Skip to content
Home » বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম রিভিউ PDF | Bidrohi Kobita Kazi Nazrul

বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম রিভিউ PDF | Bidrohi Kobita Kazi Nazrul

    বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম কবিতা রচনা সমগ্র জীবনী pdf
    Redirect Ads

    ২০২১ সাল ’ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ’, “বিদ্রোহী” কবিতার শতবর্ষ পূর্তি। কবিতাটি প্রকাশিত হয়েছিলো ৬ই জানুয়ারি ১৯২২, সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়, কলকাতা। এটি রচনা করতে কবির এক রাত সময় লেগেছিল। বলা হয়ে থাকে মধ্যরাত থেকে ফজর পর্যন্ত কবি এই কবিতাটি রচনা করেন এবং সকালে তাঁর বন্ধু কমরেড মুজাফফর আহমদকে শোনান। কমরেড মুজাফফর আহমদ তাঁর ‘কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথা’ বইয়ে লিখেছেন,‘

    আসলে বিদ্রোহী কবিতা রচিত হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বড়দিনের ছুটিতে। প্রথম ছাপা হয়েছিল ‘বিজলী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকায়। তখন নজরুল ও আমি নিচের তলার পূর্ব দিকের বাড়ির নিচে দক্ষিণ-পূর্ব কোণের ঘরটিতে থাকি। কবিতাটি নজরুল লিখেছিলেন রাতে। রাতের কোন সময় তা জানি না। রাত ১০ টার পরে আমি ঘুমিয়ে পড়েছিলুম। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে আমি বসেছি এমন সময় নজরুল বলল -সে একটা কবিতা লিখেছে। পুরো কবিতাটিই সে আমাকে পড়ে শোনাল। ‘বিদ্রোহী’ কবিতার আমিই প্রথম শ্রোতা। আমার মনে হয়- নজরুল শেষ রাতে কবিতাটি লিখেছিল।’

    জাতীয় কবির এই কবিতাটি একদমই শুরুর দিকের একটি কবিতা। যেটি রচনা করা হয়েছিলো ২১/২২ বছর বয়সে। তিনি কবিতার ভাষায় বলতে চেয়েছেন কারো অধীন হয়ে নয়-বরং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাই মানুষের সার্থকতা। ভাব-ভাষা ও উপমা-ছন্দে বিদ্রোহী কবিতাটি রচিত এক অনবদ্য রচনা। বিদ্রোহী কবিতাটি যখন তিনি রচনা করেন-তখন ভারতবর্ষে বৃটিশ বিরোধী গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছিল এবং এক উত্তাল হাওয়া বিদ্যমান ছিল। গোটা ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর মধ্যেই তার কালজয়ী রচনা ‘বিদ্রোহী’।

    Download

    কাজী নজরুল ইসলামের আজকের কাজী নজরুল ইসলাম হয়ে উঠার পিছনে যা কিছু আছে এর অন্যতম হলো তাঁর বিদ্রোহী কবিতা। একজন মানুষকে বিদ্রোহী উপাধী পেতে হলে এই রকম একটি কবিতা রচনা করাই যথেষ্ট। বাংলা সাহিত্য তথা বিশ্বসাহিত্যের ইতিহাসে এরকম কবিতা আর আছে কিনা জানিনা। একজন যুবক তার দেশের স্বাধীনতার জন্য কি লিখতে পারে, কতটুকু লিখতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বিদ্রোহী। আজ ১০০ বছর পরেও এই কবিতা শুনলে বা পড়লে রক্তে আন্দোলন তৈরি হয়। আমি জানিনা এই কবিতা কোন ভিন্ন ভাষায় অনূদিত হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে বলব এটা বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষদেরকে এক অমূল্য সাহিত্যরত্ন থেকে বঞ্চিত করা।

    বইঃ বিদ্রোহী কবিতা [ Download PDF ]
    লেখকঃ কাজী নজরুল ইসলাম

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত | বিদ্রোহী কবিতা ব্যাখ্যা PDF

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন