Skip to content
Home » জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সমগ্র PDF রিভিউ Jibanananda Das Kobita PDF

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সমগ্র PDF রিভিউ Jibanananda Das Kobita PDF

    জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা PDF রিভিউ
    Redirect Ads

    বই : শ্রেষ্ঠ কবিতা
    কবি: জীবনানন্দ দাশ

    “কবিতা হচ্ছে রসেরই ব্যাপার, কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্তের বিশেষ সব অভিজ্ঞতা ও চেতনার জিনিস -শুদ্ধ কল্পনা বা একান্ত বুদ্ধির রস নয়। পাঠকের বিচার ও রুচির সঙ্গে যুক্ত থাকা দরকার কবির”।

    (কবির ধারণা এইটা)

    আমার মাঝে মাঝে মনে হয় উপন্যাস লেখার চেয়ে কবিতা লেখার কষ্ট বেশি, উপন্যাস তো বিস্তারিত লেখা যায়, কিন্তু কবিতায় ছন্দের সাথে আবেগ, ভালোবাসা, অনুভূতি, কষ্ট সব ফুটিয়ে তুলতে হয় স্বল্প পরিসরে। (এইটা আমার নিজস্ব চিন্তা)

    Download

    জীবনানন্দের বেশিরভাগ কবিতাই প্রকাশিত (ছাপা) হয়, কবির মৃত্যুর পরে। কবির ২য় কাব্যগ্রন্থ ” রূপসী বাংলা “। রূপসী বাংলার সংকলনের কোন কবিতারই নামকরণ করেননি কবি। পরে তা কবিতার ১ম দিকের গুরুত্বপূর্ণ শব্দ থেকে কবিতার নামকরণ করা হয়।

    এখনকার প্রজন্মের বহু পাঠক আছে, যারা জীবনানন্দের সমাজ-চেতনা, সভ্যতার সংকটে তার চিন্তাধারা, মানবতাবাদ সম্পর্কে জানতে চায়। তাদের জন্যে ” শ্রেষ্ঠ কবিতা ” এই সংস্করণে নতুন কবিতা যোগ করা হয়েছে, “মহাপৃথিবী, সাতটি তারার তিমির, আলোপৃথিবী” থেকে কিছু কবিতা নেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১১টা কবিতা আপনি শ্রেষ্ঠ কবিতায় পাচ্ছেন।

    আরও পড়ুনঃ জীবনানন্দ দাশকে নিয়ে তাঁর স্ত্রী লাবণ্য দাশ এর লেখা বই “মানুষ জীবনানন্দ”

    সেই জনপ্রিয় কবিতা, “বনলতা সেন”, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি- দ্বীপের ভিতরে, তেমনি দেখেছি তারে অন্ধকারে, অব বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন’?—

    Download

    বইয়ের সামনের দিকে একটা কবিতার কিছু লাইন বলি –
    ★ ” বোধ “

    শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে,
    কে আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শাস্তির নয়,
    – কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে।

    বোধ কবিতাটি নেওয়া হয়েছে “ধূসর পান্ডুলিপি ” থেকে, তখনকার সময় কবি আর্থিক সংকটে ভুগছিলেন। কবিতার প্রতি কবির এক ভয়াবহ নেশা ছিলো। যা তার প্রতিটি লেখায় সুন্দর ভাবে ফুটে উঠেছে।


    করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়। কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এই কবিতাটি লিখেছেন বলে দাবি করেন। পরে কবি সায়ন দাস নিজে ফেইসবুক লাইভ এ এসে কবিতাটি নিয়ে খুলাসা করেন। শঙ্খচিল কবিতাটি পড়ুন


    আরও পড়ুনঃ রূপসী বাংলা জীবনানন্দ দাশ PDF রিভিউ

    Download

    ★ ” পঁচিশ বছর পরে “
    শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে –
    বলিলাম: একদিন এমন সময় আবার আসিও তুমি-
    আসিবার ইচ্ছা যদি হয়, পঁচিশ বছর পরে।
    এই বলে ফিরে আমি আসলাম ঘরে,
    তারপর কতবার চাঁদ আর তারা,
    মাঠে -মাঠে মরে গেল, ইঁদুর- পেঁচারা!

    আরো অসাধারণ কিছু কবিতা আছে এই বইতে, আমার মতো কবিতা প্রেমী হলে নিসন্দেহে পড়ে ফেলুন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সমগ্র ।

    লিখেছেনঃ Farjana Koli

    বইঃ শ্রেষ্ঠ কবিতা [ Download PDF ]
    লেখকঃ
    জীবনানন্দ দাশ

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    জীবনানন্দ দাশ রচনাবলী PDF ডাউনলোড করুন

    • ছায়া আবছায়া – জীবনানন্দ দাশ [ PDF ]
    • ধূসর পাণ্ডুলিপি – জীবনানন্দ দাশ [ PDF ]
    • বেলা অবেলা কালবেলা – জীবনানন্দ দাশ [ PDF ]
    • মহাপৃথিবী – জীবনানন্দ দাশ [ PDF ]
    • সাতটি তারার তিমির – জীবনানন্দ দাশ [ PDF ]
    • কবিতার কথা – জীবনানন্দ দাশ [ PDF ]
    • গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র – জীবনানন্দ দাশ [ PDF ]
    • মাল্যবান উপন্যাস – জীবনানন্দ দাশ [ PDF ]
    • উপন্যাস সমগ্র – জীবনানন্দ দাশ [ PDF ]
    • আলেখ্য জীবনানন্দ – ভূমেন্দ্র গুহ [ PDF ]
    • মানুষ জীবনানন্দ – লাবণ্য দাশ [ PDF ]
    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন