Skip to content
Home » একজন কমলালেবু রিভিউ PDF | শাহাদুজ্জামান | জীবনানন্দ দাশ এর জীবনী

একজন কমলালেবু রিভিউ PDF | শাহাদুজ্জামান | জীবনানন্দ দাশ এর জীবনী

    একজন কমলালেবু রিভিউ PDF শাহাদুজ্জামান
    Redirect Ads

    বইয়ের নাম : একজন কমলালেবু
    লেখক : শাহাদুজ্জামান
    প্রকাশনী : প্রথমা প্রকাশন
    মূল্য : ৪৫০ টাকা

    ক্রাচের কর্ণেল” পড়ার পর থেকেই শাহাদুজ্জামান এর ভক্ত হয়ে গিয়েছিলাম। তার গল্পের ন্যারেটিভ, ভাষা সবসময় মুগ্ধ করেছে আমাকে। সেই মানুষ যখন বাংলা সাহিত্যের আরেক দিকপাল কবি জীবনানন্দ দাশ কে নিয়ে লিখেন তখন সেটা অবশ্যয় ভালো কিছু হবে এইটা ধরে নেওয়াই যায়।

    Download

    একজন কমলালেবু ” বইটি জীবনানন্দের জীবনী বলা চলে কিন্ত এমন ভাবে জীবনীটি লিখা হয়েছে যে “জীবনী”র মতো মনে হবে না।

    বইটির প্রচ্ছদ খুবই সুন্দর, সেখানে দুটি চোখ দেখা যাচ্ছে। যা দেখলেই বুঝা যায় যে চোখ দুটো জীবনানন্দের। এই নাম শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর এবং তার একটিও কবিতা পড়েননি এইরকম মানুষ পাওয়া ও দুষ্কর। নিজ থেকে না পড়লেও স্কুলের বইতে আমরা কমবেশি সবাই তার কবিতা পড়েছি।

    আমার বাসায় “জীবনানন্দ কবিতা সমগ্র” আছে, কবিতা পড়ার খুব অভ্যাস নেই তাই নিয়মিত পড়া না হলেও মাঝে মাঝে পড়তাম, ভালোই লাগতো কিন্ত এখন বইটি শেষ করে তার কবিতা পড়তে আরও বেশি ভালো লাগছে। এখন তার কবিতা পড়লে মনে হয় “আরে এই কবিকে তো আমি খুব ভালো করে চিনি”। তখন পড়ার মধ্যে অন্য এক আনন্দ পাওয়া যায়।

    নামের মধ্যে তার আনন্দ থাকলেও জীবনে তার আনন্দ খুব কমই ছিল। নানান সংগ্রাম করে জীবন কাটিয়েছেন।

    Download

    আরও পড়ুনঃ রূপসী বাংলা জীবনানন্দ দাশ PDF রিভিউ

    বইটির নাম “একজন কমলালেবু” এটা দেখে আমার মতো অনেকের মনেই প্রশ্ন আসে যে “জীবনানন্দে”র সাথে আবার “কমলালেবু”র কি সম্পর্ক? জানতে চান, কি সম্পর্ক? তাহলে সময় এবং সুযোগ বুঝে পড়ে ফেলুন বইটি। সব প্রশ্নের উওর পেয়ে যাবেন।

    নামকরণের একটা কারন যদিও বইয়ের শেষে পাওয়া যায় তবু আমার মনে হয় এটাকে নির্দ্বিদায় “এনাটমি অফ জীবনানন্দ দাশ” নামকরণ করা যেতো। লেখক ২৩৮ পৃষ্ঠার এই মাঝারি ক্যানভাসে মূলত একাধারে একজন কবি, মানুষ, গল্পকার, উপন্যাসিক, বন্ধু, বাবা, স্বামী প্রায় সব রূপের জীবনানন্দকে আমাদের সামনে খুটিয়ে খুটিয়ে উপস্থাপন করেছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে জীবনানন্দ দাশের ভাসা ভাসা কয়েকটা কবিতা বাদে মূল জীবনানন্দ আমাদের কাছে প্রায় অধরায় ছিলো। সেই সময় তাকে আবার নতুন করে পাঠক মহলে উপস্থাপন করা নিস্বন্দেহে একটা অসাধারণ কাজ এবং তার জন্য লেখক অবশ্যই বিশেষ প্রশংসার দাবী রাখে।

    আরও পড়ুনঃ জীবনানন্দ দাশকে নিয়ে তাঁর স্ত্রী লাবণ্য দাশ এর লেখা বই “মানুষ জীবনানন্দ”

    Download

    বইটির প্রতি আপনাদের আগ্রহী করার জন্য জীবনানন্দের কিছু তথ্য আপনাদের জন্য পেশ করছি :

    ১. তার কবিতার মধ্যে নজরুলের ছাপ পাওয়া যেত
    ২. দলবেঁধে আড্ডা দেওয়া তার কখনোই পছন্দ ছিল না
    ৩. ১৯২৭ সালে তিনি নিজের টাকায় প্রথম কবিতার বই প্রকাশ করেন
    ৪. ২০ বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়। কোনো এক নববর্ষের সংখ্যার প্রথম পাতায় কবিতাটি ছাপা হয়
    ৫. বাসরঘরে তিনি তার স্ত্রীকে আবদার করেছিলেন রবীন্দ্রনাথের “জীবন মরণ” গান গাইতে।
    ৬. বুদ্ধদেব বসুর “প্রগতি” পত্রিকাতে তার অনেক কবিতা প্রকাশ পেয়েছে
    ৭. সবাই যখন জীবনানন্দের বিপক্ষে ছিলেন তখন বুদ্ধদেব বসু নিজেই স্বার্থহীন ভাষায় “বাংলা কবিতার ভবিষ্যৎ” নামে তার পক্ষে লিখেন।
    ৮. বইটিতে “শোভনা” নামে একটি চরিত্র আছে যাকে জীবনানন্দ পছন্দ করতেন। তার ডায়েরিরতে তিনি তাকে সংক্ষেপে BY নামে লিখতেন কারণ তার নাম ছিল বেবি
    ৯. তিনি সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তখন তার মা তাকে বলেছিলেন ” শুধু স্কুলে পরিক্ষা পাস করলে হবে না বাবা, চোখ কান খোলা রাখতে হবে। ভাবতে শিখতে হবে
    ১০. ধারণা করা হয়, তার প্রকাশিত – অপ্রকাশিত লিখা যোগ করলে প্রায় আড়াই হাজার কবিতা, ২০টি উপন্যাস, শতাধিক গল্প, ৫০+ প্রবন্ধ, ৪০০০ পৃষ্ঠার ডায়েরি তিনি লিখেছিলেন।

    আরও পড়ুনঃ মাইকেল মধুসূদন দত্ত জীবনচরিত

    এই ছিলো বই নিয়ে আমার মতামত.. আসুন নিজে বই পড়ি অন্যকেও পড়তে বলি।
    পড়বে সারা দেশ, তাহলেইতো এগিয়ে যাবে বাংলাদেশ।

    জীবনানন্দ দাশ-কে নিয়ে গবেষণামূলক কিছু উল্লেখযোগ্য বই :

    ১। মানুষ জীবনানন্দ- লাবণ্য দাশ
    ২। আলেখ্য জীবনানন্দ- ভূমেন্দ্র গুহ
    ৩। জীবনানন্দ ও সঞ্জয় ভট্টাচার্য- ভূমেন্দ্র গুহ
    ৪। কবি জীবনানন্দ- সঞ্জয় ভট্টাচার্য
    ৫। ধূসর জীবনানন্দ- বিনয় মজুমদার
    ৬। জীবনানন্দ- অমলেন্দু বসু
    ৭। জীবনানন্দ দাশ : বিকাশ ও প্রতিষ্ঠার ইতিবৃত্ত – দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত
    ৮। জীবনানন্দ দাশ : উত্তরপর্ব- দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত
    ৯। মার্কসবাদী দৃষ্টিতে জীবনানন্দ:আয়ত দৃষ্টিতে আয়ত রূপ- রণেশ দাশগুপ্ত
    ১০। একটি নক্ষত্র আসে- অম্বুজ বসু
    ১১। জীবনানন্দ- অলোকরঞ্জন দাশগুপ্ত
    ১২। এই সময় ও জীবনানন্দ- শঙ্খ ঘোষ সম্পাদিত
    ১৩। জীবনানন্দ ও অন্ধকারের চিত্রনাট্য- জহর সেনমজুমদার
    ১৪। প্রসঙ্গ জীবনানন্দ- শিবাজী বন্দ্যোপাধ্যায়
    ১৫। অ্যা পোয়েট অ্যাপার্ট (অনন্য জীবনানন্দ)- ক্লিন্টন বুথ সিলি (অনুবাদ-ফারুক মঈনউদ্দীন)
    ১৬। আট বছর আগের একদিন- তরূণ মুখোপাধ্যায়
    ১৭। জীবনানন্দ : জীবন আর সৃষ্টি- সুব্রত রুদ্র সম্পাদিত
    ১৮। কবিতার কারুকার্য ও জীবনানন্দ দাশ- মন্জুভাষ মিত্র
    ১৯। গভীর গভীরতর অসুখ গদ্যসত্তার জীবনানন্দ- শান্তনু কায়সার
    ২০। পাণ্ডুলিপি করে আয়োজন- রবিশংকর বল
    ২১। খোঁপার ফুল ও অন্যান্য প্রবন্ধ- রণজিৎ দাশ
    ২২। জীবনানন্দ চর্চা- আবদুল মান্নান সৈয়দ
    ২৩। জীবনানন্দ- মোহাম্মদ রফিক
    ২৪। জীবনানন্দ : উপন্যাসের ভিন্ন স্বর- পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়
    ২৫। অন্ধকারের উৎস হতে- ড. আকবর আলি খান
    ২৬। জীবনানন্দ ও তাঁর কাল- হরিশংকর জলদাস
    ২৭। বনলতা সেন : ষাট বছরের পাঠ- সৈকত হাবিব সম্পাদিত
    ২৮। আধুনিকতা ও উত্তরাধুনিকতা – সালাহউদ্দীন আইয়ুব
    ২৯। জীবনানন্দ দাশ : মূলানুগ পাঠ – ভূমেন্দ্র গুহ
    ৩০। ‘বিভাব’ পত্রিকা – সমরেন্দ্র সেনগুপ্ত সম্পাদিত
    ৩১। একজন কমলালেবু – শাহাদুজ্জামান
    ৩২। পাণ্ডুলিপি থেকে ডায়েরি – গৌতম মিত্র
    ৩৩। চাবিকাঠির খোঁজে – আকবর আলি খান
    ৩৪। আমার জীবনানন্দ আবিষ্কার – সুনীল গঙ্গোপাধ্যায়
    ৩৫। শুদ্ধতম কবি – আবদুল মান্নান সৈয়দ
    ৩৬। জীবনানন্দের মায়াবাস্তব – ফারুক ওয়াসিফ

    Download

    লিখেছেনঃ Abid Alam

    বইঃ একজন কমলালেবু [ Download PDF ]
    লেখকঃ
    শাহাদুজ্জামান

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    শাহাদুজ্জামানের অন্যান্য বই PDF ডাউনলোড করুন

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন