অলক্ষুণে জুতো | মোহাম্মদ নাসির আলী | ছোটবেলার গল্প PDF Read Online

অলুক্ষণে জুতো মোহাম্মদ নাসির আলী

অলক্ষুণে জুতো খুবই মজার একটি গল্প। গল্পটিতে এক অলক্ষুণে জুতোর কথা বলা হয়েছে যার কারণে জুতোওয়ালার জীবনে নেমে আসে নানা বিপর্যয়। কেন সেই জুতো অলক্ষুণে আর কি কি বিপদ সামনে এসেছিলো জানতে হলে একটানে পড়ে ফেলুন গল্পটি। যারা ছোটবেলায় নতুন বছরে বাংলা বই হাতে পেয়ে আনন্দপাঠের গল্পগুলো একটানে পড়ে ফেলতে পছন্দ করতেন তাঁদের জন্য আমাদের পাঠ্যস্মৃতিতে যোগ হচ্ছে এরকম সব নস্টালজিক গল্প। ছোটবেলার গল্পগুলো সহজেই এখন PDF ডাউনলোড করতে পারবেন অথবা Online এ পড়তে পারবেন বইয়ের ফেরিওয়ালাতে।

আরও পড়ুনঃ গ্রেডিং ও জিপিএ | জিপিএ ফাইভ পদ্ধতির উদ্ভব ঘটেছিলো জুতোর ফ্যাক্টোরিতে

Facebook Comments

Leave a Reply