Skip to content
Home » হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইয়ের রিভিউ পিডিএফ | গোলাম মুরশিদ PDF

হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইয়ের রিভিউ পিডিএফ | গোলাম মুরশিদ PDF

    হাজার বছরের বাঙালি সংস্কৃতি পিডিএফ
    Redirect Ads

    বইয়ের নামঃ হাজার বছরের বাঙালি সংস্কৃতি
    লেখকঃ গোলাম মুরশিদ
    পৃষ্ঠা সংখ্যাঃ ৫২০
    প্রকাশকঃ অবসর প্রকাশনী

    ভারতীয় উপমহাদেশে সেই আর্য সভ্যতার বিকাশ থেকে শুরু করে বিংশ শতক পর্যন্ত সংস্কৃতি ও সংস্কৃতির বিভিন্ন উপাদান যেমনঃ ভাষা, ধর্ম,সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, স্থাপত্যবিদ্যা, পোশাক আষাক, খাদ্যাভ্যাস, নাটক, চলচ্চিত্র ইত্যাদি এর ইতিহাস এবং ক্রমবিকাশ সম্পর্কে অত্যন্ত গোছানো ও চমৎকার সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এ বইটিতে। বিশাল কলেবরের বইটিতে অতিরিক্ত তথ্য দিয়ে ভারাক্রান্ত করার কোন চেষ্টা দেখা যায় নি। আবার কোন আলোচনায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতি আছে বলেও মনে হয় নি (এক্ষেত্রে আমার পর্যবেক্ষণ ভুলও হতে পারে)।

    Download

    আরও পড়ুনঃ আশার ছলনে ভুলি PDF রিভিউ – গোলাম মুরশিদ

    বইয়ের ভাষা অত্যন্ত সহজ। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “কবি তব মনোভূমি রামের জন্মভূমি অযোধ্যার চাইতে সত্য জেনো।” তথাপি ইতিহাস বলতে গিয়ে লেখকেরা কখনোই পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারেন না।

    তবু লেখক গোলাম মুরশিদ এখানে যে নির্মোহ মনোভাব এবং পরিমিতিবোধ এর পরিচয় দিয়েছেন তা অবশ্যই বিশেষ কৃতিত্বের দাবি রাখবে।

    যেসব তথ্যের সুনির্দিষ্ট উৎস আছে, সেগুলো উল্লেখ করেছেন। ব্যক্তিগত অভিমত ব্যবহারের সাথে সাথে নিজস্ব চিন্তার স্বপক্ষে যুক্তি এবং নূন্যতম সূত্রের উল্লেখ করেছেন। তাই এখানে তথ্যগত ভুল সম্ভাবনা খুব অল্পই মনে হয়।

    Download

    আরও পড়ুনঃ শরৎচন্দ্র রচনা সমগ্র PDF রিভিউ

    সবশেষে, যারা পড়তে আগ্রহী তাদের জন্য পরামর্শঃ

    নন ফিকশন বই পড়ার অভ্যাস না থাকলে একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। যারা নন ফিকশনে মোটামুটি অভ্যস্ত তাদের বেলায়ও ধৈর্যের পরীক্ষা দিতে হবে কিছুটা হলেও। কারণ বিশাল তথ্যসমৃদ্ধ ৫২০ পৃষ্ঠার বইটি খুব অল্প সময়ে শেষ করা অত সহজ হবে না।

    আর যাদের আমার মত মানচিত্র সম্পর্কে ধারণা শূন্যের কাছাকাছি,তারা ভৌগোলিক জায়গা উল্লেখ করে যেসব বিবরণ থাকবে সেগুলো গুগল ম্যাপে সার্চ দিয়ে একটু দেখে নিবেন, তাহলে মজা পাবেন। এছাড়া যেকোন বিষয়ই পড়ার সাথে আরো জানার মন চাইলে একই কাজ করতে পারেন। এতে মনেও থাকবে বেশি।

    আরও পড়ুনঃ দুর্গেশনন্দিনী উপন্যাস PDF বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Download

    ব্যক্তিগত আক্ষেপ

    “হাজার বছরের বাঙালি সংস্কৃতি” সম্পূর্ণ বইটির সম্ভবত ১০ শতাংশ আমি নিতে পেরেছি। তাতেই মনে হচ্ছে দারুণ একটা স্বাদ পেলাম। এজন্য মনে হচ্ছে যে, কেন আরো ৫ বছর আগে পড়লাম না৷ তাহলে এতদিনে ভারতীয় উপমহাদেশের সিংহভাগ ইতিহাস আয়ত্ব করে ফেলতে পারতাম!

    লিখেছেনঃ Hussain Muhammad Siddikin

    বই: হাজার বছরের বাঙালি সংস্কৃতি [ Download PDF ]
    লেখক:
    গোলাম মুরশিদ

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    Download

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন