দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF রিভিউ | Dena Paona Sarat
বইঃ দেনা পাওনা
লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ধরন – উপন্যাস
ব্যক্তিগত রেটিং – ৩.৫/৫
“সংসারে মিথ্যে কথার অভাব নেই, কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে যে আবার মিথ্যে কাজের সৃষ্টি হয় তার গুরুভারটাই সওয়া যায় না।”
লোকে বলে চন্ডীগ্রাম নাকি দেবতাদের সম্পত্তি। কিন্তু ক্রমে ক্রমে সেসব সম্পত্তি দখল চলে গেছে রক্ষক ও ভক্ষকদের কবলে।
জমিদার কালিমোহনবাবুর মৃত্যুর পর সে গ্রামের জমিদার হন জীবানন্দ চৌধুরী। এই মদ্যোপেয়, নিষ্ঠুর জমিদারের অত্যাচারে গ্রামের লোকজন কোন উপায় খুঁজে পাচ্ছিলো না। কিন্তু প্রতিবাদ করার সাহসও তাদের নেই।
কারন জীবানন্দের এক হুকুমে তার লোকজন মানুষ হত্যাও করে। আর মেয়ে মানুষ তার ও তার লোকজনের কাছে তামাশার জিনিস মাত্র।
আরও পড়ুনঃ চরিত্রহীন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তারাদাস চক্রবর্তী জমিদারের খাজনার টাকা দিতে ব্যর্থ হওয়ায় জমিদারের কয়েকজন পেয়াদা এসে তার মেয়েকে গালমন্দ করতে থাকে। এসব শুনে তারাদাশের মেয়ে ষোড়শী নিজেই ছুটে যায় এই অত্যাচারী জমিদারের মুখোমুখি হতে। আর সেখানেই বাধে বিপদ।
ষোড়শী একজন ভৈরবী, দেবীর সেবিকা। বয়স তেইশ-চব্বিশ তাকে গ্রামের অনেকে সম্মান করে। অথচ সেই ভৈরবীকে মাতাল জমিদার তাচ্ছিল্য করে আর সারা রাত এক কক্ষে বদ্ধ করে রাখে।
পরদিন সকালে তারাদাশ গ্রামের বড় লোকজন আর পুলিশ নিয়ে আসে জমিদারকে ধরিয়ে দিতে, এই বলে যে সে তার লোকজন দিয়ে জোর করে ষোড়শীকে তুলে এনেছে। আর এই ছিলো নিষ্ঠুর জমিদারকে গ্রাম থেকে বিদায় করার এক সুযোগ, যা ষোড়শী নিজেও জানতো।
পুলিশ ষোড়শীর কাছে ঘটনা জানতে চাইলে সে জানায় জমিদারের লোকজন না, সে সেচ্ছায় এসেছে। এরপরেই শুরু হয় তুলকালাম কান্ড।
তারাদাশ ক্ষেপে গিয়ে মেয়ের বিরুদ্ধে চলে যায়। পুরো গ্রাম জুড়ে বদনাম রটে যায় ষোড়শী ভৈরবীকে নিয়ে। এবার আর তাকে এই গ্রামে থাকতে দিবে না তারা।
কিন্তু কেন এমন কাজ করলো ষোড়শী? কেন সে বাচাঁলো এই নিষ্ঠুর জীবানন্দকে? কি হয়েছিলো লোকজনের আগমনের আগে যার কারনে ষোড়শী এই সিদ্ধান্ত নেয়?
আরও পড়ুনঃ বিলাসী গল্প – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্রের বই নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরের মতোই অসাধারন কিছু গল্প থাকে তার লেখা বইয়ে। তার বইয়ের সবচেয়ে ভালোলাগার দিক হচ্ছে নারীচরিত্রগুলো। হোক সে ‘দত্তা’র বিজয়া বা “দেনা পাওনা” বইয়ের ষোড়শী, প্রতিটি চরিত্রই প্রতিবাদী আর নিজ সিদ্ধান্তে অটোল।
এ বইটার কোথাও কিছু তেমন খারাপ না লাগলেও দুই-একটা ঘটনা আরেকটু পরিষ্কারভাবে বর্নিত থাকলে হয়তো আরো ভালো লাগতো।
লিখেছেনঃ Rima Sarmin Radcliffe
বইঃ দেনা পাওনা [ Download PDF ]
লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা সমগ্র