Skip to content
Home » মায়ামালঞ্চর বিকেল – প্রিয়াংকা বিশ্বাস

মায়ামালঞ্চর বিকেল – প্রিয়াংকা বিশ্বাস

    Redirect Ads
    কবিতা: "মায়ামালঞ্চর বিকেল"
    --- প্রিয়াংকা বিশ্বাস  
    হৃদয়হীন সকল অনাচার চাবির গোছার মতো বেঁধেছি আঁচলে।
    প্রাচীন নদীর জীবন ছেড়ে আজ আমার সমুদ্রে যাবার ডাক এসেছে।
    ঐ যে নৈঋত কোণের আগুন রঙা আলোক ছটা-
    -যাকে ভেবে ভেবে আওড়েছি কালিদাসীয় মেঘদূত  
    আজ আমায় অমোঘ আকর্ষণে টানছে। 
    মায়ামালঞ্চর এই বিকেলে তোমার হাত ধরে তাই সহমরণে যাব। 
    
    অস্তিত্ববাদী বেদনার গ্রাসে বিলুপ্ত সংসারের ঝুলন্ত তালায় ধরেছে জং 
    চাবির গোছা তো হারিয়ে ফেলেছি কবেই 
    আমার নিভাঁজ দুঃখেরা আজ বরপ্রাপ্ত আনন্দের সঙ্গী হয়ে  
    মেতেছে তাণ্ডব নৃত্যের মহড়ায়। 
    এমন আদিম বিষাদের ক্ষণেই ঐ উথালপাথাল নীলচে ঢেউয়ের তালে  
    মায়ামালঞ্চর এই বিকেলে তোমার হাত ধরে সহমরণে যাব। 
    সাওতালী কুঁচ বরণ কন্যার পারিপাট্যহীন জীবন ভর করেছে আমার ছায়ার শরীরে, 
    ফরাশডাঙায় ফোঁটা কলমিফুলেরা আজও তাই আমার অপেক্ষায় 
    এই ঝিনুক কুড়ানো বেলাভূমিতে মানুষ হবার সমস্ত দায় দিলাম ছড়িয়ে। 
    সাওতালী কুঁচ বরণ কন্যা আমি-
    মায়ামালঞ্চর এই বিকেলে তোমার হাত ধরে সহমরণে যাব
    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন