Skip to content
Home » কাজল তারাদাস বন্দ্যোপাধ্যায় PDF রিভিউ | Kajal by Taradas Bandyopadhyay

কাজল তারাদাস বন্দ্যোপাধ্যায় PDF রিভিউ | Kajal by Taradas Bandyopadhyay

    কাজল
    Redirect Ads

    বইঃ কাজল (পথের পাঁচালী এর ৩য় খন্ড) [ ২য় খণ্ড অপরাজিত ] [ ৪র্থ খণ্ড তৃতীয় পুরুষ ]
    লেখকঃ তারাদাস বন্দ্যোপাধ্যায়
    পৃষ্ঠাসংখ্যাঃ ১১৪
    প্রকাশনাঃ মিত্র ও ঘোষ

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম দুই উপন্যাস পথের পাঁচালীঅপরাজিত এর পর সেই কাহিনী মিলিয়ে তাঁর ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন “কাজল“। অপুর ছেলে। যেই চরিত্র সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রেও পাওয়া যায়। কেবল তাই নয় অপুর নাতিকে নিয়েও তিনি লিখেছেন “তৃতীয় পুরুষ“।

    Download

    কাহিনীঃ

    কাজলকে গ্রামে রানুপিসির কাছে রেখে অপু বিলেতে বেড়াতে যায়। রানুদি কাজলকে অত্যন্ত ভালবাসেন। যে আমগাছের আম নিয়ে শৈশবে কত কান্ড, সেই আম বাগানের বর্তমান মালিক অপু। একদিন রানুদি ও কাজলকে বিদেশ থেকে দুখানা চিঠি পাঠায়। অপু দেশে ফিরে আসে। বাবা ছেলের ছোট্ট সংসার।

    অপু মস্ত এক লেখক। তার লেখার সুবাদে হৈমন্তীর সাথে পরিচয়। তারপর বিয়ে। হৈমন্তী কাজলকে অত্যন্ত স্নেহ করে। বাবার মতো কাজলও রিপন কলেজে পড়তে ইচ্ছুক। জীবন বহমান। কত বিয়োগ, কত নতুন পাওয়া।

    আরও পড়ুনঃ শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর PDF রিভিউ

    পাঠ প্রতিক্রিয়াঃ

    পথের পাঁচালী এবং অপরাজিত বই পড়ার পর এ বই পড়ার সময় বর্ণনার ক্ষেত্রে ভিন্নতা দেখা যাবে। কেননা ও দুটো বিভূতিভূষণ এর আর কাজল তারই ছেলের লেখা।
    গল্পের ধারাবাহিকতা বজায় থাকে। সেজন্য পড়তে বেশ ভাললাগে।
    বলা যায় বাবার মতো ছেলে ও গুণী লেখক।
    খুব সুন্দর ভাবে কাহিনী ফুটিয়ে তুলছেন।

    Download

    প্রিয় উক্তিঃ

    মহাকাল এত বিশাল-তার আঁচলটুকুই এত বড়ো যে সেই বিশালতাকে অনুভব করা বহু দূরের কথা, ধারণাটাকে কল্পনায় আনতেই মানুষের যুগযুগান্ত কেটে যাবে।

    মানুষের মতামত, ইতিহাসের গতি সম্পূর্ণ উপেক্ষা করিয়া প্রকৃতি কঠোর হাতে পৃথিবী শাসন করিতেছে।

    প্রকৃতি স্পষ্ট, জড়তাশূন্য অথচ রহস্যময়।

    অপুর পাঁচালির আগের কিস্তিগুলো পড়ে থাকলে এইটাও অবশ্যই পড়বেন। সবগুলো কিস্তি এই সাইটে রিভিউ করা আছে সাথে পিডিএফ ফাইলও দেয়া আছে, চাইলেই পড়ে নিতে পারেন। পড়া হোক আনন্দের । ধন্যবাদ।

    লিখেছেনঃ মানছুরা রহমান

    বইঃ কাজল [ Download PDF ]
    লেখকঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    Download

    যে বই গুলো জীবনে একবার হলেও সবার পড়া উচিত | PDF Download রিভিউ

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন