Skip to content
Home » অর্ধবৃত্ত উপন্যাস PDF রিভিউ | সাদাত হোসাইন | Ordhobritto Sadat Hossain

অর্ধবৃত্ত উপন্যাস PDF রিভিউ | সাদাত হোসাইন | Ordhobritto Sadat Hossain

    অর্ধবৃত্ত উপন্যাস Pdf
    Redirect Ads

    বইয়ের নামঃ অর্ধবৃত্ত
    লেখকঃ Sadat Hossain

    জীবনের সবচেয়ে সহজ ও জটিল সমীকরণের নাম সম্পর্ক। অর্ধবৃত্ত মূলত সেইসব সম্পর্কের সংকট, সংযোগ ও সমীকরণের গল্প। দেয়াল ও দ্বিধার গল্প। বিভেদ ও বন্ধনের গল্প। যার আদ্যোপান্ত জুড়ে রয়েছে জীবন। গল্পটির মূল চরিত্র পাচঁ-ছয়টি। উপন্যাসের চরিত্র- মনিয়া, রাফি, জাফর, ঋদ্ধি, আফজাল আহমেদ, মজিদা বেগম, নাদিয়া, সফিক, মুকিত, নাবিলা, সাজ্জাদ, সুমি, দিপু, সেলিনা, আকবর আলী, ফজলে নূর আরো অনেকেই!!

    Download

    আমরা কাছের মানুষ থাকতে বুঝিনা তার কদর কতোটা, সে কতোটা প্রিয়, যখন দুরে চলে যায়, তখন প্রয়োজন বুঝি, তখন সময় ফুরিয়ে যায়। সম্পর্কের দিক দিয়ে দেখা যায়, সম্পর্ক আয়ু মানে না। যেকোনো বয়সের মানুষ তলিয়ে যায়, তার প্রিয় মানুষটির প্রতি-হোক সে ছোট বড়। আর সেই ধরণের সম্পর্কে ডুবে যায় রাফি, সাথে মুনিয়াও। সে চরিত্রে একজন পাঠককে শেষ পযন্ত ডুবিয়ে রাখবে পুরো উপন্যাসে।

    আরও পড়ুনঃ আরশিনগর PDF সাদাত হোসাইন বই রিভিউ

    রয়েছে “ঋদ্ধি” চরিত্র! ছোট্ট মেয়েটা কখন যেনো হঠাৎ বড় হয়ে গেলেন মা-বাবা সামনে, ব্যস্ততার কারণে মা-বাবা কেউ টেরও পেলেন না। এই বয়সে মেয়েদের মাঝে, এক ধরণের ভালো লাগা কাজ করে, তা লেখক পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন।

    তারপরে দেখি” সুমি” চরিত্র! গ্রামের মেয়ে পড়াশুনার কারণে ঢাকায় ম্যাচে থাকে। হঠাৎ একদিন তার বাবা কিছু না বলে চলে আসে ঢাকায়। মেয়েকে চমক দেওয়ার জন্যে। বাবা-মেয়ের শহর ঘুরার ফাকে, দুই প্লেট ফুচকা, দুই প্লেট চটপটি খেলেন। সুমির মনে মনে বাবার কতো আশায় পূরণ করার স্বপ্নের কথা দিপুকে অবিরত বলেছেন। আর দিপুকে নিয়েও কতো স্বপ্ন ছিলো তার।

    Download

    আরও পড়ুনঃ নিঃসঙ্গ নক্ষত্র – সাদাত হোসাইন PDF রিভিউ

    আসুন “নাদিয়া” চরিত্র! নাদিয়া ও সফিকের এক ধরণের না বলা ভালবাসা, তাদের মাঝে কাজ করে। সেই থেকেই গোপনে অভিমান, লজ্জার, এক বড় ধরণের ঘোর চলে আসে। মাঝ খানে দীর্ঘ পথ অতিবাহিত করে শেষটায় এসে দুজনেই বুঝতে পারে!

    তারপর “সেলিনা” চরিত্র! এই চরিত্রে অহরহ দেখি, ডিভোর্সি নারী। আমাদের সমাজে কিংবা ঘরে তারা প্রতিনিয়ত কিভাবে তাদের অবহেলিত করা হয়।

    আরও পড়ুনঃ মানবজনম সাদাত হোসাইন PDF রিভিউ

    Download

    এবং “রফিকুল আলম” চরিত্র! পড়ার শুরুতেই আপনার মাঝে এক ধরণের কৌতুহল সৃষ্টি করবে, এই কৌতূহল হলো, রফিকুলের মৃত্যুর ঘটনা নিয়ে। আর এই মৃত্যুর রহস্যময় উদ্ধার করতে গিয়ে উপন্যাসের শেষ প্রান্তে এসে দেখা যাবে এমন একটি লোক হত্যা করেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না।

    সম্পর্কের নানা সংযোগ জটিল সর্ব সমীকরণ কিভাবে এতো সুন্দর ভাবে তুলে ধরেছেন, সাদাত হোসাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা উপন্যাস উপহার দেওয়ার জন্য, আর হ্যাঁ চাইলে আপনিও পড়ে নিতে পারেন অর্ধবৃত্ত উপন্যাসটি?

    লিখেছেনঃ Sobuj Morol

    বই: অর্ধবৃত্ত [ Download PDF ]
    লেখক: সাদাত হোসাইন

    Download

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    সাদাত হোসাইন এর অন্যান্য বইসমূহ

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন