আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয় ? TIN | টিন
অনেকেই বিভিন্ন কাজে, প্রয়োজনে বা অপ্রয়োজনেও টিন (Tax Identification Number-TIN) খুলেন, কিন্তু কখনো ট্যাক্স রিটার্ন দাখিল করেন না। অনেকেই সঞ্চয়পত্র এর জন্য টিন সার্টিফিকেট খুলে ফেলেন কিন্তু জানেন ও না এর কাজ কি।
আয়কর নির্দেশিকা ২০২১-২২ এ স্পষ্ট করে বলা আছে যদি আপনার কাছে ১২ ডিজিটের একটা টিন সার্টিফিকেট থাকে আপনাকে অবশ্যই এবং অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
এখন প্রশ্ন হল আয়কর রিটার্ন কি? আপনার এক বছরের আয় ব্যায়, টাকা পয়সা এবং সব সম্পদের হিসাব প্রতি বছর নির্দিষ্ট ফর্মে আপনার সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কার্যালয়ে দাখিল করতে হয়, যেটাকে বলে আয়কর রিটার্ন।
আপনি বলবেন আমার তো আয় নাই, শুধু সঞ্চয়পত্রের জন্য টিন(TIN) খুলেছি, আমি আয়কর রিটার্ন দিব কেন? আপনি যেহেতু টিন সার্টফিকেট খুলেছেন, আয় থাকুক বা না থাকুক আয়কর রিটার্ন আপনাকে দাখিল করতেই হবে। পর্যাপ্ত পরিমাণ আয় থাকলে আয়কর হিসেবে অর্থ/টাকা জমা দিবেন, আয় না থাকলে টাকা দেয়া লাগবে না, কিন্তু রিটার্ন আপনাকে দাখিল করা লাগবেই।
আরও পড়ুনঃ হ্যাজাক লাইট ও নব্বই দশকের শৈশব
এখন বলবেন এগুলা তো বুঝিনা, দিব না রিটার্ন, কি আর হবে? ব্যাপারটা এত্ত হেয়ালী না। রিটার্ন দাখিল না করলে সর্বশেষ নিরূপিত আয়ের উপর দেয়া করের ১০% এবং পরবর্তী যতদিন রিটার্ন না দিবেন প্রতি দিনের জন্য ৫০/- টাকা হারে জরিমানা আরোপের আইন আছে। এখন বসে বসে হিসাব করেন প্রতি বছর রিটার্ন দেয়া ভাল নাকি জরিমানা দেয়া ভাল?
তার মানে, বুঝে কিংবা না বুঝে একটা টিন খোলা মানে হল প্রতিবছর রিটার্ন দাখিল করতে আপনি বাধ্য। প্রতি বছর নভেম্বরের ৩০ তারিখের আগে রিটার্ন দাখিল না করলে জরিমানা তো আছেই। তবে ক্রেডিট কার্ড ও জমি বিক্রয়ের জন্য টিন খুললে এবং করযোগ্য আয় না থাকলে রিটার্ন দাখিল না করলেও চলে।
এখন থেকে রিটার্ন দাখিল করা যাবে অনলাইনে।নিচের সাইটে ঢুকে খুব সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।
কর দিন, দেশের অগ্রযাত্রায় সঙ্গী হোন।
https://etaxnbr.gov.bd/
লিখেছেনঃ নাজিরুল ইসলাম নাদিম