জহির রায়হানের গল্পসমগ্র pdf download রিভিউ: Golpo Somogro Zahir Raihan
বইঃ গল্পসমগ্র
লেখকঃ জহির রায়হান
জহির রায়হান মানেই জাদুকর। এই কথাশিল্পী শুধু লিখেই যাননি, তৈরি করে গেছেন দারুণ কিছু চলচিত্র৷ আমি ব্যক্তিগত ভাবে মনে করি, বাংলা চলচিত্র অস্কারের মুখ যেমন করে দেখেছে সত্যজিৎ রায়ের হাত ধরে, তেমনই অস্কারের মুখ দেখতো জহির রায়হানের হাত ধরে। ৩৭ বছরের জীবন রায়হান খুব বেশি লেখেননি, কিন্তু যা লিখেছেন তাতে তার সৃষ্টিশীলতার পুরো স্বাক্ষর রেখেছেন। গল্পসমগ্র, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে লেখকের অমর সাহিত্য।
আরও পড়ুনঃ জহির রায়হানকে নিখোঁজ করলো কারা?
আমরা অনেকেরই জহির রায়হানের উপন্যাসের সাথে পরিচয় থাকলেও তার ছোটগল্পের সাথে নেই। আমি বলব, এটা আমাদের ব্যর্থতা। লেখকের ছোটগল্প লেখার হাত মারাত্মক। একুশের গল্প তার স্বাক্ষর।
জহির রায়হানের ছোট গল্পে রয়েছে গ্রাম বাংলার চিরায়ত জীবন, মাটির কথা, মেহনতী মানুষের কথা। এখানে আমি লেখকের কোন গল্প ধরেই আলোচনা করিনি। শুধু বলব, উনার লেখা আমাকে মুগ্ধ করেছে। আমি আরাম পেয়েছি তার প্রতিটা অক্ষর পড়ে।
গল্প গ্রন্থটিতে মোট একুশটি গল্প আছে, বিশ্বাস পাঠকের কাছে সবগুলোই ভালো লাগবে, কারণ একেক গল্পের স্বাদ একেক রকম। প্রতিটা চিত্র লেখক এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন সারাজীবন মনের গহীনে গেঁথে যায়…
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত
“বিরাট আকাশ। একটা লাউয়ের মাছা, কচি লাউ ঝুলছে। কয়েকটা ধানক্ষেত। দুটো তালগাছ। দূরে আরেকটা গ্রাম। সেখানে আগুন জ্বলছে…
-সময়ের প্রয়োজনে জহির রায়হান pdf
মেঝেতে পুডিঙের মতো জমাট রক্ত।
বুটের দাগ।
অনেকগুলো খালি পায়ের ছাপ।
ছোট পা। বড় পা। কচি পা।
কতগুলো মেয়ের চুল।
দুটো হাতের আঙুল।
একটা আংটি।
চাক চাক রক্ত।
কালো রক্ত। লাল রক্ত।
মানুষের হাত। পা। পায়ের গোড়ালি।
খুলির একটা টুকরো অংশ।
এক খাবলা মগজ।
রক্তের ওপরে পিছলে যাওয়া পায়ের ছাপ।
অনেকগুলো ছোট বড় ধারা। রক্তের ধারা।
একটা চিঠি। মানিব্যাগ।
গামছা।
একপাটি চটি।
কয়েকটা বিস্কুট।
জমে থাকা রক্ত।
একটা নাকের নোলক।
একটা চিরুনি।
বুটের দাগ।
লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে।
চুলের কাঁটা।
দেশলাইয়ের কাঠি।”
লিখেছেনঃ Monowarul Islam
বইঃ গল্পসমগ্র [ Download PDF ] [পিডিএফ]
লেখকঃ জহির রায়হান
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন