সবিনয় নিবেদন – বু্দ্ধদেব গুহ
‘সবিনয় নিবেদন’ নামটি দেখলেই মনে পড়ে চিঠি’র সাথে সম্পৃক্ততার কথা। সম্পূর্ণ উপন্যাসটি চিঠি’র মাধ্যমেই ব্যক্ত। দুইজন নর-নারী’র সাধারণ প্রেম কথনের পাশাপাশি হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্যও উপস্থিত। কিছু চিঠি ব্যক্তিগত না হয়ে নৈর্ব্যক্তিক হয়ে উঠেছে। চিঠি’র মাধ্যমেই দুইজনের হৃদয়ানুভূতি, সমাজ, পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির উপর মানুষের জোর করে আধিপত্য করার কুফল সবই উঠে এসেছে।…