Skip to content
Home » রূপসী বাংলা জীবনানন্দ দাশ PDF রিভিউ | Ruposhi Bangla Jibanananda das

রূপসী বাংলা জীবনানন্দ দাশ PDF রিভিউ | Ruposhi Bangla Jibanananda das

    রূপসী বাংলা জীবনানন্দ দাশ pdf
    Redirect Ads

    বই: রূপসী বাংলা
    লেখক: জীবনানন্দ দাশ
    ধরণ: কাব্যগ্রন্থ
    প্রকাশনী: এস. আর. প্রকাশনী
    প্রকাশকাল: জুলাই ২০১৪
    মুদ্রিত মূল্য: ৮০
    পৃষ্ঠা সংখ্যা: ৬১

    বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
    খুঁজিতে যাই না আর;

    প্রকৃতি ও প্রেমের কবি জীবনানন্দ দাশ’র ‘রূপসী বাংলা’ অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ‘রূপসী বাংলা’ এমন এক কাব্যগ্রন্থ, যেখানে বাংলার রূপ সামগ্রিকভাবে সংহত হয়ে আছে। জীবনানন্দ দাশ বাংলার নদী, মাঠ, জোছনা, শিশির, নক্ষত্র, লক্ষ্মীপেঁচা, ডুমুরের ফুল ভালোবেসে হৃদয়ের গহীনে যে শব্দমালা গেঁথেছেন তার উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন কাব্যের পরতে পরতে।

    Download

    জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ এর প্রথম প্রকাশকাল ছিলো ১৯৫৭ খ্রিষ্টাব্দে। প্রকাশক ছিলো সিগনেট প্রেস, কলকাতা। ১৯৮৪ খ্রিষ্টাব্দে প্রতিক্ষণ পাবলিকেশনস গ্রন্থটির পাণ্ডুলিপি সংস্করণ প্রকাশ করে। ইন্টারনেটে পিডিএফ প্রকাশিত হয়েছে ২০১০ সালে নেপথ্যে ছিলেন নবিউল আফরোজ।

    এই বাংলার প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ কবির সত্ত্বার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি তাঁর জীবনসত্ত্বা দিয়ে গ্রহণ করেছেন প্রকৃতিকে আর প্রকাশ করেছেন সমগ্র কবিসত্ত্বা দিয়ে। প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন বিচিত্রভাবে। এ কাব্যগ্রন্থে আবহমান বাংলাকে তিনি অপরূপ মায়াময় করে তুলেছেন।
    যেমন-

    তোমারা যেখানে সাধ চ’লে যাও
    আমি এই বাংলার পারে র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা
    ঝরিতেছে ভোরের বাতাসে;
    দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হ’য়ে আসে।

    আরও পড়ুনঃ অগ্নিবীণা কাব্যগ্রন্থ PDF রিভিউ কাজী নজরুল ইসলাম

    যে প্রকৃতি কবি’র চেতনার সাথে, অস্তিত্বের সাথে মিশে আছে সেই প্রকৃতি থেকে একদিন বিদায় নিতে হবে এই ভাবনা কবিকে কাতর করে তুলেছিলো, যার ফলে কবি’র কবিতায় মৃত্যুচেতনা উঠে এসেছে বারবার। তাইতো কবি বলেছেন-

    Download

    মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না আর;
    দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন
    নিভে যায়;- দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন।

    বাংলার গাছপালা, নদীনালা, পশুপাখি, ফুল-ফল, পশুপাখি, পোকামাকড় কেউই তাঁর কবিতায় অনাদৃত নয়। প্রত্যেকের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে কবি এক অপার সৌন্দর্যের মালা গেঁথেছেন। বাংলা ভাষায় প্রকৃতির এমন স্তোত্র আর দ্বিতীয়টি রচিত হয়নি।

    আরও পড়ুনঃ সাম্যবাদী কবিতার মূল ভাব PDF কাজী নজরুল ইসলাম

    পাঠ প্রতিক্রিয়া:

    জীবনানন্দ দাশ আমার সবচেয়ে প্রিয় একজন কবি। তাঁর এই কাব্যগ্রন্থটি যতোবার পড়ি ঠিক ততোবারই নির্মল, স্নিগ্ধ, পবিত্র, সৌন্দর্যে ভরপুর এক দেশের চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার সোনার বাংলা।

    রূপসী বাংলা’র প্রতিটি কবিতায় আমি বাংলার সোঁদা মাটির গন্ধ পাই।
    লক্ষ্মী পেঁচার অস্ফুট শব্দ, ধানের গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেলে।

    Download

    লিখেছেনঃ Amena Jui

    বইঃ রূপসী বাংলা [ Download PDF ]
    লেখকঃ জীবনানন্দ দাশ

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    জীবনানন্দ দাশ রচনাবলী PDF ডাউনলোড করুন

    Download
    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন