Skip to content
Home » ওয়েব হোস্টিং / ওয়েব সার্ভার কী | বাংলাদেশে কোন ওয়েব হোস্টিং বেশি জনপ্রিয়

ওয়েব হোস্টিং / ওয়েব সার্ভার কী | বাংলাদেশে কোন ওয়েব হোস্টিং বেশি জনপ্রিয়

    ওয়েব হোস্টিং
    Redirect Ads

    ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের নিজেদের প্রজেক্ট অথবা কোনো ক্লায়েন্ট কে তার সাইট হোস্ট করার জন্য সাজেশন চাওয়া হলে আমাদের ডেভেলপারদের অনেক কিছু চিন্তা করতে হয়। যেমনঃ বাজেট, সাইট ট্রাফিক, কস্ট, ওয়েব হোস্টিং, সার্বিক পরিচলনা ইত্যাদি। কিন্তু এসব এর পরেও আর একটি বিষয় মাথা রাখতে হয়!! আমরা সাইট কোন ফ্রেমওয়ার্ক অথবা language এর উপর করেছি। তখনই আমাদের একটা গান মনে আসে “”আমি চিত্কার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিত্কার “”

    তো, আসল কথায় আসা যাক। যারা django শিখছেন এবং django নিয়ে কাজ করছেন তাদের একটা বিষয় মাথা রাখতে হয় python যেহুতু স্লো django ও কি স্লো হবে? আর django এর জন্য কোন ওয়েব হোস্টিং প্লান টা মাথায় রাখতে হবে? বিগত ২ বছর ধরে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করে এবং নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাধে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা আজকে আপনাদের সাথে হালকা ডাটা শেয়ার দিচ্ছি।

    Download
    ওয়েব হোস্টিং প্রকারভেদ

    শুরুতে আশা যাক ওয়েব হোস্টিং প্রকারভেদ এর ব্যাখ্যায় ।

    • ১. Shared hosting
    • ২. Dedicated
    • ৩. VPS, cloud hosting
    • ৪. PNR hosting, cloud hosting

    আরও পড়ুনঃ ডেটা সাইন্স এর ভবিষ্যৎ কি? Python নাকি R দিয়ে শুরু করবো?

    Shared hosting:

    ধরেন ঝংকার ভাই কোডিং বাদ দিয়া hosting business শুরু করলো এখন তিনি shared hosting প্যাকেজে রাখলো 2GB Ram, 1 TB Storage, CPU 8 Core, bandwidth ২০mbps. সাধারনত একটা ওয়েব সার্ভার hosting মুলত একটি কম্পিউটার এর মতই।

    এখন ঝংকার ভাই এর shared hosting ক্লায়েন্ট হিসবে টিনা, মিনা, জরিনা, ফারিনা আসলো এবং প্যাকেজ হিসেবে shared hosting টা কে নিলো। তো ভাই করলেন কি সব না যুক্ত ক্লায়েন্ট দের কে একই সার্ভার মানে shared hosting migrate করে দিল। এখন এই hosting চার জনই উক্ত ram, hdd, core, bandwidth মিলে মিশে resources পাবে।

    Download

    যেমনঃ ram ৫১২mb, hosting টা যার যার মত এখন bandwidth কিন্তু সবে ২০mbps করে পাবে না। তখন হিসাব টা হবে প্রায় ৫mbps কিন্তু যখন ওই hosting সার্ভারে অনেক ক্লায়েন্ট যুক্ত হবে তখন এই shared hosting এ একটা ইম্পেক্ট পরবে।

    যেমন জরিনার সাইটে যদি ট্রাফিক বাড়ে ঠিক তখনই বাকিরা resources কম পাবে এবং সাইট কিছুটা স্লো হবে আর আপনি ঝংকার ভাই কে দৌড়ানি দিবেন। এটাই হলো shared hosting এর কাহিনী এবং এই সার্ভার কম দামে পাওয়া যায় কারণ মিলে মিশে সকল জরিনারাই সার্ভার লিড দিচ্চ্ছে।

    DEDICATED SERVER:

    একটু আগে ঝংকার ভাই কে দৌড়ানিডা যে দিলেন সাইট স্লো হওয়ার কারণে তখন তিনি আপনাকে ঝাড়ফুক দিয়ে বললো খাড়ান, আপনিও যদি ফাস্টিং loading সাইট প্রচুর ট্রাফিকস আশা করে থাকেন এবং আপনার সাইটটি যেন হয় ইলন মাস্ক এর মত অথবা টেসলা কার স্পিড আজই নিন আমাদের DEICATED সার্ভার।

    এবার এই সার্ভারের ফজিলতে আসি। এই সার্ভারে শুধু একজন ইউজারের জন্য একটি সার্ভার বরাদ্দ থাকে। অর্থাৎ এই সার্ভার খুচরা সাইট launch হবে না। কোনো জরিনা মরিনা অধিকার পাবে না আপনি একাই থাকবেন এই রাজ্যের রাজা| এই সাইটটি মূলত multinational company, large ই কমার্স সাইট এর জন্য। যেখানে অনেক ট্রাফিক আসার চাহিদা রয়েছে। কিন্তু এই সার্ভার অনেক টা ব্যয়বহুল, আর yearly ফিস তো রয়েছেই। তাই এই সার্ভার আমার মত গরীবদের জন্য নয়।

    Download

    আরও পড়ুনঃ ডিলিট করা ছবি ফিরিয়ে আনা যায় কিভাবে?

    vps server:

    যদি shared hosting এ আপনি ট্রাফিক manage করতে পারছেন না তাহলে VPS hosting নিতে পারেন| VPS হলো virtual private server অর্থাৎ এখানে একটা সার্ভার multiple DISTRO তে ভাগ করা হয় অর্থাৎ ধরেন একটা সার্ভার ৫ টা ভাগ করলেন এই ৫ভাগ জরিনা করিনা ফারিনা মারিনা সবার জন্য same সার্ভার কিন্তু আলাদা আলাদা করে সংসার ভাগ করে দেওয়া থাকবে| same স্টোরেজে অন্য কোন কাটরিনা এসে সাইট হোস্ট করতে পারবে না। এখনে shared hosting থেকে তুলনামূলক সাইট স্পিড optimization ভালো পাবেন| এই hosting মূলত মিড লেভেল ecommerce সাইট এবাং একাডেমিক সাইট এর জন্য বেশ ভালো।

    PNR:

    এই hosting টা মূলত আমাদের মত যারা django লাভার দের জন্য বলতে গেলে যদি সত্তি জানতে চাও তোমাকে চাই অবস্থা অর্থাৎ এই hosting টা PYTHON, NODEJS, RUBY based web hosting দের জন্য। এটা কিছুটা vps বাসীদের মত স্পিড এবং এটা জাস্ট ৩টি platform এর জন্য। তবে আপনি এখানে আপনার ইচ্ছামত প্যাকেজ migrate customization এর সুযোগ রয়েছে|DIANA HOST PNR সার্ভার টি দিয়ে থাকে|

    এই গেল সার্ভার কাহিনী| আমার কিছু সাইট আছে, যা মূলত django দিয়ে মিড লেভেলর সাইট।

    Download

    আরও পড়ুনঃ নব্বই দশকের শৈশব স্মৃতি ও এক প্রজন্মের কথা

    হোম appliance সাইটটি করা ভিয়েতনাম ক্লায়েন্ট দের জন্য। দেখার সুবিধার্থে লিংকটি দিচ্ছি https://enochbd.com/

    UNIONMART e commerce site under maintaince http://unionmartbd.com/ রয়েছে যার একটাই কারণ shared hosting করা ক্লায়েন্ট ছিল ঢাকাইয়া কথা শুনে নাই এখন আকাস ভরা মর্জিনা ই দেখতেসে।

    BUET humanities department সাইট django তে switch এর কাজ চলছে যেটা php তে ছিল একটা ই কারণ request হ্যান্ডেল করতে পারছিলো না আর সাইট shared hosting migrate করা সাইটটি। একটু যারফুক দিয়ে আসতে পারেন
    https://hum.buet.ac.bd/

    আরো কিছু সাইট রয়েছে যেগুলো django তে migrate এর প্রস্তবনা চলছে যেগুলো php তে ছিল এই বিষয় নিয়ে সামনে একটি পোস্ট লিখব কেন django তে আসবেন| সবাই ভালো থাকবেন সময় হলে এই গরিভের পেজে একটু ডু মারতে পারেন। https://www.facebook.com/teamahoban

    আমার লিখার ভুলা গুলো ক্ষমার চোখে দেখবেন সেই কামনায়। কোথাও কিছু সংশোধনের প্রয়োজন হলে আমাকে অবশ্যই একটি ping মারতে ভুলবেন না।

    Download

    লিখেছেনঃ জাহেদ হাসান

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন