Skip to content
Home » জোঁক আবু ইসহাক PDF | Jok Golpo Abu Ishak

জোঁক আবু ইসহাক PDF | Jok Golpo Abu Ishak

    জোঁক আবু ইসহাক pdf
    Redirect Ads

    আবু ইসহাকের সাথে আমার পরিচয় ক্লাস সেভেনে, ‘জোঁক’ গল্পের মাধ্যমে। প্রায় এক যুগ আগে পড়া গল্পটির প্রথম লাইনটি আজও ভুলতে পারিনি। এতোটাই মনে গেঁথেছিলো। এখনো মনে পরে সেই প্রথম লাইন, “সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরা পেটে জামিন দেয় ওসমান।”

    আবু ইসহাক ‘জোঁক’ গল্পে শোষণের চিত্র তুলে ধরেছেন অতি দক্ষতার সাথে। গল্পটিতে বর্গাচাষিদের জীবন চরিত্র লেখক এতো সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। গ্রামের অশিক্ষিত মূর্খ কৃষকদেরকে কিভাবে জোঁকের মতই শোষণ করা হতো সেটির চমৎকার চিত্রায়ন করেছেন আবু ইসহাক। গল্পের শেষে প্রতিবাদের ভাষা পাওয়া যায় এই বাক্যে-

    Download

    “রক্ত চুইষা খাইছে, অজম করতে দিমুনা। যা থাকে কপালে”

    আরও পড়ুনঃ মহাপতঙ্গ আবু ইসহাক PDF Download

    অলক্ষুণে জুতো | মোহাম্মদ নাসির আলী | ছোটবেলার গল্প

    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন