Skip to content
Home » মাতাল হাওয়া হুমায়ূন আহমেদ PDF রিভিউ | Matal Haowa Humayun Ahmed

মাতাল হাওয়া হুমায়ূন আহমেদ PDF রিভিউ | Matal Haowa Humayun Ahmed

    মাতাল হাওয়া হুমায়ূন আহমেদ এর সেরা রোমান্টিক রচনা উপন্যাস গল্প সমগ্র বই সমূহ pdf download রিভিউ
    Redirect Ads

    হুমায়ূন আহমেদ আমার একজন প্রিয় লেখক তাঁর দেড়শত বই আমার পড়া। কোনটার রিভিউ দিব? ভাবলাম যে বইটা সর্বশেষ পড়েছি সেটাই দেই। বইটি হলো ‘মাতাল হাওয়া’।

    বইঃ মাতাল হাওয়া।
    লেখকঃ হুমায়ূন আহমেদ।
    প্রকাশনীঃ অন্যপ্রকাশ।
    পৃষ্ঠা সংখ্যাঃ ২৩২

    Download

    এই মাতাল হাওয়া বইটাকে মূলত কোন জনরায় ফেলা যায় সেটা নিয়ে আমি দ্বিধান্বিত। বইটা কিছুটা মিশ্রিত! কি বলা যায়? অনেকটা ঐতিহাসিক, আবার কিছুটা আত্মজীবনী মূলক! অবশ্য বইয়ে হুমায়ূন আহমেদ নিজেই উল্লেখ করে দিয়েছেন, “এটা যেহেতু ‘মাতাল হাওয়া’। তাই গল্পের ফাঁকে ফাঁকে আমার নিজের গল্পও ঢুকবে”। বলাই বাহুল্য, অন্যান্য সেরা কাজের মতো এটাও একটা সেরা কাজ তাঁর।

    বইটার কাহিনী সংক্ষেপ বলে কিছু নেই। পুরোটাই একটা বিস্তারিত কাহিনী!
    এটি মূলত লেখা হয়েছে স্বাধীনতার আগে, ১৯৬৯ সালের প্রেক্ষাপটে। সে সময়ের লেখকের নিজের গল্পও লিখেছেন হুমায়ূন আহমেদ। তাতে অবশ্য মূল লেখার কোনো বিঘ্ন ঘটে নি। তাঁর শক্ত হাত সব সামলে নিয়েছে।
    তৎকালীন দুইজন রাজনীতিবিদ ‘রাশেদ খান মেনন’ এবং ‘মতিয়া চৌধুরী’ সম্পর্কে আছে মজার কিছু তথ্য।
    উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গুন্ডাবাহিনী এনএসেফ’র কার্যক্রম। লেখক এসব খুব বিশদ ভাবেই বর্ণনা কিরেছেন।
    হুমায়ূন আহমেদ নিজের কথা লিখেছেন, তিনি সে সময় হিপনোটাইজ ও কিছু জাদুবিদ্যা শিখে হালকা জনপ্রিয় হয়েছিলেন। এসবই তিনি খুব মজার ছলে বর্ণনা কিরেছেন। এছাড়াও আরেকটা বিষয় আছে আসাদুজ্জামানের গল্প, যার রক্ত মাখা শার্ট ছিল সে সময়ের আন্দোলনের প্রাণ!

    এবার বইটার চরিত্র গুলোকে কিছুটা বিশ্লেষণ করি—
    হুমায়ূন আহমেদ বরাবরই তাঁর চরিত্রগুলো খুব জীবন্ত ভাবে ফুটিয়ে তুলতে পারেন। এই বইটার চরিত্রগুলোও তার ব্যাতিক্রম নয়।
    প্রথম যার সম্পর্কে বলবো সে হলো ময়মনসিংহ জর্জকোটের উকিল হাবিবুর রহমান। তার নামে একটা গুজবও আছে। গুজবটা বই পড়েই জানেনে…

    দ্বিতীয় যার সম্পর্কে বলা উচিত সে হলো নাদিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। হাবিবুর রহমানের মেয়ে। এই মেয়েটা আমাকে কাঁদিয়ে ছেড়েছে!

    Download

    এরপর আছে হাজেরা বেগম। হাবিবুর রহমানের মা। আপাতত তাঁর কিছুটা মস্তিষ্ক বিকৃতি আছে। কিংবা তিনি সেরকম ভান করেন। এই মানুষটাও অনেক ভালো!

    আরেকজনকে নিয়ে না বললেই নয়, সে হলো ফরিদ। অগুরুত্বপূর্ণ একটা চরিত্র মনে হলেও সে একজন গুরুত্বপূর্ণ চরিত্র। কি কারনে গুরুত্বপূর্ণ, এসব আর বলবো না। তবে একটা কথা বলতে ইচ্ছা করছে, আমারও একজনকে খুন করা উচিত ছিলো!
    আর কিছু বলতে ভাল্লাগছে না। অন্য প্রসঙ্গ চলে এসেছে। রিভিউ লিখতে গিয়ে বিচ্ছিরি জিনিশ মনে পরে গেছে। এদিক দিয়ে হুমায়ূন আহমেদ আমাকে খুব কষ্ট দিয়েছেন।

    লিখেছেনঃ শাহরিয়ার ইনাম

    বইঃ মাতাল হাওয়া [ Download PDF ]
    লেখকঃ
    হুমায়ূন আহমেদ

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন