আমাদেরকে ছোটবেলায় পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজনরা প্রায়সময়েই একটা প্রশ্ন করতো যে বড় হয়ে তুমি কি হতে চাও? এতদিন পর সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। আমি আসলে আবার ছোট হতে চাই। সেই দিনগুলি জীবনের সেরা সময়। সেই সময়টা আরও উপভোগ করতে চাই। ছোটবেলার ছড়া কবিতাগুলো আবার পড়তে চাই। আমার মতো আরও অনেকে হয়তো খুঁজে ফিরেন সেই হারিয়ে যাওয়া কবিতাগুলো। পাঠ্যস্মৃতি আপনাদের জন্য পিডিএফ আকারে আপনার স্মৃতিগুলো জমা করে রেখেছে। যখন ইচ্ছে এক নজর চোখ বুলিয়ে নিতে পারেন।
Facebook Comments