Skip to content
Home » মেঘেদের দিন সাদাত হোসাইন PDF রিভিউ| Megheder Din PDF Download

মেঘেদের দিন সাদাত হোসাইন PDF রিভিউ| Megheder Din PDF Download

    মেঘেদের দিন সাদাত হোসাইন pdf download
    Redirect Ads

    বইঃ মেঘেদের দিন
    লেখকঃ সাদাত হোসাইন

    জনপ্রিয় লেখকের বই নিয়ে কিছু বলা বড়ই মুসকিলের ব্যাপার। একদল সবকিছুতেই ভাল তো অন্যদল বলবে খারাপ। কিন্তু আমি অতি সামান্য একজন পাঠক মাত্র। তাই চারপাশের অবস্থা বিবেচনা করে বইটি নিয়ে নিদারুণ দুটি কথা বলে গেলাম।

    Download

    বর্তমান সময়ে তরুণ পাঠকদের জনপ্রিয় মুখ কথাসাহিত্যিক সাদাত হোসাইন। অল্পকিছু সময়ে জনপ্রিয় কিছু বই লিখে দারুণ হয়ে উঠেছেন এই লেখক। এখন বই মেলা মানেই যেন সাদাত হোসাইন। আর ২০২০ বই মেলা উপলক্ষে অন্যপ্রকাশ থেকে প্রকাশ পেয়েছে জনপ্রিয় এই লেখকের মেঘেদের দিন বইটি।

    আরও পড়ুনঃ নির্বাসন সাদাত হোসাইন রিভিউ PDF

    এ এক জীবনের গল্প। কোথাও জীবনের সমাপ্তি ঘটে আবার কোথাও পরিস্ফুটিত হতে থাকে। গল্পের শুরু হয় দশ এগারো বছরের এক মেয়েকে কেন্দ্র করে। যে কিনা বাঁচতে চাই এই সমাজের পুরুষদের কালো থাবা থেকে। কিন্তু তাঁর মায়ের অনাগত সন্তান যেন পুরুষ হয় সেজন্য সৃষ্টিকর্তার কাছে তার ছিল করুন আকুতি। কিন্তু পুরুষ নিয়ে মেয়েটির এত ভয় কেন? কারণ তার বাবার বন্ধু একদিন জাপটে ধরেছিল তাকে। একমাত্র মায়ের ভরসাতে তার বেঁচে থাকার চেষ্টা। কিন্তু সন্তান জন্মদিতে মৃত্যু হয় মায়ের তাই সেও আত্মঘাতি হয়।

    এদিকে যখন জীবন যুদ্ধে পরাজিত হয় এক মেয়ে তখনি বুড়ির গ্রামে বেড়াতে আসা মারুফ আর মায়া জন্ম দিতে যায় অারেক জীবনের। বহু বছর পর মারুফ বেড়াতে আসে মামা বাড়িতে। কিন্তু যখন এল তখন মামাদের চক্রান্তের শিকার হয়ে জীবন যেতে যেতে বেঁচে যায় মারুফের। আর মামার লালাসার হাত থেকে বেঁচে যায় ভগিনীপতি মায়াও। তারপর তারা শহরে ফিরে যায় আর শেষ হয়ে যায় এই গল্প।

    Download

    আরও পড়ুনঃ নিঃসঙ্গ নক্ষত্র – সাদাত হোসাইন PDF রিভিউ

    আমি নিতান্তই একজন পাঠক। ২০২০ বইমেলা আসার আগেই বইয়ের কয়েক মুদ্রণ। ঠিক খানিকটা সেই লোভেই পড়তে বসেছিলাম মেঘেদের দিন। কিন্তু লেখক আমাকে বড়ই হতাশ করেছেন। কিন্তু গল্পের মধ্য রয়েছে বর্তমান সমাজের বাস্তব চিত্র। হয়ত হতে পারতো অসাধারণ কোন গল্প কিন্তু লেখার ভাষায় রয়েছে বেশ অপরিপক্কতা।দূর্বল শব্দচয়ন এবং সাদামাঠা কাহিনী প্রবাহ যেন বইটিকে নিষ্প্রাণ করে দিয়েছে। যা লেখকের কাছে কখনোই কাম্য নয়। খুব সাধারণ এই গল্প যেন নিতান্তই অনিচ্ছায় লেখা।

    আরও পড়ুনঃ মানবজনম সাদাত হোসাইন PDF রিভিউ

    কি জানি এত মারাত্মক সব লেখা প্রকাশের পর তিনি এমন বই কেন লিখলেন! তবে কি সেগুলো আসলেই মারাত্মক ছিল? সে যায় হোক ৯৬ পাতার এই বই ২২৫ টাকা মূল্যে কেনা ঠিক যেন পাঠকের পকেট ফাঁকা করা। লেখকের জনপ্রিয়তায় হয়তো এই বই হাজার হাজার সংখ্যা বিক্রি হবে। কিন্তু আমার মত যারা নিতান্তই না খেয়ে, পথ হেঁটে টাকা বাঁচিয়ে বই কিনেন তারা লেখক প্রকাশের বিজ্ঞাপনে বিভোর না হয়ে একটু যাচাই বাছাই করে বই কিনবেন।

    Download

    লিখেছেনঃ Sagar Mallick

    বই: মেঘেদের দিন [ Download PDF ]
    লেখক: সাদাত হোসাইন

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    সাদাত হোসাইন এর অন্যান্য বইসমূহ

    Download
    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন