Skip to content
Home » বিরাজ বৌ রিভিউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biraj Bou PDF Sarat Chandra Books

বিরাজ বৌ রিভিউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biraj Bou PDF Sarat Chandra Books

    বিরাজ বৌ
    Redirect Ads

    বইঃ বিরাজ বৌ
    লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

    শরৎচন্দ্র নিয়ে নতুন করে বলার কিছু নেই! একের পর এক এই অপরাজেয় কথাশিল্পীর লেখা পড়তে পড়তে এখন আমি শরৎচন্দ্রের ভক্ত হয়ে গিয়েছি! আজ নাহয় গল্পেই ফেরা যাক! নয় বছর বয়সে বধু হয়ে আসা এক বালিকা, নাম তার বিরাজ। শ্বশুরবাড়িতে এসে হয়ে গেলো বিরাজ বৌ! সে বাড়িতে আগমনের কয়েকদিনের মধ্যেই বিরাজের হাতে ছোট্ট ননদ হরিমতিকে সপে দিয়ে পরপারে পাড়ি জমান তার শ্বাশুড়ি। সেই থেকে বিরাজ আদরে লালন পালন করেন হরিমতিকে।

    বিরাজের স্বামী নীলাম্বর এবং স্বামীর ছোট ভাই পীতাম্বর। দুই ভাই দুই রকম মানূষ। নীলাম্বর পরোপকারী, বুদ্ধিহীন আর পীতাম্বর সংসারী এবং স্বার্থপর। দুজনের একমাত্র বোন হরিমতির যখন বিবাহ দেয়া হয় তখন পীতাম্বর পৈতৃক সম্পত্তি দুভাগ করে আলাদা হয়ে যায় এবং বোনের বিয়ের জন্যে কোনো রকম খরচ প্রদান করে না। হরিমতির বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে শর্ত দিয়েছিল যে জামাইয়ের ডাক্তারি পড়ার সকল খরচ হরিমতির বাপের বাড়ি থেকে দিতে হবে। কাজেই নীলাম্বরকে সারা বছর ধরে হরিমতির শ্বশুর বাড়িতে খরচ পাঠাতে হতো।সেই খরচ যোগাতে গিয়ে নীলাম্বর আর বিরাজবৌ প্রায় নিঃস্ব হতে চলছিলো! এই পর্যন্ত থাকুক আপাতত!

    Download

    আরও পড়ুনঃ বিলাসী গল্প – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    এবার বিরাজ বৌ সম্পর্কে কিছু কথা বলা যাক! বিরাজ বৌ এমন এক ধরনের চরিত্র যেরকম স্ত্রী পাওয়া সকল ছেলের ই স্বপ্ন! কিন্তু এরকম একজন স্ত্রীর মূল্য বোঝে একজন স্বামী তাকে যথার্থ মর্যাদা দিতে পারবে না কিনা সেটা অবশ্য ভাববার বিষয়! এত দুঃখ, দীনতা সহ্য করেও যে বিরাজ বৌ এক মুহুর্ত ও স্বামীকে আড়াল করতে চাইতো না, যার সকাল শুরু ই হতো না স্বামীর মুখ না দেখে, যে স্বামীকে খাবার বেড়ে খাওয়ার জন্যে হাজার কাজকে তুচ্ছ গণনা করতো!

    শেষমেশ কি এমন হলো যার কারনে বিরাজ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো? যে বিরাজের প্রার্থনা ছিলো নীলাম্বরের কোলে যেন শেষ নিঃস্বাস ত্যাগ করতে পারে, সেই চাওয়া কি পূর্ণ হলো? পুরোটা জানতে হলে পড়ে ফেলুন বইটি!

    আরও পড়ুনঃ মহেশ গল্প – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    Download

    বইটি পড়ার সময় মনে হচ্ছিল, এই বুঝি কাহিনী শেষ, কিন্তু পরমুহূর্তের বর্ণনা পড়ে পড়ার আগ্রহ আরো দ্বিগুণ হয়ে যাচ্ছিলো একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত! ওহ! হ্যা, বইটি পড়া শেষ করে ইউটিউবে বিরাজ বৌ বেতার নাটক টাও শুনেছিলাম। কি দারুণ ওদের বলার ভঙ্গি।

    উপন্যাসের পড়া লাইন গুলোর একদম যথাযথ উপস্থাপনা ছিলো তাদের। ইউটিউবের ‘বিরাজ বৌ বেতার নাটক’টি এইখানে দেয়া হলো। তবে অবশ্যই বইটি পড়ার পরে নাটকটি শুনবেন নইলে উপন্যাসের বর্ণনা গুলো মিস হয়ে যাবে…

    https://youtu.be/nneQI44ZTzs

    লিখেছেনঃ Sumaiya Ahmed Nusrat

    বইঃ বিরাজ বৌ [ Download PDF ]
    লেখকঃ
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা সমগ্র

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন