আমিই মিসির আলি হুমায়ূন আহমেদ PDF | Ami-ee Misir Ali By Humayun
বইঃ আমিই মিসির আলি,
লেখকঃ হুমায়ূন আহমেদ
পড়লাম হুমায়ূন আহমেদের আমিই মিসির আলি । যতক্ষণ পড়ছিলাম যেন একটা ঘোরের মধ্যে ছিলাম..
গল্পের প্রতিটি চরিত্র রহস্যজনক আর প্রতিটি লাইন রহস্যময়, গল্পের চরিত্র গুলো হচ্ছে- সুলতান, যিনি মিসির আলিকে তার বাসায় আমন্ত্রণ করে, লিলি, সে সুলতানের স্ত্রী, বরকত তাদের বাড়ির চাকর। প্রত্যেকের আচরণ, অতিরিক্ত অতিথি আপ্যায়ন, বরকতের অদ্ভুত ভাবে তাকানো, খাবার শেষে মধু খাওয়ানো, সাপ এবং কুকুরকে নিয়ে মিসির আলির ভয়ঙ্কর সব স্বপ্ন, নিজের স্ত্রীর মূর্তি বানিয়ে মন্দিরে রাখা, অমাবস্যার রাতে সালাম নামের মেয়েটিকে বলি দেওয়ার পরিকল্পনা সবকিছু ঘটনার পিছনে নিশ্চিত একটা কারণ থাকা এই সবকিছু গল্পটিকে অসাধারণ করে তুলেছে……..
গল্পের কিছু লাইন–
-শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায় ফর্সা মেয়েদের মানায় না,
-কিছু সৌন্দর্য দুর থেকে থেকে দেখতে হয় কাছ থেকে নয়,
-কোনো পুরুষ মানুষের পক্ষে সারাজীবন একা একা কাটানো সম্ভব না । পুরুষদের নানাধরনের চাহিদা থাকে । ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা। ওদের চাহিদার শেষ নেই।
-মেয়েরা কি তার থেকে মুক্ত? না মেয়েরাও তার থেকে মুক্ত নয়। তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে পরাজিত হয় না পুরুষরা হয় ।
লিখেছেনঃ মিশু
বইঃ আমিই মিসির আলি
লেখকঃ হুমায়ূন আহমেদ
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
হুমায়ূন আহমেদ রচিত সকল বই রিভিউ সহ PDF ডাউনলোড করুন