একাকী আমি – নাজমীন সুলতানা
সন্ধ্যার আকাশে আজ নেই কোন তারা মেঘ দেখে মনে হয় ভাসমান ভেলা! রুদ্ধ দুয়ারে আজ নেই কোন সুখ তুমি ছাড়া এ ভুবন তমসা মেদুর। এলে তুমি জীবনে হঠাৎ করে, কোন এক ফাগুনের মধ্য দুপুরে। অলস প্রাণে যে লেগেছিলো দোল , ভাবিনি তো কোনদিন এ ছিলো কেবলই মিছে আর ভুল! নতুন শহরে জুড়ে নিয়ন বাতি আজও রয়েছে হয়ে সেই বেদনার স্বাক্ষি।পথ হারা পথিক আমি খুঁজে ফিরি সুখ ঐ দূর নীল নীলিমার মাঝে। কিন্তু তুমি আজ উদাসীন আমায় নিয়ে, ভালো আর লাগে না তোমার পুরানো কাহন। খুব বেশি ব্যস্ত তুমি কর্পোরেট লাইফে। চাই না এমন প্রেম মিথ্যে প্রতারণা তার চেয়ে বেশি ভালো একাই থাকা। শুনেছি আকাশের রং না কী ক্ষণে ক্ষণে বদলায়! তোমার মনও বুঝি আজ ঘুরে বেড়ায় তেমনি নাটাই বিহীন। যেখানে বিশ্বাস আর ভালোবাসার আন্তরের নেই শেষ! নতুনে খোঁজে সুখ তোমার চকিত নয়ন আমার পুরনে তাঁত আর রেশমি চুড়ি! এ তোমার লাগে একঘেঁয়ে বুঝি, নেই তাতে তোমার আজ কোন অভিলাষ। আমার বেদনা গুলো যেন হাওয়াই মেঠাই, গিয়েছে ভেসে আকাশের গায়! মোবাইলের বাটন গুলো মনে করিয়ে দেয় কোন এক মধ্য দুপুরের ম্যাসেজ বিনিময়! নোনাজলে ভারি হলো হৃদয় আমার, কেমন করে ব্যথার উপশম হয়! কষ্ট আমারই থাক হোক জমে হিম। জীবনের রেলগাড়ি যেন আত্মা বিহীন! একাকী আমি নাজমীন সুলতানা ২৯/০৪/১৯
বইয়ের ফেরিওয়ালা থেকে বই ধার করতে সদস্য হোন