Skip to content
Home » ফেলুদা সমগ্র ১ ২ ৩ PDF Download রিভিউ | Feluda Samagra 1 2 3 PDF

ফেলুদা সমগ্র ১ ২ ৩ PDF Download রিভিউ | Feluda Samagra 1 2 3 PDF

    ফেলুদা সমগ্র
    Redirect Ads

    বইঃ ফেলুদা সমগ্র
    লেখকঃ সত্যজিৎ রায়

    পৃষ্টা সংখ্যা=২৮০০+
    বইয়ের ধরণঃ গোয়েন্দা কাহিনী।

    সত্যজিৎ রায়। আর বেশি কিছু বলার নেই। এক নামেই তাকে চিনে বিশ্ববাসী। অসাধরণ লেখনী দিয়ে মুগ্ধ করে রাখতেন পাঠকদের। তার সাথে চলচ্চিত্র তৈরিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার সব লেখাতেই প্রচণ্ড বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায়।

    Download

    আমার গোয়েন্দা কাহিনী পড়ার হাতেখড়ি হয়েছিল সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজ দিয়ে। মামার টেবিলে ফেলুদার পাঞ্চ বইটি দেখে লোভ সামলাতে পারি নি। প্রায় ২০ বার পড়েছি ঐ বইটা। পরে সংগ্রহ করে ফেলুদা সমগ্র পড়েছি। সত্যি বলতে কি আমি আরও অনেক গোয়েন্দা বই পড়েছিল। কিন্তু কোনটাতেই ফেলুদার মত এত বুদ্ধিমত্তার ছাপ পাই না।

    আরও পড়ুনঃ বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় PDF

    মুখ্য চরিত্র সমূহঃ

    *ফেলুদাঃ গল্পের প্রধান চরিত্র ইনি। যার আসল নাম প্রদোষ মিত্র।কিন্তু তার ফেলু মিত্ত নাইমেই তার যত খ্যাতি। রহস্যের জটলা খুলতে তার জুড়ি নেই।
    *তোপসেঃ এনাকে ফেলুদার প্রধান সহকারী বলা চলে। তোপসে সম্পর্কে ফেলুদার খুড়তুতো ভাই(মাসতুতো ভাই লেখা আছে একটা গল্পে)
    তার জবানিতেই ফেলুদা সিরিজের প্রত্যেকটি গল্প লেখা। ফেলুদার প্রত্যেকটি অ্যাডভেঞ্চারে তোপসে ফেলুদার সহকারী।
    *জটায়ুঃ ফেলুদার অ্যাডভেঞ্চারের তৃতীয় যে অপরিহার্য ব্যাক্তি তিন হলেন, জটায়ু (লালমোহন গাঙ্গুলি)। রহস্যের দুর্দান্ত ঘনঘটার ফাঁকে ফাঁকে আনাবিল হাসি এবং সরসতার আশ্চর্য দরজা খুলে দেয় এই লালমোহনবাবু ওরফে জটায়ুর উপস্থিতি।
    ফেলুদা সিরিজের সূচনা হয় ১৯৬৫ সালে “ফেলুদার গোয়েন্দাগিরি” গল্পের মাধ্যমে।

    আরও পড়ুনঃ তারিণীখুড়োর অভিযান তারিণী খুড়ো সমগ্র রিভিউ

    Download

    এক নজরেঃ

    ফেলুদার গল্প-উপন্যাস মানেই সকল পাঠকের জন্য রোমাঞ্চ এডভেঞ্চার। ফেলুদার কাহিনীর কোনটিতেও এতটুকু আড়ষ্টতা নেই, আছে সবকিছুর নিখুঁত বর্ণনা। তার উপর গল্পে মাঝে মধ্যে সত্যজিৎ রায়ের হাতে আঁকা ছবি গুলা আপনার রোমাঞ্চ আরো বহুগুনে বাড়িয়ে দিবে। এই ফেলুদার গল্প গুলো যাকে ঘিরে সেই ফেলু মিত্তরের কথা বলতে গেলে, রহস্যের জট খুলতে তার জুড়ি নেই। সবসময়ই তিনি তদন্তের গোলকধাঁধা পেরিয়ে বিশ্বাসযোগ্য ভাবেই উপস্থাপন করেন সকল রহস্যে-জাল। ফেলুদার গল্প-উপন্যাসে যে সব জায়গায় রহস্য ঘনিয়েছে, সেই জায়গার নিখুঁত বর্ণনা রীতিমতো চমকে দেওয়ার মতো। পড়তে পড়তে মনে হবে আপনি সেই জায়গা থেকে ঘুরে আসছেন। তোপসের জবানীতে লেখা রহস্যের দুর্দান্ত ঘনঘটার মাঝে জটায়ুর উপস্থিতি আপনাকে না হাসিয়ে পারবে না।

    আরও পড়ুনঃ প্রফেসর শঙ্কুর গল্প সমগ্র PDF রিভিউ

    সব মিলিয়ে বলা যায়, আজ পর্যন্ত বাংলায় লেখা গোয়েন্দা কাহিনী গুলোর মধ্যে ফেলুদাই তার আসনটি ধরে রেখেছে সবার উপরে।
    তাইতো সব বয়সী পাঠকদের কাছে ফেলুদা সমান ভাবে জনপ্রিয়।
    আমার ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০

    লিখেছেনঃ Rubayet Ferdous

    Download

    বইঃ ফেলুদা সমগ্র [ Download PDF ] ( 285 MB)
    লেখকঃ সত্যজিৎ রায়।

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    সত্যজিৎ রায় এর অন্যান্য রচনা সমগ্র

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন