Skip to content
Home » নিঃসঙ্গ নক্ষত্র – সাদাত হোসাইন PDF রিভিউ | Nisshongo Nokkhotro Download

নিঃসঙ্গ নক্ষত্র – সাদাত হোসাইন PDF রিভিউ | Nisshongo Nokkhotro Download

    নিঃসঙ্গ নক্ষত্র বই রিভিউ
    Redirect Ads

    বই: নিঃসঙ্গ নক্ষত্র
    লেখক: সাদাত হোসাইন

    প্রকাশনী : ভাষাচিত্র
    পৃষ্ঠা: ২৭০
    মূল্য: ৩২৯ টাকা

    মধ্যবিত্ত বললে ভুল হবে! নিম্নমধ্যবিত্ত পরিবারের পিতৃহীন এক মেয়ে অনু। পরিবার বলতে তার মা সালমা বেগম, মেজো বোন তনু, সেজো বোন বেনু আর সবার ছোট ভাই অয়ন। ছোট দুই বোনের বিয়ে হয়ে গেলেও এখনও অনুর বিয়ে হয়নি। অনুর বাবা মারা যাবার পর বটবৃক্ষের মত পরিবারটাকে নিজের আঁচলের ছায়ায় আগলে রেখেছে অনু।

    Download

    টানাপোড়ানের মধ্যে চলতে থাকা সংসারে একদিন নেমে আসে অমাবস্যা, অয়নের হয়ে যায় মরণব্যাধি। ডাক্তাররা বলে সে আর বেশীদিন বাঁচবে না। অনুর হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ! অনু ভাবতে থাকে অয়ন কে কি তার আপনজনদের ভালোবাসা ধরে রাখতে পারবে ? নাকি মৃত্যু নামক বাজপাখিটা ছোঁ মেরে নিয়ে চলে যাবে?

    আরও পড়ুনঃ নির্বাসন সাদাত হোসাইন রিভিউ PDF

    হাজারো দু:খ আর কর্মব্যস্ততার মাঝে এভাবেই চলতে থাকে অনুর জীবন! ঠোঁটের কোনে মাঝে মাঝে কিঞ্চিৎ হাসি দেখা গেলেও নির্মম বাস্তবতা নিমেষেই তা মলিন করে দেয়। পুরুষদের এখন সে ভরসা করতে পারে না, যা পারে সেটা হল অবিশ্বাস!

    কিন্ত অনুর প্রতি হাসানের নিখাদ আগ্রহ তার সেই অবিশ্বাসকে চূর্ণ করে আবার তার প্রচ্ছন্ন ভালোবাসাকে মূহুর্তেই প্রকট করে দেয়। শেষ পর্যন্ত কি হয়? তাদের মধ্যে একে অপরকে পাওয়ার যে তীব্র আকাঙ্খা সেটা আমৃত্যু থাকে নাকি কর্পূরের মত নিমেষেই উড়ে যায়? সেটাই জানা যাবে “নিঃসঙ্গ নক্ষত্র” বইয়ে।

    Download

    আরও পড়ুনঃ মানবজনম সাদাত হোসাইন PDF রিভিউ

    সাদাত হোসাইন, প্রেম,দু:খ-দারিদ্র্য, রাজনীতির হালকা আভাস মিশিয়ে সৃষ্টি করেছেন -“নিঃসঙ্গ নক্ষত্র”। উনার কলমের প্রতিটা আচড় পাঠকের মনে দাগ কেটে যায়। আমি জোর গলায় বলতে পারি, হাজার মানুষের ভিড়েও একজন মানুষ কিভাবে একলা হয়ে যায় সেটার যে অসাধারন বর্ননা তিনি দিয়েছেন তা পড়ে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এই শুভাকাঙ্ক্ষীর পক্ষ হতে শুভকামনা রইলো “সাদাত ভাই”।

    বই: নিঃসঙ্গ নক্ষত্র [ Download PDF ]
    লেখক: সাদাত হোসাইন

    লিখেছেনঃ Monayem Islam Tamal

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন