Skip to content
Home » জমিদার দর্পণ নাটক PDF রিভিউ – মীর মশাররফ | Jamidar Darpan Natok PDF

জমিদার দর্পণ নাটক PDF রিভিউ – মীর মশাররফ | Jamidar Darpan Natok PDF

    জমিদার দর্পণ নাটক
    Redirect Ads

    বই: জমিদার দর্পণ
    লেখক: মীর মশাররফ হোসেন।

    ধরন: নাটক।
    পৃষ্ঠা: ৬৩
    মূল্য: ৬০ টাকা মাত্র।
    প্রধান চরিত্র: জমিদার হাওয়ান আলী, নুরুন্নেহার ও তার স্বামী আবু মোল্লা।

    লেখক সম্পর্কেঃ

    প্রথম বাঙালি মুসলমান গল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। ছদ্মনাম গাজী মিয়া। প্রথম বাঙালি মুসলমান হিসেবে লিখলেন তাঁর বিখ্যাত বসন্তকুমারী নাটক। এই নাটক কিন্তু তাঁর সবচেয়ে বিখ্যাত নাটক না। একই বছরই ‘জমিদার দর্পণ’ নামে এই নাটকটি লিখলেন যেটি তুমুল জনপ্রিয় হলো।

    Download

    তারপর পুরো বাংলা সাহিত্যে আলোড়ন তুললেন বিষাদ সিন্ধু লিখে। সনাতন ধর্মে লোককাহিনী কিংবা পুরাণ নিয়ে নানা গ্রন্থ এলেও মুসলমানদের ইতিহাসের উপর কোন ঐতিহাসিক কাহিনী রচয়িত হয়নি বাংলা ভাষায়। ঠিক তখনই এলেন এই পথিকৃৎ সাহিত্যিক। যাকে আজ পর্যন্ত বলা হয় মুসলমান সাহিত্যিকদের লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। ‘বিষাদ সিন্ধু’। পরবর্তীতে এই ‘বিষাদ সিন্ধু’র কাহিনীর উপরে রচিত হলো জারি গান, নৃত্যগীত, বয়াতি, গ্রাম্য পালা সহ অসংখ্য ক্ষেত্র।

    আরও পড়ুনঃ উদাসীন পথিকের মনের কথা – মীর মশাররফ হোসেন

    ঘটনা সংক্ষেপ:

    ইংরেজ শাষণ কালের জমিদাররা দরিদ্রদের অকথ্য নিপীড়ন ও অত্যাচার করত। এই নাটকের জমীদার তার এক গরিব প্রজার রূপে মুগ্ধ হয়ে যায়। ধূর্ত-লম্পট এই জমিদার নুরুন্নেহার কে পাওয়ার জন্য তার নির্দোষ স্বামীকে বন্দি করে, অযথা জরিমানা করে, করে অব্যক্ত নির্যাতন।

    আরও পড়ুনঃ বসন্তকুমারী PDF | গাজী মিয়াঁর বস্তানী

    Download

    জমিদার- “হায়ওয়ান আলী”র কুনজর পড়ে তারই অধীনস্ত প্রজা “আবু মোল্লা”র সুন্দরী বউ “নূরুন্নেহার” এর দিকে। অনেক প্রলোভন দেখানোর পরেও যখন সেই নারীকে কুকর্মের জন্য রাজি করাতে না পারেন, তখন তার আক্ষেপ প্রকাশ পেয়েছে নিম্নোক্ত উক্তির মাধ্যমে-

    “বিধির নির্ব্বন্ধ দেখ, চাষার হাতে গোলাপ ফুল, এ কি প্রাণে সয়? “হায় বিধি! পাকা আম দাঁড়কাকে খায়! “

    কাকে বলবে নুরুন্নেহার বিরহের কথা?কোথায় পাবে সে জরিমানার এত টাকা! নাকি সে বিসর্জন দেবে নারীর সতীত্ব? জানতে হলে পড়ে ফেলুন গাজী মিয়ার জমিদার দর্পণ।

    আরও পড়ুনঃ কপালকুন্ডলা PDF বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    আমার অনুভূতিঃ

    ঊনবিংশ শতাব্দীর নাটক যদি এক বিংশতে বেঁচে থাকে তাহলে তার শ্রেষ্ঠত্বের প্রশ্ন তোলাই ভুল। তবুও প্রশ্ন জাগে, বাংলার কৃষক সমাজ কি এতই ভীতু ছিল? নিশ্চয় নয়!

    Download

    লিখেছেনঃ Khurram Shuvro

    বই: জমিদার দর্পণ [ Download PDF ]
    লেখক: মীর মশাররফ হোসেন

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    জনপ্রিয় ও সেরা ৫০ বই PDF রিভিউ

    Download
    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন