Skip to content
Home » সত্যজিৎ রায় গল্প ১০১ PDF রিভিউ | Satyajit Ray Golpo Samagra PDF

সত্যজিৎ রায় গল্প ১০১ PDF রিভিউ | Satyajit Ray Golpo Samagra PDF

    সত্যজিৎ রায় গল্প ১০১
    Redirect Ads

    বই: গল্প ১০১
    লেখক: সত্যজিৎ রায়

    পৃষ্ঠা : ৭৬৯
    মূল্য : নিলক্ষেত প্রিন্ট। (১৫০ টাকার বেশি নয়)

    এক নজরেঃ

    সত্যজিৎ রায়ের ১০১ টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। বইটিতে রয়েছে তার লেখা অসম্ভব সুন্দর কিছু গল্প যেগুলো খুব সহজ ও সাবলীল ভাবে লেখা হলেও যে এই গল্পসমগ্র পুরোটা পড়বে তার ভিতর থেকে যাবে এর অদ্ভুত রকমের মুগ্ধ হওয়ার রেশ। তারিণীখুড়োর দুঃসাহসিক গল্পগুলো ছাড়াও বইটি তে রয়েছে পুরষ্কার, প্রফেসর হিজিবিজবিজ, খগম, ভুতো, সুজন হরবোলা, বর্ণান্ধ, টেরোড্যাকটিলের ডিম, সেপ্টোপাসের খিদে, দুই ম্যাজিশিয়ান, নীল আতঙ্ক ইত্যাদি ভীষন রকমের মজাদার সব গল্প।

    Download

    সাথে রয়েছে তার নিজের করা কিছু অনুবাদ গল্প। আর্থার কোনান ডয়েল, রে ব্রাডবেরি, আর্থার সি ক্লার্ক এর অসাধারন কিছু গল্পের অনুবাদ। আরো আছে সত্যজিৎ রায়ের অনুবাদ করা মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার গল্প।

    আরও পড়ুনঃ একেই বলে শুটিং PDF সত্যজিৎ রায়

    পাঠ প্রতিক্রিয়াঃ

    গল্পগুলোর যে দু’টো বৈশিষ্ট্য আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে তা হলো ভাষার সারল্য এবং জনরার বৈচিত্র্য। একদম সহজ-সরল ভাষায় লেখা মধ্যবিত্ত মানুষের গল্প শুনিয়েছেন লেখক। কোনো তত্ত্ব বা আদর্শের প্রচার করেন নি লেখক, গল্পগুলোর মাধ্যমে তিনি শুধু গল্পই বলেছেন।পিকু, পিন্টু, সদানন্দ বা রন্টুর চোখ দিয়ে তিনি যেমন দুনিয়াকে উপস্থাপন করেছেন তেমনি তারিণী খুড়োর মুখ দিয়েও গল্প বলিয়েছেন। আর অন্যদিকে রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, আধিভৌতিক, নগর জীবনের জীবনযাপন, শিকার, পরাবাস্তবতা ইত্যাদি বিস্তৃত জনরার সমাবেশ ঘটিয়েছেন। এই সহজ-সরল ভাষা, চিরপরিচিত চরিত্র আর প্লটের বৈচিত্র্য মিলিয়ে যেন একটা ঘোরলাগা জগতের সৃষ্টি করে বইটা। সাথে প্রতিটা গল্পে দুই-চার-পাঁচটি লেখকের নিজ হাতে আঁকে অনবদ্য সব চিত্র গল্পের স্বাদ বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ।

    আরও পড়ুনঃ হৈমন্তী গল্প PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

    Download

    একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করলাম যে লেখক এমনভাবে গল্পের প্লট সাজিয়েছেন যে তাতে মেয়ে চরিত্রের কোনো স্থান নেই। কোনো একটা গল্পেরও প্রধান চরিত্র মেয়ে তো নয়-ই, সাথে প্রধান পুরুষ চরিত্রের বেশিরভাগই বিপত্নীক বা অকৃতদার। কোনো কারনে বউ যদি থেকেও থাকে তাহলে দেখা যাবে সে অসুস্থ বা বাপের বাড়ি গিয়েছে! ‘ নারী চরিত্র ব্যবহার করব না’ এটা হয়তো লেখক স্থির করে নিয়েছিলেন না হলে অনুবাদ করা গল্পগুলোর চরিত্রও অকৃতদার হয় কি করে! এছাড়া আরও কয়েকটা লক্ষ্যণীয় বিষয় হলো উল্লেখযোগ্য সংখ্যক চরিত্র লেখক/চিত্রকর/অভিনেতা, বেশিরভাগ গল্পেই চরিত্রগুলো বেড়াতে যায়, প্রায় সবাই ডিটেকটিভ বই পড়ে বা ব্রিজ খেলে।

    আরও পড়ুনঃ বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF

    কিছু কথাঃ

    প্রায় মাসখানেক সময় নিয়ে ৭৬৯ পৃষ্ঠার এই বিশালবপু বইটা শেষ করলাম। তবে লেখকের জাদুটা এখানে যে গল্প ১০১ না হয়ে ২০১ বা ৩০১ হলেও বইটা পড়তে কোনো বিরক্তি আসতো না! দু-চারটা গল্প কিছু খাপছাড়া মনে হয়েছে, তাছাড়া বাদবাকি গল্পগুলো সবই বারবার পড়ার মতো। তাদের মধ্যে সদানন্দের খুদে জগৎ, রতনবাবু আর সেই লোকটা, বাতিকবাবু, প্রফেসর হিজিবিজবিজ,খগম, ফ্রিৎস, ভূতো, সাধনবাবুর সন্দেহ, লখনৌর ডুয়েল, লাখপতি, মৃগাঙ্গবাবুর ঘটনা, ব্রেজিলের কালো বাঘ, ঈশ্বরের ন’লক্ষ কোটি নাম এবং ময়ূরকন্ঠী জেলি অসাধারণ লেগেছে।

    “গল্প ১০১” বইটা শেষ করলাম, তবে ডিলিট করলাম না। কেননা মন খারাপের মুহূর্তে যেকোনো পৃষ্ঠা শুরু করলেই যে মন ভালো হবে এমন আশ্বাস যে পেয়েছি! ভবিষ্যতে আরও বারবার যে পড়তে হবে সে কথা বলাই বাহুল্য।

    Download

    আরও পড়ুনঃ গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ PDF Download

    কল্পনা, সাহিত্যের নিপুণ শৈলী এবং নিজস্ব সৃজনশীল চিন্তা দিয়ে মনোমুগ্ধকর ভাবে গল্প লিখেছেন তিনি। যদি কেউ নিজের অবসর সময়কে নানান রঙের গল্পে রঞ্জিত করতে চান, তাহলে বলবো অবশ্যই সত্যজিৎ রায়ের গল্প সমগ্র গল্প ১০১ বইটি পড়তে পারেন। আশাকরি ১০০ তে ১০১ ভাগই ভালো লাগবে।

    লিখেছেনঃ Mohammad Shariful Islam

    বইঃ গল্প ১০১ [ Download PDF ]
    লেখকঃ সত্যজিৎ রায়।

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    সত্যজিৎ রায় এর অন্যান্য রচনা সমগ্র

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন