Skip to content
Home » আমার আর কোথাও যাওয়ার নেই PDF রিভিউ | Amar Ar Kothaw Jawar Nei

আমার আর কোথাও যাওয়ার নেই PDF রিভিউ | Amar Ar Kothaw Jawar Nei

    আমার আর কোথাও যাওয়ার নেই
    Redirect Ads

    বই: আমার আর কোথাও যাওয়ার নেই
    লেখক: সাদাত হোসাইন

    বইয়ের নাম দেখে হুমায়ুন আহমেদের লেখা ‘আজ আমি কোথাও যাব না’ উপন্যাসটার কথা মনে পড়ে যায়। গল্পটাও হুমায়ুন ঢঙে লেখা।( লেখক এই ব্যাপারে একমত নাও হতে পারেন।)

    গল্পটা সুন্দর। একজন জিততে অভ্যস্ত হয়ে যাওয়া মানুষের নিজের মেয়ের কাছেই হেরে যাওয়ার গল্প।

    Download

    আরও পড়ুনঃ নিঃসঙ্গ নক্ষত্র – সাদাত হোসাইন PDF রিভিউ

    মুল কাহিনী: গল্পটা শুরু হয়েছে লাবণীর বিয়ে ভাঙা দিয়ে। লাবনী নিজেই বিয়ে ভেঙে দিয়েছে। কারণ পাত্র তাকে দেখতে এসেই তুমি বলে সম্বোধন করেছে। যে ছেলে দেখতে এসেই তুমি বলে ডাকতে পারে, সে ছেলে বিয়ের পর তুই-তোকারিও করতে পারে।

    লাবণীর বাবা আজাহার উদ্দিন এই থিওরিতে আশ্বস্ত হতে পারেননি। তিনি মেয়ের বিয়ে ভাঙার পেছনে লজিং মাষ্টার বাদলের সম্পৃক্ততার গন্ধ খুঁজেন।

    আজাহার উদ্দিন একজন দুষ্টু মানুষ। বাদলকে তিনি গ্রামের একটা স্কুলে চাকরি দিয়ে দূরে পাঠাবার ব্যবস্থা করেছেন। তারপরও তিনি স্বস্তি পাচ্ছেন না। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন।

    Download

    আরও পড়ুনঃ মেঘেদের দিন সাদাত হোসাইন

    আজাহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রী উনার মেয়ের বয়সী। দ্বিতীয় স্ত্রী নানান নখড়া করছে, তিনি সেগুলো দেখেও না দেখার ভান করছেন। প্রথম স্ত্রী উনার দ্বিতীয় বিয়ের পর থেকেই শয্যাশায়ী। তিনি সেটাও আমলে নিচ্ছেন না।

    আজাহার উদ্দিন সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়ে জিততে চান। জীবনে কখনও তিনি হারেননি, এবারও হারতে চান না। কিন্তু তিনি নিজের মেয়ের কাছেই হেরে গেলেন!
    লাবণী কী করে তার বাবাকে হারিয়ে দিলো এটাই হলো বইটার মুল আকর্ষণ।
    পার্শ্ব কাহিনী হিসেবে বাদলের বোনের গল্পও আছে। যার স্বামী বলা নেই-কওয়া নেই, নিরুদ্দেশ হয়ে গেছে। সে আছে স্বামীর ফিরে আসার অপেক্ষায়।

    লেখায় হুমায়ুন হুমায়ুন গন্ধ যথেষ্ট পরিমাণে আছে। যারা হুমায়ুন আহমেদের বই প্রচুর পড়ে, তাদের কাছে এটা হুমায়ুন আহমেদের লেখার ছায়া বলেই মনে হবে। যেমন, আমার কাছে মনে হয়েছে।

    Download

    আরও পড়ুনঃ নির্বাসন সাদাত হোসাইন রিভিউ

    সুখের বিষয় হলো “আমার আর কোথাও যাওয়ার নেই” বইয়ে বাক্যের পুনরাবৃত্তি নেই, যেটা সাদাত হোসাইনের লেখার অসুখ বলে পরিচিত। হয়তো নেই বলেই বইটা ৮০ পৃষ্ঠাতেই শেষ হয়ে গেছে।
    হাতে সময় থাকলে পড়তে পারেন, না পড়লেও তেমন ক্ষতি নেই।
    পার্সোনাল রেটিং: ৭/১০।

    লিখেছেনঃ মুহাম্মদ ইয়েন উদদীন

    বই: আমার আর কোথাও যাওয়ার নেই [ Download PDF ]
    লেখক: সাদাত হোসাইন

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    সাদাত হোসাইন এর অন্যান্য বইসমূহ

    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন