সর্বকালের সেরা বই গুলোর মাঝে রয়েছে কিছু বিশালাকার বই। যে উপন্যাসগুলো বিশাল হয় সেই মোটা বইগুলো সামলানো বা সেগুলো পড়ার ক্ষেত্রে অনেকের অনীহা দেখা যায়। আসলে অনীহার কিছু নেই। এখানে সাহিত্যের কয়েকটি দুর্দান্ত উপন্যাসের নাম দেয়া হল যা সর্বকালের সেরা বই এবং সবার তালিকায় যুক্ত করা উচিত। আপনার সাহস থাকলে পড়ে নিতে পারেন। কিছু বই পড়ার ক্ষেত্রে অনেক বেশি সময় এবং ধৈর্য প্রয়োজন হতে পারে।
১. হারম্যান মেলভিলের ‘মোবি-ডিক (দ্য হোয়েল)’
হারম্যান মেলভিনের লেখা অসাধারণ একটি বই হচ্ছে “মবিডিক” ।। আর একটি মজার বিষয় হচ্ছে বারাক ওবামার প্রিয় বইও এটি ।। বইটি মূলত তিমি শিকারের উপর ভিত্তি করে লেখা । সমুদ্রের দৈত্যাকৃতির এক সাদা তিমির নাম হচ্ছে মবিডিক ।। তাকে কেউ শিকার করতে পারে না । যেই তাকে ধরার চেষ্টা তার কপালেই লেখা হয়ে যায় মৃত্যু । এসব কিছু জেনেও একদল দুঃসাহসী শিকারী চেষ্টা করে মবিডিককে ধরতে।। তারপর কি হয় তাদের পরিণতি?? জানতে হলে পড়তে হবে বইটি ।। সবশেষে বলব সত্যি একটি রোমাচ্ঞকর বই হচ্ছে এই মবিডিক ।। বইটির পদে পদে রয়েছে বিপদের হাতছানি। [ Download ]
২. হানিয়া ইয়ানাগিহারের ‘আ লিটল লাইফ’
আ লিটল লাইফ বইটি 2015 সালে ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
চার বন্ধু, যারা কলেজ জীবন শেষ করেছে এবং নিউইয়র্ক সিটিতে যায় অনেক বড় স্বপ্ন নিয়ে।
জেবি একজন শিল্পী, উইলিয়াম উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং ম্যালকম একজন স্থপতি। তবে জুড – নিজেকে ক্ষতি করতে চাওয়া একজন আইনজীবী। যার রয়েছে একটি রহস্যময় অতীত- বইটি জুডের এই গল্পেই দৃষ্টি নিবদ্ধ করেছে।
গল্পটির এগিয়ে যাবার সাথে সাথে জুডের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ পেতে থাকে।
মারাত্মক কষ্টের এবং মন খারাপ করে দেয়ার মতো একটি গল্প। যেখানে কয়েক দশকের ঘটনা বলা হয়েছে এবং বইটির শেষ পৃষ্ঠাগুলো পড়ার সময় মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসবে। [ Download ]
৩. জর্জ এলিয়টের মিডলমার্চ
মিডলমার্চ বইটি জর্জ এলিয়টের একটি মাস্টারপিস বই হিসাবে বিবেচিত। ‘মিডলমার্চ’ একটি কাল্পনিক কাল্পনিক শহরের নাম। যেখানে এই উপন্যাসের মাধ্যমে লেখক সেই শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবনকে বিশ্লেষণ করেছেন। বইটিতে ভদ্র সম্প্রদায়ের ভূমি-মালিক থেকে শুরু করে খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর সকলের কথাই ফুটে উঠেছে।
তবে মিডলমার্চ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ছিলো দুটি। প্রথমত ডোরোথিয়া ব্রুক যিনি খুবই জেদি এবং দৃঢ়-ইচ্ছাশক্তি সম্পন্ন একজন মানুষ এবং অপরজন আদর্শবাদী টারটিয়াস লিডগেট। এবং দুজনের বৈবাহিক জীবনই ছিলো বিপর্যস্ত। ১৯শতকের বই হওয়া স্বত্বেও এতে রয়েছে অবিশ্বাস্যরকম আধুনিকতার ছোঁয়া। কারণ উপন্যাসটিতে যেসব সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে সেগুলো বর্তমানের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন স্বাধীন ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা এবং ত্রুটিপূর্ণ পৃথিবীতে একজন মানুষের নৈতিক ব্যক্তি হয়ে ওঠার পথে বিভিন্ন বাঁধার মতো বড় থিমগুলো ব্যাখ্যা করা হয়েছে। আরেকটি সর্বকালের সেরা বই। [ Download ]
আরও পড়ুনঃ দ্য আলকেমিস্ট রিভিউ PDF Download অনুবাদ
৪. চার্লস ডিকেন্সের ‘ব্লিক হাউজ’
ব্লিক হাউজ উপন্যাসটি জার্নডাইস পরিবারের গল্পকে নিয়ে লেখা। জারন্ডিস অ্যান্ড জারন্ডিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির আশায় আছে। যার মামলাটি বহু বছর ধরে আইনি মারপ্যাঁচে পরে ঝুলে আছে। মামলার দাবিদারের আশা, একদিন মামলা জিতে বিপুল অর্থের মালিক হবে। কিন্তু মামলাটি বর্তমানে এতোই জটিল হয়ে গিয়েছে যে বর্তমানের উত্তরাধিকারীদের কেউই মামলাটি বুঝতে পারেনা।
চার্লস ডিকেন্স তাঁর এই উপন্যাসটিতে ‘কোর্ট অব চ্যান্সেরি’ নিয়ে ব্যঙ্গ করেছেন। অন্যদিকে বইটিতে রয়েছে আরও অসংখ্য চরিত্র, যেমনঃ অ্যাডার , এসথার ইত্যাদি। ওরা কারা? আর কি কি আছে জানতে পড়ে ফেলুন ব্লিক হাউজ বইটি। [ Download ]
৫. মিগুয়েল ডি সার্ভেন্তেস ‘ডন কুইক্সোট’ / ডন কিহোতে
গল্পের শুরুই হয়েছে সাধারণ এক বর্ণনা ভঙ্গি দিয়ে। স্পেনের লা মানচার কোনো এক গ্রামে (গ্রামের নাম আমি মনে করতে চাই না) থাকতেন এক ভদ্রলোক নাম কুইক্সাডা। নাম যাই হোক ভদ্রলোক এর বয়স পঞ্চাশ এর কোঠায়……
খুব স্বাভাবিক গতিতে গল্প এগিয়ে চলে। গল্পের চরিত্র নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না যেখানে লেখক নিজেই তাকে নিয়ে উদাসিন। এক সময় আমরা জানতে পারলাম কুইক্সাডা নাইটদের বীরত্বগাথা পড়তে পড়তে এতটাই আত্মভোলা হয়ে গেলেন যে তিনি নিজেকে নাইট ভাবতে লাগলেন এবং অভিযান এ বের হলেন। আর নাইটদের অভিযান মানেই পার্শ্বচর। সাথে নিয়ে নিলেন এক সামান্য কৃষক সানকো পানজাকে। শুরু হয়ে গেলো তাদের রোমহষর্ক অভিযাত্রা, আর পদে পদে হতে থাকলেন ভাগ্যের নির্মমতার শিকার। [ Download ]
আরও পড়ুনঃ এ বছরের সেরা অনুবাদ বই রিভিউ
৬. ডেভিড ফস্টার ওয়ালেসের ‘ইনফিনিট জেস্ট’
ডেভিড ফস্টার ওয়ালেসের এই মহাকাব্যটি অদূর ভবিষ্যতের ডিস্টোপিয়াকে ঘিরে লেখা হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ উত্তর আমেরিকান জাতিগত সংস্থার অন্তর্ভুক্ত হয়।
ডিস্টোপিয়া হল সাহিত্যের একটি শাখা। যেখানে এমন একটি কাল্পনিক রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো নিয়ে কথা বলা হয় যেখানে কেবল দুর্ভোগ আর অবিচারের রাজত্ব।
মূল গল্পটি শুরু হয় একটি টেনিস একাডেমী এবং মাদকাসক্ত নিরাময় সংস্থাকে কেন্দ্র করে।
মূল প্লট লাইনটি হল “ইনফিনিট জেস্ট” শিরোনামের একটি চলচ্চিত্র দেখার আকাঙ্ক্ষা। যা দর্শকদের অনুভূতিহীন। [ Download ]
৭. লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’
যুদ্ধের ভয়াবহতা ও শান্তির জন্য মানুষের সংগ্রামই উপন্যাসটির মূল বক্তব্য। উনিশ শতকের রাশিয়ার জীবন ও মূল্যবোধকে লেখক সুগভীর ও সুবিস্তৃতভাবে ফুটিয়ে তুলেছেন উপন্যাসটিতে এবং এতে বাস্তবধর্মী উপন্যাসের চূড়ান্ত শৈল্পিক প্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। প্রভূত জনপ্রিয় এবং অসংখ্য ভাষায় অনূদিত বইটি বিশ্বসাহিত্যের একটি ‘মাস্টারপিস’ হিসেবে ধরা হয়।
কী নেই এই উপন্যাসে ! প্রেম, ঘৃণা, হিংসা্, বিশ্বাস, হতাশা, লোভ, সাফল্য-ব্যর্থতা, জন্ম-মৃত্যুসহ জীবনের সব দিকই যেন ফুটিয়ে তুলেছেন লিও তলস্তয় তার লেখনীর দ্বারা। তার লেখা-লেখি দ্বরা মনে হয়, তিনি নিজেই যুদ্ধকালে উপস্থিত ছিল!! তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষন করেছেন জীবনের নানা দিক। ১৫০ বছর ধরে মুগ্ধ করে রেখেছেন অজস্র পাঠক-পাঠিকাকে তার এই অমর সৃষ্টি।
সর্বকালের সেরা বই হিসেবে এই উপন্যাসে রয়েছে ৫৫০ এর বেশি চরিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য চরিএগুলো…. প্রিন্স নিকোলায় আন্দ্রু, প্রিন্স অ্যান্দ্রু বলকনস্কি, রাজকুমারী মারি, লিজা বলকন্সি, ইলিয়া রস্তব, নাতাশা, সোনিয়া, পিয়ের, নিকলাস, আনাতোল কুরাগীন, হেলেন, রাশিয়ান বাহিনীর সর্বাধিনায়ক কুতুজভ, সম্রাট নেপোলিয়ন, দ্বিগীজয়ী আলেকজান্দ্রার। [ Download ]
আরও পড়ুনঃ ক্রাইম এন্ড পানিশমেন্ট রিভিউ ফিওদর দস্তয়েভস্কি
৮. স্টিফেন কিং এর ‘দ্য স্ট্যান্ড’
দ্য স্ট্যান্ড স্টিফেন কিং এর বইটা একটা Post-apocalyptic Horror Fantasy জনরার বই।
যেখানে Biological warfare বা জৈব যুদ্ধের জন্য বিভিন্ন অসুখ বিসুখের দ্রুত পরিবর্তনশীল স্ট্রেন নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে।
দুর্ঘটনাক্রমে সেই স্ট্রেনগুলো একদিন একটি Secure Facility থেকে বের হয়ে যায় এবং মহামারি আকারে ছড়িয়ে পরে। এই মহামারীতে বিশ্বের ৯৯% এরও বেশি মানুষ মারা যায়। বইটির দুটি বিকল্প সমাপ্তি রয়েছে। ১৯৭৮ সালে প্রথম প্রকাশিত ৮০০-পৃষ্ঠার মূল সংস্করণে সমাপ্তি ছিল এক রকম। সেই সময় প্রকাশকরা এর চাইতে বড় পাণ্ডুলিপি মুদ্রণ করতে পারতেন না। তবে ১৯৯১ সালের পরে, কিং-এর পূর্ণ, অপরিবর্তিত সংস্করণ প্রকাশ করা হয়, যা ভক্তদের মধ্যে আরও আশার সঞ্চার করে। [ Download ]
৯. বিক্রম শেঠের ‘আ সুইটেবল বয়’
বিক্রম শেঠের এই বিশাল উপন্যাসটি লিখা হয়েছে ১৯৫০ এর দশকের গোঁড়ার দিকে। বইটির প্রেক্ষাপট হলো স্বাধীনতা-উত্তর, ভারতবর্ষ বিভাজনের পরের চারটি একান্নবর্তী পরিবারের ১৮ মাসের গল্প। গল্পের চরিত্র মিসেস রুপা মেহরার একমাত্র মেয়ে লতার জন্য একজন “উপযুক্ত পাত্র” খুঁজে পাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। [ Download ]
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত | ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার
১০. মার্সেল প্রাউস্টের ‘ইন সার্চ অব লস্ট টাইম’
মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইম (মূল ফরাসি শিরোনামের উচ্চারণ-জটিলতার কারণে ইংরেজি অনুবাদই সই) নামের বিশালায়তন এই উপন্যাসের বেলায় যা ঘটেছিল, তা মর্মান্তিক। শুধু যে প্রকাশকেরা তাঁর পাণ্ডুলিপি ফেরত পাঠিয়েছিলেন তা নয়, সে সময় খ্যাতির তুঙ্গে আরেক ফরাসি আঁদ্রে জিদও এটিকে প্রকাশের উপযুক্ত মনে করেননি। পাণ্ডুলিপি নিয়ে কে কী মতামত দিয়েছিলেন, তার সবটুকু জানা না গেলেও ওলেনডরফ নামের প্রকাশনীকে তাদের অনামা এডিটর যে চিঠি পাঠিয়েছিলেন, তাতে একটা বাক্য ছিল এরকম: ‘হতে পারে আমি খুবই নির্বোধ, কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, এই লোক (প্রুস্ত) কোন বুদ্ধিতে ৩০ পৃষ্ঠা ধরে ঘুমানোর আগে কেবল বিছানায় এপাশ-ওপাশ করার বর্ণনা দিয়ে গেল!’ প্রুস্ত উপন্যাসটি ছেপেছিলেন গাঁটের পয়সায়।
এই বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় ৩০০০ এবং শব্দ আছে প্রায় ১৩ লক্ষ, বইটিকে ১৩টি খন্ডে বিভক্ত করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম উপন্যাস হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান এই বইটির সামারি করার চেষ্টা করা বা রিভিউ দেয়াটাও বলেতে গেলে বোকামি হবে। তবে এটুকু বলা যায় লেখকের শৈশবের স্মৃতি ও যৌবনকে নিয়ে এই উপন্যাসের গল্প রচিত হয়েছে। আপনার যদি অনেক বেশি সময় থাকে তাহলে নিয়ে বসতে পারেন এই বইটি। নিসন্দেহে সর্বকালের সেরা বই হিসেবে বিবেচিত একটি বই।
[ Download ]
সৌজন্যেঃ বিবিসি অনলাইন
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
বিশ্বের সেরা অনুবাদ বই গুলো ডাউনলোড করুন