সরদার ফজলুল করিম : আমাদের কালের বাতিঘর
বরিশালের প্রত্যন্ত আটিপাড়া গ্রামের ক্ষুদ্র এক কৃষক পরিবারে জন্ম তাঁর। যে কৃষক পরিবারে অন্য সব চিন্তা তো বাদ, প্রথমত খাবারের চিন্তা পোহাতে হতো। যেখানে কেবলই সমস্ত জুড়ে অভাব আর অভাব। লিখেছিলেন নিজেও “কৃষকের সন্তানের কোন ভবিষ্যৎ নেই!” সকাল বেলা পান্তা খেয়ে বাবাকে ফসলের মাঠে সাহায্য করতে লাঙ্গল নিয়ে ছুটতে হতো তাঁকে, অথচ সেই দরিদ্র কৃষক…