উনিশ শ একাত্তর | ইমদাদুল হক মিলন | মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা PDF

উনিশ শ’ একাত্তর ইমদাদুল হক মিলন pdf মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প

সেই দীনুর কথা মনে আছে? খাঁ খাঁ রৌদ্রের তপ্ত দুপুরে নদীর পাড়ে একা একা বসে থাকা ছেলের গল্পটি? যখন সারা বাড়িতে জনমানুষের চিহ্নও থাকেনা, মুক্তিযুদ্ধের কথা শুনে সবাই চলে যায় নিরাপদ আশ্রয়ে তখন সেই বালকটি একা একা পরে থাকে গ্রামে। স্কুলের পাঠ্যবইয়ে না পড়ে থাকে এখুনি পড়ে ফেলুন। গল্পের চিত্রপটটি সারাজীবন আপনার মনে গেঁথে যাবে।

আরও পড়ুনঃ একসূত্রে শওকত ওসমান PDF

Facebook Comments

Leave a Reply