ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর PDF রিভিউ | Chuti Rabindranath Tagore Story PDF
ছোটগল্প- ছুটি
লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশকাল- ১২১৩ বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প গুলোর প্রতিটা গল্পই কালজয়ী। ছোট্ট ছোট্ট এক একটা গল্প।যেখানে গল্প শেষ হয়ে যায়, কিন্ত মনের ভেতর কাজ করে একটা অনুভূতি। “শেষ হয়েও হইলোনা শেষ”।
ফটিক ১২ বছরের এক দুরন্ত পাড়াগাঁয়ের বালক। গ্রামের সকল বালকদের খেলাধুলার সর্দার।সকল কাজের সঙ্গী ছোট ভাই মাখন। ফটিকের উদ্ভাবিত বিভিন্ন নতুন নতুন ধরনের খেলার প্রয়োগ ক্ষেত্র ও যেনো ছোট ভাই মাখন। দেখাগেলো মাখন একটা গাছের গুড়ির উপর বসে আছে, ফটিক সকল বালকদের সাথে নিয়ে ছোট ভাইকে সহ গাছের গুড়িকে ধাক্কা দেয়া শুরু করলো।
মাখন ও কম যায়না! সে বড় ভাইকে মেরে নখ দিয়ে আচরিয়ে বাড়ি গিয়ে আবার বিচার দিয়ে বড় ভাইকে মার খাওয়ায়।
এভাবেই যাচ্ছিলো দিন।
আরও পড়ুনঃ মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF রিভিউ
একদিন তাদের মামা কোলকাতা থেকে গ্রামে এলো ভাগ্নেরদের দেখতে। পিতৃহীন এই বালকদের নিয়ে বোনের বিপদ দেখে স্বিদ্ধান্ত নিলেন বড় ভাগ্নেকে সাথে করে নিয়ে যাবেন কোলকাতা নিজের কাছে। তারপর…………
যে ছেলের শিকড়ে গাথা রয়েছে গ্রামের আলো, বাতাস দূরন্তপনা সেকি পারবে কোলকাতায় থাকতে? ছোট ভাই মাখন যে কিনা ঠিক বন্ধুর মতই খেলার সাথী তাকে ছাড়া থাকতে পারবে ফটিক? নাকি শহরে গিয়ে ভুলে যাবে গ্রামের আলো, বাতাস, বন্ধুদের ছোট ভাই মাখনকে? হয়ে যাবে কি পুরো দস্তুর শহুরে?? জানতে হলে পড়তে হবে গল্পটি।
বেশিরভাগ পিঠেপিঠি ভাইদের মধ্যেই এ ধরনের সম্পর্ক থাকে। ঠিক যেনো বন্ধুর মত।রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি আমার খুবই পছন্দের। মনে হয় যেনো নিজের জীবনের গল্পই পড়ছি।
আরও পড়ুনঃ বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF রিভিউ
আর ছুটি গল্পটা যেনো পুরোই আমার জন্য। আমার ছোট ভাইয়ের সাথেও মাখনের মতই সম্পর্ক। লাস্ট মাসে দেশের বাইরে চলে গেলো। কাছে থাকলে অনেক কিছুই বোঝা যায়না।মাঝেমাঝে মানুষ গুলোর গুরুত্ব বুঝতে হলেও কিছুটা মনে হয় দুরত্ব তৈরি হওয়া ভালো।
এভাবে প্রতিটা গল্পেই কারো না কারো জীবনের গল্প লিখে গেছেন কবি গুরু। পড়ুন এবং খুজে নিন আপনার জীবনের গল্পটি।
হ্যাপি রিডিং!
রেটিং-৫/৫
লিখেছেনঃ Saiful Islam Nadim
বই: ছুটি [ Download PDF ]
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য রচনা সমগ্র PDF Download