Skip to content
Home » আসমানীর কবি ভাই PDF রিভিউ জসীম উদদীন | Asmanir Kabi Bhai

আসমানীর কবি ভাই PDF রিভিউ জসীম উদদীন | Asmanir Kabi Bhai

    আসমানীর কবি ভাই PDF রিভিউ জসীম উদদীন
    Redirect Ads

    বইয়ের নাম: আসমানীর কবি ভাই
    লেখক: জসীম উদ্দীন
    প্রথম প্রকাশ: মে ১৯৮৬
    প্রকাশনী: পলাশ
    বইয়ের মূল্য: ১৭০ টাকা

    কবি জসীম উদ্দীনকে “পল্লী কবি” নামে পরিচয় দেয়া হয় তা আমরা সবাই জানি। কারণ, তার অধিকাংশ গল্পের বই, প্রবন্ধ, কবিতা- পল্লীগ্রামকে নিয়ে লেখা, গ্রামের ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি গ্রামের মানুষের সুখ-দুঃখ, আনন্দ, বেদনা নিয়ে লেখা। গ্রামীণ সমাজের প্রতিটি জিনিস এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা অন্য কোন কবি এতো গভীরভাবে ফুটিয়ে তুলেন নি বা পারেন নি। তাঁর সেই বিখ্যাত ‘নিমন্ত্রন’, ‘কবর’ বা ‘আসমানী’ শীর্ষক কবিতা কমবেশী দুচার লাইন আমরা অনেকেই জানি।

    Download

    যাই হোক, সেই পল্লীকবি জসীম উদ্দীনেরই একটা বই “আসমানীর কবি ভাই”! এই বইয়ে মূলতঃ কবি চিঠি লিখে গেছেন ছোট ভাই-বোনদের উদ্দ্যেশ্য করে। সেই চিঠিতে আছে গ্রামের ছোট্ট দুঃখিনী মেয়ে আসমানীর গল্প। সেই আসমানী কবিকে সম্বোধন করে “কবিভাই” বলে।

    এই বইয়ে যেমন আছে আসমানীদের দুঃখের কথা, অনাহারে দিনযাপনের কথা। আছে গ্রামের বৈদ্যদের কথা, ভন্ড পীর সাহেবের কথা। কুসংস্কার আচ্ছান্ন গ্রামের কথা নিয়ে লেখা এই বই।
    গ্রামীণ হারানো ঐতিহ্য, না জানা সংস্কৃতি নিয়ে লেখা এই বই। কবি যতটুক পেরেছেন চেষ্টা করেছেন গ্রামীণ সমাজটাকে তুলে ধরতে। বাল্যবিবাহ, অশিক্ষিত মানুষের দুঃখ-কষ্টে ভরা সেই জীবনের কথা কবি তার নিজের মতো করে তুলে ধরেছেন এই বইতে।
    সেইসব দুঃখ-গাথা জীবনকাহিনী নিয়েই লেখা জসীম উদ্দীনের “আসমানীর কবি ভাই”!

    আরও পড়ুনঃ ঠাকুর বাড়ির আঙিনায় PDF রিভিউ জসীম উদদীন

    পাঠ প্রতিক্রিয়া:

    অসাধারণ সুন্দর একটি বই। এই বইয়ের রিভিউ লেখার ক্ষমতা আমার নেই। তবুও কোন সাহসে লিখলাম জানি না।

    Download

    কবি জসীম উদ্দীনের এই বইটা নিয়ে দুইটা বই পড়া হয়েছে। আর দুইটা বইই ছিলো অসাধারণ। এই বই নিয়ে আসলে বিশেষ কিছুই বলার নেই।

    বইটা পড়ার সময় প্রতিটি বইয়ের কাহিনী মনে হলো যেন চোখের সামনে ভেসে উঠেছে। বইয়ের শেষ পৃষ্ঠা পড়ে অনেকক্ষণ চুপ করে বসে ভাবলাম, এমনভাবেও মানুষ বাচঁতে পারে?

    আসলে এই বইয়ের মতো অসংখ্য আসমানী, গয়মানীর মতো ফুটফুটে মেয়েরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। কবি জসীম উদ্দীন গ্রামে-গ্রামে ঘুরে এতোকিছু দেখে লিখে রেখেছেন আমাদের আশায়। যেন আমরা কিছু করি এই অসহায় মানুষদের জন্য। কিন্তু আদৌ কি আমরা কখনো দাড়াঁব তাদের পাশে? তাদের দুঃখ দূর করার চেষ্টা কি কখনো করবো?

    আরও পড়ুনঃ নকশী কাঁথার মাঠ রিভিউ PDF জসিম উদ্দিন

    Download

    এটা আসলে আমাদেরই ব্যর্থতা। আমরা পারিনি তাদের মুখে হাসি ফুটাতে, পারিনি গ্রামের মানুষদের মাঝ থেকে কুসংস্কার দূর করতে!

    আসলে এই বইগুলা আমাদের পড়া উচিত, ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলার জন্য। অসাধারণ এই বই যাদের এখনো পড়া হয়নি পড়ে দেখতে পারেন। খারাপ লাগবে না আশা করি। বইয়ের রেটিং: ৫/৫।

    লিখেছেনঃ Mahabuba Supti

    বইঃ আসমানীর কবি ভাই [ Download PDF ]
    লেখকঃ জসীম উদ্দিন

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    জসীমউদ্দীন এর কবিতা এবং অন্যান্য কাব্যগ্রন্থ সমূহ PDF ডাউনলোড করুন

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন