Skip to content
Home » কহেন কবি কালিদাস হুমায়ূন আহমেদ রিভিউ|Kohen Kobi Kalidas Humayun pdf

কহেন কবি কালিদাস হুমায়ূন আহমেদ রিভিউ|Kohen Kobi Kalidas Humayun pdf

    কহেন কবি কালিদাস হুমায়ূন আহমেদ মিসির আলী সমগ্র সিরিজ বই সমূহ pdf রিভিউ
    Redirect Ads

    বই:- কহেন কবি কালিদাস
    লেখক:- হুমায়ূন আহমেদ

    হাবিবুর রহমান একজন কেমিস্ট্রির শিক্ষক। তাই তিনি তার দুই মেয়ের নাম রাখলেন মিথেন(CH4), ইথেন(CH3)। তবে তাদের বাবাই এই নামে তাদের ডাকতেন। তাদের মায়ের মৃত্যুর পর তার বাবা ধার্মিক হয়ে যায়। নামাজ-দোয়া,যিকরে মগ্ন থাকতেন।
    সায়রা ছিলো খুব বুদ্ধিমতী। সে ছিল খুব সুন্দরীও। তবে সে তার বাবার এসব সম্ভবত পছন্দ করতেন না। তাই তার ইচ্ছা ছিল ইবলিশ শয়তানের রূপ ধরে তার বাবাকে ভয় দেখিয়ে এসব থেকে দূরে নিয়ে আসতে।

    Download

    আগেই বলেছি সে ছিল বুদ্ধিমতী। তাই সে তার বুদ্ধীর পরিক্ষা করতে নিজের ইচ্ছা মত একটি চিঠি লিখে।
    তার মতে মিসির আলী অনেক বুদ্ধীমান। যদি উনি এটা সমাধান করতে না পারে তাহলে আর কেউ পারবে না। বস্তুুত চিঠিটি লিখে ছিল মিসির আলীকে কনফিউজড করার জন্য। সায়রা তাকে নানান রকমের সুবিধাও দিয়েছেন।

    কিন্তুু চিঠিতে সায়রা লিখেছে তার বোন ঘরে ইবিলিশ শয়তান দেখেছে। তার বাবাও দেখেছে। আর সে লিখেছিল তার বোনের পেটে বাচ্ছা।

    এসব ছিল তার বানোয়াট কথা। সে নিজেই ইবিলিশ শয়তান সেজে তার বোনকে ভয় দেখায় কেননা তার বোন জেনে গেছিল সায়রার পেটে বাচ্ছা। তাই এটা কেউ না জানে মতো তার বোনকেও ছাদ থেকে ফেলে হত্যা করে।
    তার চালাকী খুব সহজেই ধরে ফেলেছিল মিসির আলী। আর সুন্দরভাবে তা সমাধান করেন।

    ব্যাক্তিগত মতামত:-
    বইটিতে বিজ্ঞান, ধর্ম, রহস্য, অভিনয় সব দিক যেন একসাথে ফুটে ওঠেছে। বিশেষ করে রহস্যের দিকটা আর ইবিলিশ সেজে পুরুষের কন্ঠে সায়রার কথা বলার দিকটাও অসাধারণ ছিল। এখন আপনারা বলতে পারেন।
    স্পয়লার এ্যার্লাট দিয় নাই কেন?

    Download

    আমি ঘটনাটা পুরো বলিনি। আরো কিছু প্রশ্ন থেকে যায়।
    যেমন
    ১| সায়রার বাচ্ছাটার বাবা কে ছিল?
    ২| ঐ বাচ্ছাটা এখন কোথায়? ইত্যাদি প্রশ্নের রহস্য পাবেন মূূল বইয়ে।
    ধন্যবাদ।

    লিখেছেনঃ Nishat Uddin Foysal

    বইঃ কহেন কবি কালিদাস [ Download PDF ]
    লেখকঃ
    হুমায়ূন আহমেদ

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    Download

    হুমায়ূন আহমেদ রচিত সকল বই রিভিউ সহ PDF ডাউনলোড করুন

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন