“রাষ্ট্রভাষা বাংলা চাই” কথাটা কতটুকু আবেগের-উদ্দীপনার সেটা ১৯৫২ সালের বাঙালিরাই ছাড়া উপলব্ধি করা যাবেনা। এই স্লোগানটি নিয়েই লেখা “বুলু” গল্পটি লিখেছেন অজিত কুমার গুহ। লেখক যখন ছোট্ট বুলুকে জিজ্ঞেস করে তাঁর কাছে সে কি চায়, তখন উত্তর আসে “রাষ্ট্রভাষা বাংলা চাই”। ভাষা আন্দোলনের উপর লেখা গল্পটিতে লেখক এবং বুলুর সখ্যতার সাথে বাংলা ভাষাপ্রীতি উপস্থাপন করেছেন।
আরও পড়ুনঃ কবর নাটক PDF রিভিউ | মুনীর চৌধুরী
একুশের গল্প PDF | জহির রায়হান গল্প সমগ্র | জহির রায়হানের ছোট গল্প বই
Facebook Comments