তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোট গল্প সমগ্র PDF রিভিউ | Tarasankar Golpoguccho
বই:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোট গল্প সমগ্র
লেখক:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
মূল্য:- ২২০ টাকা।
পৃষ্ঠা:- ১৯২।
প্রকাশনী:- জয় প্রকাশন।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামের যে একজন লেখক আছেন এই তথ্য প্রথম জানলাম যখন ক্লাস সেভেনে পড়ি। বাংলা পাঠ্য বইটার নাম ছিল সপ্তবর্ণা, এবং সে বইয়ে উনার একটা গল্প ছিল নাম ‘ডাক হরকরা’। কি ধরনের ভাষা – ‘কেনে’, ‘লিবি লয়’। ঐ সময়ে গল্পটা তেমন ভালোও লাগেনি, মনেও টানে নি।
তারপর আরো দিন কেটে গেল। একদিন ছোট ভাই বইমেলা থেকে একটা বই নিয়ে এলো নাম তারাশঙ্করের নির্বাচিত ছোট গল্প সমগ্র। সেখান থেকে একটা গল্পের কাহনী আমাকে বলে, নাম- ‘নারী ও নাগিনী’। এত ভাল লাগল শুনে গল্পটা। তখন আমি পড়ছিলাম হুমায়ুন আহমেদের ‘মধ্যাহ্ন’। সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখক লিখেছেন, নোবেল পুরষ্কার কমিটির দূর্ভাগ্য, তারা বাংলার এই মহান সাহিত্যিকের খোঁজ বের করতে পারেন নি। তাদের পুরষ্কারের খাতায় এই মহান কারিগরের নাম উঠেনি।
একটু আগ্রহ জন্মাল। দেখি লেখক কেমন লিখেন। প্রথমে ভাবলাম আগে ছোট গল্প দিয়ে শুরু করি। শুরু করলাম ‘তারিণী মাঝি’ দিয়ে। এটা নাকি উনার অন্যতম সেরা গল্প। আমার কাছে ভাল লাগল না। মানিক বা বিভূতিভূষণ এর গল্প যতটা ফ্লুয়েন্টলি পড়তে পারি ইনার গল্প ততটা পারি না। মনে মনে ভাবলাম পারবও না!
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমগ্র PDF Download রিভিউ
আমার ভাবনা ভুল প্রমাণিত করল উনার ‘কালাপাহাড়’ গল্পটা। ছোটদের জন্য লেখা, চমৎকার একটা গল্প। এরপর পড়লাম ‘কামধেনু’। কালাপাহাড় গল্পে ছিল মহিষ নিয়ে কাহিনী, এটাতে গরু নিয়ে। ভাল লাগল বেশ গল্পটা। এই দুই গল্প পড়তে পড়তে চোখের সামনে একটা গল্প বারবার উঁকি দিচ্ছিল। নাম “ডগি এলসেশিয়ান নয়”। নামটা বেশ পছন্দ হল, পড়ে শেষ করলাম। একদম টু-থ্রি’র বাচ্চাদের জন্য লেখা একটা গল্প, পড়তে খারাপ লাগবে না, এবং পড়ার পর তেমন কিছু মনেও হবে না। সমস্যা শুরু হল একদিন পর থেকে। মাথায় ঘুরছে ‘ডগি এলসেশিয়ান নয়’। আহারে, আমাদের দেশে স্কুলের বাচ্চারা এই গল্পটা পড়তে পারেনা। এত এত এত শক্তিশালী গল্প হতে পারে! এখনো একটা বাচ্চা কুকুর আমার চোখের সামনে ভাসে।
আজকে যে বইটি নিয়ে কথা বলছি সেটি বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কয়েকটি ছোটগল্পের সংকলন। বইটিতে লেখকের বেশ-কয়েকটি ছোটগল্প সংকলিত হয়েছে। বইটিতে যে গল্পগুলো সংকলিত হয়েছে সেগুলো হলো- রসকলি, সন্ধামণি, জলসাঘর, নারী ও নাগিনী, তারিণী মাঝি, পদ্মবউ, অগ্রদানী, ডাইনীর বাঁশি, বোবা কান্না, মাটি এবং ডাইনী।
আরও পড়ুনঃ আবু ইসহাক গল্প সমগ্র PDF রিভিউ
জলসাঘর
জলসাঘর গল্পটি এক নিঃশেষিত জমিদারের স্মৃতিভারে পড়ে থাকার কাহিনী। গৌরব লুপ্ত, তবু তার ছটা মোহ বিস্তার করে আছে। ফলে সমস্ত গল্পটি একটা দীর্ঘশ্বাসের মতো মনে হয়।
জমিদার রায় বংশের ক্ষয়িষ্ণু দশা ও বিশ্বম্ভর রায়ের তিরোধানে সে বংশের ইতি। জলসাঘর ও রায়বাড়ি দুটি গল্প ভিন্ন হলেও লেখক দুটি অংশের মধ্যে যোগসূত্র রাখার চেষ্টা করেছেন।
পদ্মবউ
এই গল্পটি আমার বেশি পছন্দ হয়েছে।
গল্পের পদ্মবউ এর স্বামী ভক্তি আদর্শস্থানীয়। কুষ্টরোগগ্রস্ত স্বামীসেবার মধ্যেই সে জীবনের সার্থকতা খুঁজে পায়। ভেবেছিলো এই সেবা তাকে স্বামীর রোগ থেকে মুক্ত রাখবে। কিন্তু যেদিন তার ভুল ভাঙে, সেদিন পদ্মর বিদ্রোহ কোনো বাঁধ মানে না- ঠাকুর দেবতা কেউই তার হাতে রেহাই পায়না। অথচ তার মৃত্যুর পর জানা যায়, আসলে বেরিবেরি হয়েছিলো।
এ এক নির্মম পরিহাস!
রাখাল বাঁড়ুজ্জে
গল্পটি অবশ্য লেখক জমিদার চিত্র চিত্রনে নির্মম হয়েছেন। গল্পটি সাদামাটা। কিন্তু লক্ষ্মীর বিড়াল শেষ পর্যন্ত এক অন্যমাত্রায় পৌঁছে দেয়।
আরও পড়ুনঃ একরাত্রি গল্প PDF রিভিউ রবীন্দ্রনাথ ঠাকুর
তারিণী মাঝি
মানুষের অস্তিত্বের নিমিত্তে স্বার্থপরতা বা যে কোন মূল্যে বেঁচে থাকার চেষ্টার এক চমৎকার নমুনা।
ডাক-হরকরা, টহলদার প্রতীক্ষা, ট্যারা, নারী ও নাগিনী এই গল্পগুলোর কাহিনী আলাদা বাঁক নেয়। অন্যগুলোর চেয়ে তুলনামূলক কম টেনেছে।
খাজাঞ্চিবাবু/ মধুমাস্টার
এই গল্পের কাহিনীগুলো হৃদয়ে গেঁথে থাকার মতো।
মধীমাস্টার আত্মভোলা, উদাসীন, আবেহপ্রবণ অথচ জ্ঞানগৃহ – প্রায় শরৎচন্দ্রের চেনা চরিত্রের মতো। মধুমাস্টারের মতো মানুষের প্রতিভাকে আমরা শুধু অসম্মানই করিনা বরং অপমান ও করি।
কোম্পানির কাজকে নিজের কাজ ভেবে বেশি তৎপরতা দেখালে সে বাধা পায় ম্যানেজারের কাছ থেকে। শেষে খাজাঞ্চিবাবু বিদায় নিতে হয় বার্ধক্যের জন্য।
অর্থাৎ পরোক্ষ ভাবে বলা হয় খাজাঞ্চিবাবু, মধু মাস্টার এ যুগের প্রতিভূদের কাছে যোগ্য সম্মান তো পান-ই না, বরং লাঞ্ছিত হয়।
আরও পড়ুনঃ নকশী কাঁথার মাঠ রিভিউ PDF জসিম উদ্দিন
বাংলা সাহিত্যে তারাশঙ্কর উপন্যাস রচনায় যে তার প্রতিভা প্রকাশ করেছে, তেমনি বাংলাসাহিত্যে ছোটগল্প রচনায় ও তার প্রভিবা প্রসংশার দাবিদার। তাই যারা এখনও তারাশঙ্করের ছোটগল্পের সাথে পরিচিত হননি, তারা পড়ে ফেলুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোট গল্প সমগ্র বইটি।
লিখেছেনঃ Farjana Jannat
বইঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোট গল্প সমগ্র [ Download PDF ]
লেখকঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনাবলী PDF Download করুন