Skip to content
Home » মৃন্ময়ীর মন ভালো নেই হুমায়ূন আহমেদ PDF | Mrinmoyir Mon Bhalo Nei Book

মৃন্ময়ীর মন ভালো নেই হুমায়ূন আহমেদ PDF | Mrinmoyir Mon Bhalo Nei Book

    মৃন্ময়ীর মন ভালো নেই হুমায়ূন আহমেদ এর সেরা রোমান্টিক রচনা উপন্যাস সমগ্র বই pdf রিভিউ
    Redirect Ads

    বুক রিভিউ
    মৃন্ময়ীর মন ভালো নেই
    হুমায়ূন আহমেদ

    মৃন্ময়ী ১৯ বছর বয়সের একজন অত্যন্ত রূপবতী ও বুদ্ধিমতী তরুণী। সে তার বাবা মায়ের সাথে শহরে থাকে। তাদের পরিবার বিশাল ধন সম্পদের মালিক যা উপার্জন করেছে তার দাদা। তিনি অনেকটা পাগলাটে ধরনের, শহরের বাইরে একা একটি খামার বাড়িতে বাস করেন। তিনি তার ছেলে কে পছন্দ না করলেও মৃন্ময়ীকে খুবই ভালবাসেন। মৃন্ময়ীও নিয়মিত দাদার খবর রাখে, সময় পেলেই দাদার কাছে চলে আসে। মৃন্ময়ীর বাবা তেমন কিছু করেন না, সারা দিন শুধু বই নিয়ে পরে থাকেন আর দেশ বিদেশের আর্ট সংরক্ষণ করেন। সেই সূত্রেই তার পরিচয় হয় জহিরের সাথে। জহির একজন গরিব প্রতিভাবান চিত্রশিল্পী। তাকে তিনি নিয়োগ দেন তার, তার বাবার ও মৃন্ময়ীর ছবি আঁকার জন্য।

    Download

    বইটি অনেক সহজ-সরল ভাষায় লেখা। কথোপকথন গুলো খুবই মজার আর অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে বইটির ভালো দিক এখানেই শেষ। চরিত্রগুলো ঠিকভাবে গড়ে তোলা হয় নি, কোন চরিত্রেই গভীরতা নেই। সবগুলো চরিত্রই একমুখী (one dimensional), আর অন্তসারশূন্য। কোন চরিত্রের জন্য ই পাঠকের হৃদয়ে মায়া তৈরি হয় না বা সাখ্যতা গড়ে উঠে না (no emotional connection) । বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক কারণ প্রতিটি প্রধান চরিত্রই ছিল অপার সম্ভাবনাময়। প্রায়শই কাহিনীর তাল কাটা পরেছে, মূল বিষয় থেকে বার বার সরে পরেছেন। অহেতুক বিভিন্ন পার্শ্ব ঘটনা (subplot) যোগ করেছেন যা বিরক্তিও তৈরি করেছে। লেখা পড়ে বুঝা যায় লেখক অনেক জানেন আর তা জাহির করার প্রবণতাও প্রকট। লেখক যত সময় ব্যয় করেছেন বিভিন্ন আসবাব এর বর্ণনা দিয়ে তার অর্ধেক চরিত্র গঠনে (character development) ব্যয় করলে গল্প আরো অনেক বেশি সার্থক হত।
    বইয়ের নামটি একদমই অনর্থক, গল্পের সাথে এর কোন মিল নেই। আর গল্পের শেষটা একইসাথে ‘forced’ এবং ‘predictable’।

    বইঃ মৃন্ময়ীর মন ভালো নেই [ Download PDF ]
    লেখকঃ
    হুমায়ূন আহমেদ

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত

    Download
    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন