিতে এখনো ত্রিশটি!
    আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি!”

    Download

    আরও পড়ুনঃ সাম্যবাদী কবিতার মূল ভাব PDF কাজী নজরুল ইসলাম

    দুয়েকটা কবিতায় স্বয়ং সৃষ্টিকর্তাকে ছেড়েও কথা বলেননি যেমন, তেমন ‘খেয়া-পারের তরণী’ কবিতায় স্রষ্টার প্রতি অত্যন্ত অনুগত দেখা যায়।

    “আবুবকর উসমান উমর আলী হায়দর
    দাঁড়ী এ যে তরণীর, নাই ওরে নাই ডর!
    কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
    দাড়ি মুখে সারি গান- লা শরীক আল্লাহ্‌!”

    কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতার মাধ্যমে কবির চমকপ্রদ প্রতিভার পরিচয় পাওয়া যায়। তবে ‘অগ্নিবীণা’র অন্যতম প্রশংসনীয়, চমকপ্রদ, বিস্ময়কর, আত্মা কাঁপানো, বিদ্রোহাত্মক কবিতাটির নামঃ বিদ্রোহী!

    “আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়াব-বহ্নি, কালানল,
    আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
    আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া, দিয়া লম্ফ,
    আমি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা সঞ্চারি’ ভূমিকম্প!”

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত

    Download

    ‘বিদ্রোহী’ শুধু ক্রোধের নয়, আবেগেরও নাম! ভালোবাসার নাম! যেমনঃ

    “আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,
    চিত- চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!
    আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল ক’রে দেখা অনুখন,
    আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন-চুড়ির কন-কন।”

    কী নেই ‘বিদ্রোহী’তে?
    প্রচণ্ড রাগ, আক্রোশ, বিদ্বেষ, যন্ত্রণা, ভালোবাসা, প্রেম… একটি কবিতার মধ্যে এতকিছু, এত অনুভূতি নজরুল ছাড়া কল্পনাই করা যায়না!

    তিনি নজরুল। তিনি বিদ্রোহী। তিনি প্রেমিক পুরুষ। তিনি অসহায়ের, উৎপীড়িতের বন্ধু।
    তিনি কবির সর্দার… আর তাই ‘অগ্নিবীণা’র মতো জ্বলন্ত কাব্যগ্রন্থ আমাদের উপহার দিয়ে গিয়েছেন।

    আরও পড়ুনঃ সিরাজউদ্দৌলা নাটক PDF সংক্ষিপ্ত রিভিউ

    পাঠ প্রতিক্রিয়াঃ

    ছোট্টবেলায় মাঝেমধ্যে টেলিভিশনে একটা কবিতা আবৃতি শুনতাম। হ্যাঁ, শুধু শুনতাম, বুঝতামনা কিছু। কিন্তু তবুও অবুঝের মতন শুনেই যেতাম। এখন জানি, সেই কবিতাটি ‘বিদ্রোহী’ কবিতা ছিলো। তখন শুনে অবাক হতাম, এখন পড়ে অবাক হই।

    ‘অগ্নিবীণা’র অন্তর্গত সব কয়টি কবিতাই অসাধারণ, বিস্ময়কর। তবে ‘বিদ্রোহী’ কবিতাটি সবচেয়ে বেশি আকর্ষণীয়।

    Download

    আসলে এই কাব্যগ্রন্থটির পাঠপ্রতিক্রিয়া আলাদাভাবে দেয়ার কিছুই নেই। যারা পড়েছেন তারা জানেন, কতটুকু হৃদয়স্পর্শী এই কাব্যগ্রন্থ। কবিতা যে যেকোনো আগ্নেয়াস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘অগ্নিবীণা’ তারই উৎকৃষ্ট প্রমাণ।

    লিখেছেনঃ Kazi Taiyeba Ferdouse

    বইঃ অগ্নিবীণা [ Download PDF ]
    লেখকঃ কাজী নজরুল ইসলাম

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    কাজী নজরুল ইসলাম রচনা সমগ্র PDF ডাউনলোড করুন

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন