বিশ্বের সেরা বই | যে ৫০ টি বই জীবনে একবার হলেও পড়া উচিত
ভাবলাম যেহেতু অঢেল সময়, বসে বসে একটা লিস্ট বানাই। বাংলা সাহিত্যের এবং বিশ্বের জনপ্রিয় ও সেরা বই , যে বই গুলো সবার পড়া দরকার কিংবা এমন কিছু বই যেগুলো না পড়লেই নয় বা যে বই গুলো সত্যিই পড়া উচিত। অবশ্যই এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন অনেক কিছুই হয়ত বাদ পড়ে গেছে। আপনাদের হয়ত সেরা বই প্রেফারেন্স অন্যরকম। তবে হ্যা এটুকু বলতে পারব প্রত্যেকটা বইয়ের এই লিস্টে থাকার এনাফ কারণ রয়েছে। বইগুলো পড়া থাকলে আমার মনে হয় আপনি নিজেও টের পাবেন যে কেন বইগুলো সেরা বই এবং একটু অন্য রকম উচ্চতায় স্থান পাবে।
যাই হোক, বিখ্যাত কিছু সেরা বই হিসেবে এখানে পঞ্চাশটি বইয়ের নাম আছে।
১ – শ্রীকান্ত – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেকেই বলেন যে শরৎ না পড়লে নাকি বাংলা সাহিত্য অপুর্ণ থেকে যায়। কথাটা আদতে মিথ্যা না। একজন ভবঘুরের পথচলাকে ঘিরে গড়ে ওঠা উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্তের গুরুত্বটা শুধুমাত্র ওতেই না আছে ইন্দ্র কিংবা রাজলক্ষ্মীর মত চরিত্রের মাঝেও। [Download]
২- ইউলেসিস – জেমস জয়েস বইটা আমার কাছে একটা মহাকাব্যিক উপাখ্যানের মত লেগেছে। অনেক কন্ট্রোভার্সাল জিনিস থাকলেও কন্টেক্সট হিসেবে আমার কাছে এটা প্রথম শ্রেণীর একটা উপন্যাস। [Download]
৩- পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এবং অপরাজিত চিরাচরিত বাংলার আবহের মাঝে দুটো মানুষের বেড়ে ওঠা বিভুতি তার কাব্যিক হাতের ছোয়ায় দেখিয়েছেন এই বইয়ে। ট্রিলজিকে বিশ্বের সেরা বই গুলোর মধ্যে অন্যতম হিসেবে রাখা যায়। [Download]
৪- এ টেল অফ টু সিটিস – চার্লস ডিকেন্স যে কয়টি হিস্টরিকাল ফিকশন পড়েছি তার ভেতরে এটা অন্য রকম ছিল। এই বইটার এন্ডিং আমার সবচেয়ে বেশিবার পড়া। আমার খুবিই প্রিয় একটি বই। [Download]
৫- দা প্রোফেট – কাহলীল জিবরান যখন সব কিছুই অর্থহীন মনে হয় তখনই মে বি বইটা পড়ার আদর্শ টাইম। না, এটা দা আলকেমিস্টের মত অপ্টিমিজমে ভরপুর না বাট অন্যরকম একটা মেসেজ আছে এর ভেতর। [Download]
৬- আরণ্যক – বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বইটা পড়ে কয়েকদিন ঘোরে পরে ছিলাম। এই বইটা বড্ড বেশি কাব্যিক। বড্ড বেশি সুন্দর। ছাতীম বনে একটা সন্ধায় বসে দেখুনই না কতটা মাতাল হওয়া যায়, বনের মায়ায় কতটা গভীরে যাওয়া যায়। [Download]
৭- পুর্ব পশ্চিম – সুনীল গঙ্গোপাধ্যায় আরেকটা মহাকাব্যিক উপখ্যান। কিছু বই পড়ে মনে হয় যে লাইফের একটা স্টেজ পার করলাম। এই বইটাও ওরকমই। [Download]
৮- অল কোয়ায়েট এট দা ওয়েস্টার্ণ ফ্রন্ট – এরিখ মারিয়া রেমার্ক রেমার্কের যেকোন বইয়ের থিমই হল মহাযুদ্ধ। এই বইটার কিছু কিছু যায়গায় যদি ভেতরটা কেপে না ওঠে সেটা একটু অবাক করার মতই হবে। বইটা নিঃসন্দেহে চমৎকার। [Download]
৯- ডন কুইক্সোট বা ডন কিহোতো – মিগুয়েল দি সার্ভান্তেস লাইফটা স্যানিটি আর ইনস্যানিটির মাঝখানে সুক্ষ্ম একটা ব্যালেন্স। কতটা সুক্ষ্ম তাই দেখেছিলাম এই বইটায়। বিশাল মাপের বই বাট শেষ করে দেখবেন ঠিকই পোষাবে। [Download]
১০- মবি ডিক – হারম্যান মেল্ভিল খুব বড় মাপের বই। মিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড থ্রু দা আইজ অফ ফিলোসফি। আমার মাথায় বইটা আজীবন গেথে থাকবে ভয়ানক সমুদ্র বা জাহাজের এডভেঞ্চারগুলোর জন্য নয় বরং মেটাফোরিকাল রিপ্রেজেন্টেশনের জন্য। [Download]
আরও পড়ুনঃ সাহিত্যে যত ত্রয়ী বা ট্রিলজি
১১- দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী আমি এটাকে এগিয়ে রাখব এর সুক্ষ্ম সার্কাজমের জন্য। ভ্রমণ কাহিনী আমার বরাবরই ভালো লাগে আর এরকম হাস্যরসাত্মক হলে তো মেঘ না চাইতে জলের মতই কিছু…। [Download]
১২- ক্রাইম এন্ড পানিসমেন্ট – ফিওদর দস্তয়ভস্কি বইটা পড়ে আমার মনে হয়েছে মাঝে মাঝে লাইফের সবচেয়ে বড় ডিসিশন হয়ে দাঁড়ায় মেনে নেয়াটাই। কারণ যদি নতুন কিছু শুরু করতে চান তাহলে পুরোনোটাকে ছাড়তেই হবে, রাস্কলনিকভের মত। আর একটা আত্মা আমাদের সোসাইটির চেয়ে অনেক অনেক বড়। [Download]
১৩- ওডেসি – হোমার মহাকাব্য মহাকাব্যই। ছোটবেলায় যেমন বাবা মার কাছে রুপকথা শুনে গা শিহরিয়ে উঠতো এটা বলা যেতে পারে ম্যাচিউরিটির পর বুঝে শুনে রুপকথা পড়া। এখন এটা মিথোলোজি। একের পর এক এডভেঞ্চার। বাট হোমারের প্রত্যেকটা ঘটনার আড়ালে একটা সুক্ষ্ম স্যাটায়ার আছে। ওটাই হয়ত বইটাকে এত উপরে তুলে এনেছে। [Download]
১৪- বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন বইটা পড়ে কিছু কিছু জায়গায় সত্যিই করুন লেগেছে। ইতিহাস এখানে যতটা এসেছে তার চেইয়ে বেশি এসেছে রোমান্টিসিজম। আবেগ। এরপরও বল্ব বইটা নিঃসন্দেহে চমৎকার। [Download]
১৫- টু কিল আ মকিংবার্ড – হার্পার লি একটা ছোট্ট মেয়ের আইডোলজি কতটা ডিপ হতে পারে এবং তার বাবার আইডিয়ালিজম কিভাবে একটা মানুষের জীবনের সংকটে আশ্রয় দেয় আমাকে তা সত্যিই মুগ্ধ করেছে। আমি বর্ণবাদ নিয়ে বলব না। আমার জন্য বাকিটুকুই এনাফ ছিল। [Download]
১৬- প্রাইড এন্ড প্রিজুডিস – জেন অস্টেন ভিক্টরিয়ান ইংলিশ যুগের ক্ল্যাসিক রোমান্স। ভালো লাগার বিশেষ কারণ হল নায়ক নায়িকার কাছে আসার গল্পটা। হাস্যকর শোনালেও জিনিসটা বেশ সিরিয়াস এবং ফিমেল সাইকোলজির প্রথম সাহিত্যিক মেনিফেস্টেশন। [Download]
১৭- ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচুড – গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজ বইটা পড়ার পর কয়েকটা দীর্ঘশ্বাস এসছিল। মনে হচ্ছিল চোখের সামনে একটা জেনারেশন পার হতে দেখলাম। ভালো লেগেছিল খুব। লাইফের ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিসগুলোও লাইফের গতির একটা অংশ। [Download]
১৮- রক্তাক্ত প্রান্তর – মুনির চৌধুরি আমি শেক্সপিয়ার বা বার্ণার্ড শ পড়েও কখনো এই টেস্ট পাইনি যেটা রক্তাক্ত প্রান্তর পড়ে পেয়েছিলাম। নাটকের আদর্শ নমুনা হওয়া উচিত এইখানা। ইব্রাহীম কার্দির দ্বিধা শুধু তার নিজেকে আর জোহরাকে নয় প্রত্যেকটা পাঠককেই পুড়িয়েছে। [Download]
১৯- সোফি’স ওয়ার্ল্ড – ইয়স্তেন গার্ডার তিনহাজার বছরের জ্ঞানকে যেন কিছুটা পকেট বন্দি করা হয়েছে এই বইয়ে। অসাধারণ কিছু উদাহরণ আর ইতিহাসের স্পেসিফিক কিছু জিনিসের সংমিশ্রণে লেখা অন্য মাত্রার একটা বই। ওয়ান অফ আ কাইন্ড টাইপ বলা যেতে পারে হয়ত। [Download]
২০- দাস স্পোক জরথুস্ট্র- ফ্রেডরিখ নীটশে নীটশেকে নিহিলিজমের বড় একটা খুটি বললে আমার মনে হয় না ভুল হবে। সুপারম্যান থিওরির নাম শুনে থাকলে আশা করব নীটশেকে ভালো করেই চেনেন। নীটশের মাস্টারপিস। নির্বাণ যে এরকমও হতে পারে বইটা না পড়লে আসলে হয়ত জানা হত না। গৌতম বুদ্ধ হিরো হলে আমি ধরে নেব যে এই বইটাই তার এন্টিহিরো। [Download]
আরও পড়ুনঃ বাংলা সাহিত্যের সেরা ৭ টি বই রিভিউ পিডিএফ
২১- আমার ছেলেবেলা, পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালায় – ম্যাক্সিম গোর্কি এটা মুলত গোর্কির অটোবায়োগ্রাফি। আমি জানিনা কেন গোর্কির মা বইটা এত ফেমাস বাট এইটা এতটাই আন্ডার রেটেড। এতদিন গোর্কি পড়ার পর আমার মনে হয়েছে গোর্কির বেস্ট ক্রিয়েশন ওর এই অটোবায়োগ্রাফিটাই। [Amar Chelebela] [Prithibir Pothe] [Prithibir Pathshalay]
২২- দি কাইট রানার – খালেদ হোসেইনি বইটা পড়ে মনে হয়েছিল লাইফটা একটা পাহাড়ি নদীর মতো। কখনো বড্ড বেশি খরস্রোতা এবং কমই শান্ত। লাইফের গতিটা বড্ড রহস্যময়। কোন বাকে কোথায় গিয়ে ভিড়ব কয়জনেই বা তা জানে। [Download]
২৩- ফ্রাঙ্কেন্সটাইন – মেরি শেলি সত্য বলতে বইটার অনেক জায়গায় মনে হয়েছে গল্পটা হয়ত একটা নিষ্পেষিত মানুষ আর স্রস্টাকে মাথায় রেখে লিখা ।কিছু সময় দানবটাকে মনে মনে জিতিয়ে দিয়েছি আর কখনো খুব নির্মম করেই মেরে ফেলেছি । [Download]
২৪- আঙ্কেল টম’স কেবিন – হ্যারিয়েট বিচার স্টো অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম বইটা পড়ার সময়। বারবার মনে হচ্ছিলো কেন সব সময় এত ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কস্ট পায়। নিরপরাধ হওয়াটাই হয়ত তার সবচেয়ে বড় অপরাধ, কারণ ভালো বলেই আমি কস্ট পেয়েছিলাম খারাপ হলে পেতাম না হয়ত। [Download]
২৫- মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন বইটাকে এখানে রেখেছি এর ইনফ্লুয়েন্সের জন্য। বইটা সস্তা সুখপাঠ্য বললেও ভুল হবে না বাট স্বীকার করতেই হবে যে লাইফে খুব কম ছেলে দেখেছি যে মাসুদ রানার মত সুপুরুষ হতে চায় নি। সাহস, সততা এবং শিভাল্রির সঙ্গমিশ্রনে মাসুদ রানাকে আমার বরাবরই আইকনিক লেগেছে। [Download]
আরও পড়ুনঃ ডন কিহোতে / ডন কুইক্সোট PDF রিভিউ
২৬- লর্ড অফ দা রিংস – জে আর আর টলকেইন কিছু কাহিনী শেষ করার পর মনে হয় জীবনাটাই থমকে গেছে, এই সাধারণ পরিচিত পৃথিবী আর ভালো লাগছে না, এটা পড়ার পর আমার ফিলিংসটাও এমনই ছিল। ফ্যান্টাসির অন্য লেভেল এটা। এখানে আমি বলব মুভি দেখলেও চলবে বই পড়ার বদলেও বাট বই আসলে অন্য হিসাব। [Download]
২৭- হ্যারি পটার – জে কে রাউলিং আমার পড়া ওয়ান অফ দা বেস্ট এস্কেপ ফ্রম রিয়েলিটি আইটেম এটা ।বাট ঐ কাল্পনিক রিয়েলিটি আরো বেশি ডেঞ্জারাস এবং থ্রিলিং। যারা পড়েননি তাদের জন্য বারো দিনের নীরবতা। [Download]
২৮- ম্যান এন্ড সুপারম্যান – জর্জ বার্নার্ড শ নীটশে থিওরি দিয়েছিলেন আর শ দেখিয়েছেন উদাহরণ। নাটকের চেয়ে ফিলোসফক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবেই আমার চোখে বেধেছে এটা। [Download]
২৯- দা ভিঞ্চি কোড – ড্যান ব্রাউন কাল্ট হিস্টোরি বরাবরই আমার ভালো লাগে। এবং ওয়ান অফ দা বেস্ট এক্সামপল হয়ত এই ভিঞ্চি কোডই। রবার্ট ল্যাংডনের ফাস্ট হার্টবিটগুলো হয়ত আমিও পড়ার সময় টের পাচ্ছিলাম। [Download]
৩০- লিটল প্রিন্স – আন্তোন সেইণ্ট দ্য এক্সিপেরি (উচ্চারণ নিয়ে শঙ্কিত) খুব সিম্পল কিছু দিয়ে যদি খুব বড় মাপের কিছু রিপ্রেজন্ট করা হয় তাহলে জিনিসটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, বাট বইটা আদতে ওরকম না। ছোট্ট ছেলের ছোট্ট কাহিনী। সাধারণ, তবুও অসাধারণ। [Download]
আরও পড়ুনঃ জহির রায়হান রচনাবলী সমগ্র রিভিউ + ডাউনলোড
৩১- কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বইটা শেষ করে বুকটা যদি একবারের জন্যও হুহু করে না ওঠে তাহলে বলব পড়া হয়নি ঠিকমতো, আবার পড়ুন। [Download]
৩২- পুতুলনাচের ইতিকথা – মানিক বন্দ্যোপাধ্যায় শশীর ঐ পার্টটা আমরা সবাই হয়ত আমাদের জীবনেও পার করি । আমাদের প্রত্যেকের লাইফটাও কোন একটা অংশের জন্য এই অদ্ভুত পুতুল নাচের মতই এবং এই বিষয়টাই দেখিয়েছে যে কিছু কিছু লেখা জীবনকে ছাড়িয়ে বহুদুর চলে যায়। [Download]
৩৩- আন্না কারেনিনা – লিও টলস্টয় ওয়ার এন্ড পিসকে আমি আমার লিস্টে জায়গা দেব না, এর যেমন কারণ আছে ঠিক তেমনি আন্না কারেনিনাকে রাখারও কারণ আছে। আন্না কার রিপ্রেজেন্টেশন প্রশ্নের উত্তরটা গুরুত্বপুর্ণ। অন্তত আমার কাছে। [Download]
৩৪- শার্লক হোমস – স্যার আর্থার কোনান ডয়েল শার্লক হোমসকে নিয়ে আর কি বলব। যারা উনাকে চেনেন না বলা যেতে পারে জীবনের পৌনে এক আনা বৃথা। গোয়েন্দা জগতের বাপ দাদা চৌদ্দগুস্টি এই শার্লক হোমস নিজে একাই। [Download]
৩৫- দা প্রিন্স – নিকোলো ম্যাকিয়াভেলি আমি সচরাচর সেলফ হেল্প বই খুব কম পড়ি। এরপরও বল্ব আমার লাইফে পড়া বেস্ট সেলফ হেল্প বই এটা। রিয়েলিসমের বেস্ট এক্সামপলও হয়ত এটাকেই বলা যেতে পারে, পাওয়ার পলিটিক্সের পাঠ্যবইয়ের মত। প্রিন্সের জায়গায় নিজেকে দাড় করালে দেখবেন অনেক মোটিভেশনাল ওয়ার্ডস পাবেন, হ্যা তবে এর জন্য আপনাকে হতে হবে একজন ভিলেনের সমকক্ষ। [Download]
আরও পড়ুনঃ যে দশটি বই জীবনে একবার হলেও পড়া উচিত
৩৫- থিংস ফল এপার্ট – চিনুয়া আচেবে এখানে আক্ষরিক অর্থেই সব কিছু ভেঙ্গে পড়ে যায়। ইয়েটসের কবিতার কটা লাইন ছিল বইয়ের শুরুতে। বইটা শেষ করে আবার যখন লাইনগুলো পড়েছিলাম পুরো বইটা একটা মুভির মত মাথায় ভেসে উঠেছিল। [Download]
৩৬- দা মেটামোরফোসিস – ফ্রাঞ্জ কাফকা মানুষের ভ্যালিডিটি কিভাবে তার আশেপাশের মানুষের প্রয়োজনিয়তার পরিপূরক তাই দেখিয়েছে বইটি। একটা মানুষ কি সত্যিই পোকা হয়ে যায় ? নাকি তার অস্তিত্বটা এত ক্ষুদ্র হয়ে ওঠে যে একমাত্র এসকেপ থাকে উড়ে পালিয়ে যাওয়া। কিন্তু পাখি হওয়ার ক্ষমতা তার নেই। [Download]
৩৭- গ্রেট এক্সপেক্টেশন – চার্লস ডিকেন্স শরতের লিখার সাথে কেন যেন ডিকেন্সের মিল পাই আমি। কপারফিল্ডে মনে হয়েছিল ওটা বোধহয় ডিকেন্স নিজে, অলিভার টুইস্ট পড়ে মনে হয়েছিল এটাই বাট কেন যেন পুরোটা যায় না । যাই হোক গ্রেট এক্সপেলটেশনও হয়ত তারই অস্তিত্বের একটা অংশের উপস্থাপনা মাত্র। [Download]
৩৮- মিথোলজি – এডিথ হ্যামিলটন মিথোলজি যত পড়েছি ভালই লেগেছে। আর এটা হল সব গুলোর একটা কম্প্যাক্ট ভার্সন। অরিজিন থেকে এনাইহিলিশন প্রায় পুরোটাই আছে। গ্রীক,নর্স,রোমান…আমার বেশ ইন্টারেস্টিংই লেগেছে। [Download]
৩৯- মাইন ক্যাম্ফ- এডলফ হিটলার এই বই সম্পর্কে জানে না এরকম কমই আছেন। সত্য বলতে আমার মনে হয় আনা ফ্রাঙ্কের ডায়রীর চেয়ে এই বইটার ওজন বহুগুন বেশি। ঐ পিচ্চির ডায়রিটা একটা এফেক্ট মাত্র, আর এই মাইন ক্যাম্ফ হচ্ছে প্রিলুড। [Download]
৪০- ১৯৮৪ – জর্জ অরওয়েল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। বলা হয় তৎকালীন সোভিয়েত এর বিরুদ্ধে কলম দিয়ে অরওয়েল যতটা হুমকি দিয়েছিলেন কেনেডি নিউক্লিয়ার মিসাইল দিয়েও অতটা দিতে পারেনি। ১৯৮৪ একটা ইন্সটিটিউশনালাইজড সোসাইটির গল্প। স্যাটায়ার যদ্দুর যায় এটা সর্বকালের সেরাদের একটা, আমি বলতে বাধ্য। [Download]
আরও পড়ুনঃ সেই সময়, প্রথম আলো ও পূর্ব পশ্চিম | সুনীলের টাইম ট্রিলজি | রিভিউ | PDF
৪১- লাইফ অফ পাই – ইয়েন মারটেল বইটা নিঃসন্দেহে চমৎকার। বাট আমার মনে হয় বইটার স্পেশালিটি ঐ জায়গায় না। স্পেশালিটিটা হল এই যে একবার যদি আপনি নিজেকে পাইয়ের জায়গায় কল্পনা করে বইটা শেষ করতে পারেন আপনার লাইফের চিন্তাধারার প্যাটার্ণ চেঞ্জ হয়ে যাবে। [Download]
৪২- ক্যান্ডিড – ভল্টেয়ার মিসপ্লেসড অপ্টিমিজমের বেস্ট এক্সাম্পল। যারা খুব বিশ্বাস করেন যে যাই হয় ভালোর জন্যই হয় তাদের জন্য মাস্ট রিড বই এটা। এন্ডিংটা চমৎকার। [Download]
৪৩- ফাদার এন্ড সানস – আইভান তুর্গেনিভ জেনারেশন গ্যাপ শুধু একটা গ্যাপ না একটা কলিশন কোর্সও বটে। পার্স্পেক্টিভ বড্ড গুরুত্বপুর্ণ জিনিস। গ্যাপটার বেজ হয়ত স্ব্য়ং জ্ঞান। ফেভারিট একটা বই। [Download]
৪৪- থার্টিন রিজনস হোয়াই – জে এশার আমার কাছে খুবই ব্যাতিক্রম লেগেছে বইটা। একটা মানুষ কতটুকুর ভেতর দিয়ে গেলে সে আত্মহত্যাকেই আশ্রয় হিসেবে বেছে নেয় সেটার খুব সুন্দর একটা এক্সাম্পল আমার মতে বইটা ক্লাসিক লেভেলের হওয়া উচিত। [Download]
৪৫- গডফাদার – মারিও পুজো খুনিদেরকেও এত ভালো লাগতে পারে জানতাম না । এতটা হেয় না করলেও হয় জানি, বাট একদম নিচের লাইন দিয়েই বললাম । মাফিয়া জগতের বাইবেল বললে বেশি বলা হবে কি? [Download]
আরও পড়ুনঃ বিদেশী অনুবাদ বই রিভিউ
৪৬- শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বইটাকে লিস্টে রেখেছি এর কাব্যিকতা এবং দর্শনের জন্য। এস্থেটিক মানুষদের জন্য অতি সুখ পাঠ্য। শিলঙের পাহাড়কে মাথায় আনতে চাইলে যেন অমিত আর লাবণ্যর ওই কনভার্সেশনটাই মাথায় বেজে ওঠে বারবার। [Download]
৪৭- ওল্ড ম্যান এন্ড দা সি – আর্নেস্ট হেমিংওয়ে একটা গানের লাইনে ছিল “পেয়ে হারানোর বেদনায়”,কথাটা সবচেয়ে ভালো বুঝেছিলাম এই বইটা পড়েই। সান্টিয়াগোর জন্য লড়াইটা শুধু সাগরের বিপক্ষে ছিল না ছিল তার সত্তার অস্তিত্তের জন্যও । আশি পেজের ঐ ছোট্ট বই পুরো একটা লাইফটাইমের উপাখ্যান। [Download]
৪৮- আ প্যাসেজ টু ইন্ডিয়া – ই এম ফর্স্টার ব্রিটিশ ইন্ডিয়ান ক্লাসিক। সাধারণ একটা শুরু আস্তে আস্তে নার্ভের উপর চড়ে বসবে। মাঝে মাঝে ভাববেন মামলাটা আপনি পেলে আগে বাকিদের আচ্ছা করে পিটিয়ে নিতেন । সবচেয়ে ভালো দিক হল গল্পটায় ডুবে যাবেন খুবই তাড়াতাড়ি। [Download]
৪৯- লর্ড অফ দা ফ্লাইস – উইলিয়াম গোল্ডিং সিভিলাইজড মানুষের চাদরটা সরে গেলে আমরা আসলে কে বা কারা? বইটার মাঝে দুটো ভাগ হয়। খালি কল্পনাতেই ভাবতে হবে যে আপনি কোন দলে পরবেন । কিশোর সাহিত্যের মত শোনালেও আদতে পুরো উলটো। [Download]
৫০- উত্তরাধিকার – সমরেশ মজুমদার দার্জিলিং এর চা বাগানগুলোর ভিড়ে সবুজের ভেতর শুধু স্নিগ্ধতাই না একটা বিপ্লবী ঘ্রাণও আছে যেটা অনিমেষ তার কৈশোরের শেষে টের পায়। আমরাও টের পাই কিভাবে লাজুক ভদ্র ছেলেটি তার পথের কোন বাকে হারিয়ে যায়। সমরেশের সেরা সৃষ্টি হয়ত গর্ভধারিনি নয়, এই উত্তরাধিকারই… [Download]
আরও পড়ুনঃ মন্তু-টুনি, ফটিক, হৈমন্তী, বিলাসী বিহীন একটি হাহাকার প্রজন্ম ও আমাদের পাঠ্যবই
লিখেছেনঃ Rizwan Araf
হনারেবল মেনশন ইন সেরা বই – এইসব দিনরাত্রি – হুমায়ুন আহমেদ, সবিনয় নিবেদন – বুদ্ধদেহ গু্হ, হাজার বছর ধরে- জহীর রায়হান আমি তপু-মুহাম্মদ জাফর ইকবাল, জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ।
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
শেখ মুজিবুর রহমানের লেখা সকল বই PDF