কসবি হরিশংকর জলদাস

কসবি – হরিশংকর জলদাস

Redirect Ads

কসবি অর্থ পতিতা। চোখে না দেখা অন্য একটা জগত। রাতের অন্ধকারে যেখানে একেকটা গল্পের জন্ম হয় আর একেকটা স্বপ্নের মৃত্যু। কসবিদের জগতে অধিকার কিংবা নিজস্বতা বলতে কিছু নেই।

সমাজের কাছে অচ্ছ্যুত এই চরিত্রগুলো যখন অধিকার সচেতন হতে চায় তখন নিজেদের স্বার্থে সমাজ কিভাবে তাদের দাবিয়ে রাখে তা তুলে ধরেছেন লেখক। তাছাড়া আমাদের সভ্য সমাজের দোপেয়ে নর জীবদের সভ্য চেহারার  উল্টো দিক দেখতে পাবেন বইটায়।সমাজের নির্মম সত্যকে খুব সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে।

Download

যেহেতু উপন্যাসের পটভূমি সম্পুর্ণ ভিন্নজগত নিয়ে। তাই এসব বইয়ে অনভ্যস্তদের কাছে লেখকের শব্দচয়ন একটু অস্বস্তিকর লাগতে পারে। শুধু ওই জগতের পরিবেশটা চিন্তা করলেই আমরা মূল বিষয়টা বুঝতে পারবো।

রিভিউ করেছেন: তামান্না তাবাসসুম তন্বী 
বিভাগ: ইসলামিক স্টাডিজ
সেশন: ২০১৭-২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়   

বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত | ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার

Facebook Comments

Similar Posts