Skip to content
Home » কাবুলিওয়ালা গল্প PDF রবীন্দ্রনাথ ঠাকুর | Kabuliwala Story in Bengali

কাবুলিওয়ালা গল্প PDF রবীন্দ্রনাথ ঠাকুর | Kabuliwala Story in Bengali

    কাবুলিওয়ালা গল্প pdf রবীন্দ্রনাথ ঠাকুর পুরো গল্পের রিভিউ চরিত্র সারমর্ম
    Redirect Ads

    কাবুলিওয়ালা গল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প। এটি ১৮৯২ সালে প্রথম প্রকাশিত হয় এবং পরে গল্পগুচ্ছের অন্তর্গত হয়। গল্পটিতে একজন আফগান নাগরিকের এদেশে এসে ব্যবসার সময় বাঙালি এক লেখকের ছোটো মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটিকে সে তাঁর দেশ কাবুলে ফেলে আসা নিজের মেয়ের মত ভালোবাসে।

    একদিন আফগান ব্যবসায়ী রহমত চিঠিতে খবর পায় তার মেয়ে খুব অসুস্থ। অসুস্থতার খবর সে খুব দ্রুতই তার দেশে ফিরে যেতে তৈরি হয়। টাকার সমস্যা এবং বিক্রির প্রসারের জন্য সে প্রায়ই বাকিতে পণ্য বিক্রয় করত। বাড়ী ফিরে যাবার কারণে সে তার বাকি টাকা ফেরত চাইতে গেলে তাকে অপমান করা হয় এবং একসময় তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। ঝগড়ার এক পর্যায়ে রহমত সেই ব্যক্তিকে ছুরিকাঘাত করে যার ফলে লোকটির মৃত্যু হয়। তারপর কি হয়? বিচারকার্যে রহমতের কি ফাঁসি হয়ে যায়? নাকি সে ফিরে যেতে পারে তাঁর আদুরের কন্যা এবং পরিবারের কাছে? উত্তর পেতে জলদি পড়ে ফেলুন কাবুলিওয়ালা গল্পটি

    Download

    রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমগ্র PDF Download

    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন