Skip to content
Home » এবং হিমু হুমায়ূন আহমেদ রিভিউ | Ebong Himu By Humayun Ahmed PDF

এবং হিমু হুমায়ূন আহমেদ রিভিউ | Ebong Himu By Humayun Ahmed PDF

    এবং হিমু হুমায়ূন আহমেদ এর সেরা রচনা হিমু সমগ্র সিরিজ বই সমূহ pdf রিভিউ
    Redirect Ads

    বইয়ের নাম:- এবং হিমু
    লিখেছেন :- হুমায়ূন আহমেদ

    রাত একটা ; হিমুর জন্য এমন কোনো রাত না। বলা যায় রজনীর শুরু মাত্র। তাই সে তার স্বভাব মতো রূপার দেয়া পকেটবিহীন সিল্কের পাঞ্জাবী পরে রাস্তায় হাঁটতে বের হয়েছে। আর কিছু দূর এগিয়েই তার দেখা হয় টহলরত পুলিশের সাথে। পুলিশ স্বভাবতই তাকে জেরা করতে থাকে। আর ঘোরপ্যাঁচযুক্ত উত্তর দেয়ার জন্য তাকে রাতদুপুরে একটা বেজায় রকম চড় খাওয়াও লাগে। এক সময় সে পুলিশের ওস্তাদ থেকে একটি থাপ্পরও খেতে হয়।

    Download

    হিমু আমার কাছে সম্পূর্ণ ভিন্ন ধরণের একটি চরিত্র। যে চরিত্রটা আমার বরাবরই ভালো লাগে। যে চরিত্র কোনো মেয়ের হাত ধরে না।

    একা একা রাতে নিজের ইচ্ছা মত হাঁটে।
    এবং হিমুও তেমনি একটি উপন্যাস। যেখানে হিমু রাতারাতি ঘুড়ে বেড়াই। যার খাওয়া-দাওয়ার কোনো খবর নেই।
    রেশমা চরিত্রটা বিকট লেগেছে আমার। আর ইরা চরিত্রটাও তেমন ভালো লাগেনি। ইরা চরিত্র টা হিমু চরিত্রের ঠিক বিপরীত মনে হয় হয়েছে। বদরুল সাহেবের জন্য মায়া লেগেছে।

    ভালো লাগার কিছু লাইন:-
    ১|প্রকৃতি সূক্ষ্ম সূক্ষ্ম আবেগের ব্যবস্থা রেখেছে কিন্তু সব আবেগের প্রকাশ চোখের পানি দিয়েই সেরে ফেলেছে!
    ২|বিনয়ের বাড়াবাড়িটাই সন্দেহজনক। আমার নিজের ধারণা বিনয় ব্যাপারটা পৃথিবী থেকে পুরোপুরি উঠে গেলে পৃথিবীতে বাস করা সহজ হতো। বিনয়ের কারণে সত্য-মিথ্যা প্রভেদ করা সমস্যা হয়। মিথ্যার সাথে বিনয় মিশিয়ে দিলে সেই মিথ্যা ধরার কারো সাধ্য থাকে না।
    ৩|সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়?
    হ্যাঁ দেয়। এই ভয়েই আমি তোমার কাছে যাই না। কাছে গেলে তুমিও হয়ত বের করে।
    ৪|যে রাগের সঙ্গে ঘৃণা মেশানো থাকে সেই রাগের সময় মেয়েদের সুন্দর দেখায় না।
    ‘৫|যে অন্ধকার বোঝে না, সে আলোও ধরতে পারে না।’

    লিখেছেনঃ Nishat Uddin Foysal

    Download

    বইঃ এবং হিমু [ Download PDF ]
    লেখকঃ
    হুমায়ূন আহমেদ

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    হুমায়ূন আহমেদ রচিত সকল বই রিভিউ সহ PDF ডাউনলোড করুন

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন