আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছোটদের জন্য আলোর ভুবন পাঠাগারের আয়োজন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছোটদের জন্য দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতার অায়োজন করেছিল “অালোর ভুবন পাঠাগার “। সকাল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে অাজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছে। ছোটদের উৎসাহ ও উদ্দীপনা দেখে অামরা সত্যিই অানন্দিত। ওদের হাসি-খুশি মুখ অামাদের প্রেরণা যোগায় অাগামী…