Skip to content
Home » আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছোটদের জন্য আলোর ভুবন পাঠাগারের আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছোটদের জন্য আলোর ভুবন পাঠাগারের আয়োজন

    আলোর ভুবন পাঠাগার
    Redirect Ads

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছোটদের জন্য দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতার অায়োজন করেছিল “অালোর ভুবন পাঠাগার “। সকাল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে অাজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছে। ছোটদের উৎসাহ ও উদ্দীপনা দেখে অামরা সত্যিই অানন্দিত। ওদের হাসি-খুশি মুখ অামাদের প্রেরণা যোগায় অাগামী অনুষ্ঠান অায়োজনের।

    অাজকের অনুষ্ঠানের বিজয়ীদের তালিকা :

    Download
    • চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ী –
      • ১ম: আনিকা তাবাসসুম, ৫ম শ্রেণি
      • ২য়: সামিয়া ইয়াসমিন শিফা, ৫ম শ্রেণি
      • ৩য়: কাইসারা আরিবাহ্ – ২য় শ্রেণি
    • কুইজ প্রতিযোগীতার বিজয়ী-
      • ১ম: মো: কাব্য, ৬ষ্ঠ শ্রেণি
      • ২য়: মো: রিফাত,৫ম শ্রেণি
      • ৩য়: আতিফা সানজিদা, ৫ম শ্রেণি।

    উপস্থিত বক্তৃতা, গান, কবিতা অাবৃত্তি যারা করেছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে। অায়োজনটি সম্পূর্ণ করতে অামাদের ‘অালোর ভুবন পাঠাগারে‘র সদস্যরা অনেক পরিশ্রম করেছে। তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

    “বইয়ের পাতায় নিজেকে খুঁজি”

    আয়োজনেঃ আলোর ভুবন পাঠাগার, পারগয়ড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন