Skip to content
Home » প্রবাহ – বিমল পাল

প্রবাহ – বিমল পাল

    Redirect Ads
    কবিতা: প্রবাহ 
    লেখক: বিমল পাল
    বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
    
    বিকেলের দিকে মুখ করে বসে ছিলাম, 
    একরঙা দুপুরের স্তব্ধতা মুখে নিয়ে 
    একটি কাক আমার সামনে শূন্য এঁকে দিলো। 
    একদল কাকেদের মধ্যে কোনো বন্ধুতা নেই, 
    মানুষের নেই কোনো জানাশোনা।  
    কাকেরও পালকের গঠন জটিল, 
    পুকুরের ওপারে বরইয়ের পাতার শিরা-উপশিরার প্রবাহ দেখছিলাম  বসে বসে, 
    ওইরকম জটিল জ্যামিতিক প্রবাহ চলেছে এই কাকের এঁকে দেয়া শূন্যে। 
    
    বহুরূপী বিকেলের দিকে মুখ করে বসে আছে  
    আরো অনেক কাক, যাদের রঙ বদলাতে নেই।  
    জ্যামিতিক নিয়মে প্রবাহিত বিকেলের বহুরূপতা তাদের নয়। 
    একদল সশস্ত্র সীমাবদ্ধতা  বৃত্তাকার পথে পরিচালিত করে এই প্রবাহ। 
    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন