Skip to content
Home » বাংলাদেশের সেরা ত্রিশ ধারাবাহিক নাটক

বাংলাদেশের সেরা ত্রিশ ধারাবাহিক নাটক

    সেরা ৩০ বাংলা ধারাবাহিক নাটক
    Redirect Ads

    কালের পরিক্রমায় বাংলাদেশের টেলিভিশনের সেই ধারাবাহিক নাটকের স্বর্ণযুগ আর নেই। দু’একটি জনপ্রিয়তা পেলেও সেটার শিল্পমান নিয়ে দেখা দেয় সমালোচনা। অথচ ধারাবাহিক নাটকের উজ্জ্বল অধ্যায় এখনো দর্শকদের কাছে অম্লান স্মৃতি, নির্দিষ্ট সময়ে বসে যেত টিভি সেটের সামনে। কিংবা, এখনো ইউটিউবে পুরনো ধারাবাহিক নাটকের দর্শক সংখ্যা অনেক। সেই স্মৃতি রোমন্থন করেই টেলিভিশনে প্রচারিত অন্যতম সেরা ত্রিশ ধারাবাহিক নাটক নিয়ে এই বিশেষ আয়োজনঃ

    আরও পড়ুনঃ জনপ্রিয় ও সেরা ৫০ বই PDF রিভিউ | যে বই গুলো সবার পড়া দরকার

    Download

    প্রচারের সাল অনুযায়ী সাজানো হয়েছে।

    ১. সকাল সন্ধ্যাঃ আফরোজা বানু, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রওশন জামিল, জাহানারা আহমেদ, জহিরুল হক।
    রচনাঃ বেগম মমতাজ হোসেন
    প্রচারঃ ১৯৮২ (This Natok is not Available in Youtube)

    ২. এইসব দিনরাত্রিঃ বুলবুল আহমেদ, ডলি জহুর, আসাদুজ্জামান নূর, লুৎফরন্নাহার লতা, দিলারা জামান, কাজী মেহফুজুল হক, আবুল খায়ের, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, খালেদ খান, রাইসুল ইসলাম আসাদ, সুজা খন্দকার, লোপা,তারিন, ইনামুল হক।
    রচনাঃ হুমায়ূন আহমেদ
    প্রযোজনাঃ মোস্তাফিজুর রহমান
    প্রচারঃ ১৯৮৫

    এইসব দিনরাত্রি নাটকের রিভিউ পড়ুন এখানে বইটির পিডিএফ ডাউনলোড করুন

    Download

    ৩.বহুব্রীহিঃ আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, আবুল খায়ের, আলেয়া ফেরদৌসী, লুৎফরন্নাহার লতা, লাকী ইনাম, আফজাল শরীফ, মাহমুদা খাতুন।
    রচনাঃ হুমায়ূন আহমেদ
    প্রযোজনাঃ নওয়াজেশ আলী খান
    প্রচারঃ ১৯৮৮

    বহুব্রীহি বইটির পিডিএফ ডাউনলোড করুন

    ৪. সংশপ্তকঃ ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তাফা, খলিল,রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, তারিক আনাম খান, লিয়াকত আলী লাকী, দিলারা জামান, আমিরুল হক চৌধুরী, রওশন আরা হোসেন, শিরীন বকুল, অঞ্জন।
    রচনাঃ শহীদুল্লাহ্ কায়সার
    প্রযোজনাঃ আব্দুল্লাহ আল মামুন ও আল মনসুর
    প্রচারঃ ১৯৮৯ [ সংশপ্তক বইটি ডাউনলোড করুন ]

    ৫. অয়োময়ঃ আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, সারা যাকের, তারানা হালিম, আবুল হায়াত, লাকী ইনাম, আমজাদ হোসেন, ইনামুল হক, আবুল খায়ের, আফজাল শরীফ, কে এস ফিরোজ, মোজাম্মেল হোসেন।
    রচনাঃ হুমায়ূন আহমেদ
    প্রযোজনাঃ নওয়াজেশ আলী খান
    প্রচারঃ ১৯৯০ [ অয়োময় বইটি ডাউনলোড করুন ]

    Download

    ৬.কোন কাননের ফুলঃ আজিজুল হাকিম, শমী কায়সার, মুনিরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলু, তমালিকা কর্মকার।
    রচনাঃ ইমদাদুল হক মিলন
    প্রযোজনাঃ ফখরুল আবেদীন বাদল
    প্রচারঃ ১৯৯০

    ৭. কোথাও কেউ নেইঃ সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, আফসানা মিমি, হুমায়ুন ফরিদী, মাহফুজ আহমেদ, লাকী ইনাম, আবুল খায়ের, তমালিকা কর্মকার, শীলা আহমেদ, মোজাম্মেল হোসেন, মাসুদ আলী খান, আব্দুল কাদের, লুৎফর হাসান জর্জ, সালেহ আহমেদ, পুতুল, শহীদুজ্জামান সেলিম, খায়রুল আলম সবুজ, নাজমা আনোয়ার,বি জরী বরকতউল্লাহ, রোকেয়া রফিক বেবী।
    রচনাঃ হুমায়ূন আহমেদ
    প্রযোজনাঃ বরকতউল্লাহ
    প্রচারঃ ১৯৯৩

    কোথাও কেউ নেই নাটকের রিভিউ পড়ুন এখানে বইটির পিডিএফ ডাউনলোড করুন

    ৮. রুপনগরঃ তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, শহীদুজ্জামান সেলিম, শান্তা ইসলাম, খালেদ খান, দিলারা জামান, গোলাম মুস্তাফা, ঐন্দ্রিলা,বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, জিনাত বরকতউল্লাহ।
    রচনাঃ ইমদাদুল হক মিলন
    প্রযোজনাঃ শেখ রিয়াজউদ্দিন বাদশা
    প্রচারঃ ১৯৯৩

    Download

    ৯. নক্ষত্রের রাতঃ শমী কায়সার, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, জাহিদ হাসান, আফসানা মিমি, আজিজুল হাকিম, সারা যাকের, আব্দুল কাদের, লাকী ইনাম, আলী যাকের, শাওন, দিলারা জামান, আবুল খায়ের, দিহান, কবির আহমেদ।
    রচনা ও পরিচালনাঃ হুমায়ূন আহমেদ।
    প্রচারঃ ১৯৯৫

    ১০. আজ রবিবারঃ জাহিদ হাসান, সুবর্ণা মুস্তাফা, শাওন, শীলা আহমেদ, আবুল হায়াত, আবুল খায়ের, আলী যাকের, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূর, সুজা খন্দকার।
    রচনাঃ হুমায়ূন আহমেদ
    পরিচালনাঃ মনির হোসেন জীবন
    প্রচারঃ ১৯৯৭

    ১১. ছোট ছোট ঢেউঃ জাহিদ হাসান, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শমী কায়সার, নোবেল, তানিয়া আহমেদ, মনির খান শিমুল, তানভীন সুইটি, ত্রপা মজুমদার।
    রচনা ও পরিচালনাঃ অরুণ চৌধুরী
    প্রচারঃ ১৯৯৭

    ১২. সবুজ ছায়াঃ আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরিদী, শান্তা ইসলাম, আব্দুল কাদের, আবুল খায়ের, নাজমা আনোয়ার, আমিরুল হক চৌধুরী, আতাউর রহমান, এজাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন
    রচনা ও পরিচালনাঃ হুমায়ূন আহমেদ।
    প্রচারঃ ১৯৯৮

    এটি একটি জনসচেতনতা মূলক ধারাবাহিক নাটক, একই ধারায় নির্মিত সবুজ সাথী, এই মেঘ রৌদ্রছায়া, শুক্লপক্ষ, জোছনার ফুল, এনেছি সূর্যের হাসি, শুকনো ফুল রঙিন ফুল জনপ্রিয়তা পায়।

    ১৩. বন্ধনঃ জাহিদ হাসান, আফসানা মিমি, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, তুষার খান, বিজরী বরকতউল্লাহ, নাতাশা হায়াত, চাঁদনী,ইন্তেখাব দিনার, চিত্রলেখা গুহ, শম্পা রেজা,শারমীন শীলা,শামস সুমন,আজাদ আবুল কালাম,তাজিন আহমেদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, প্রমা উর্মি লাবনী, উপমা, শামীম, পান্থ শাহরিয়ার।
    রচনাঃ গিয়াসউদ্দিন সেলিম,পান্থ শাহরিয়ার
    পরিচালনাঃ আফসানা মিমি,বিপুল রায়হান,অম্লান বিশ্বাস,আবুল হায়াত।
    প্রচারঃ ২০০১

    Download

    ১৪. প্রেতঃ আহমেদ রুবেল, হুমায়ুন ফরিদী, কুমকুম হাসান, রিচি সোলায়মান, পান্থ রেজা।
    রচনাঃ মুহম্মদ জাফর ইকবাল
    পরিচালনাঃ আহির আলম।
    প্রচারঃ ২০০১

    ১৫. ৫১ বর্তীঃ মাহফুজ আহমেদ, অপি করিম, শহীদুজ্জামান সেলিম, শ্রাবন্তী, শাহেদ, মাসুদ আলী খান, দিলারা জামান, মৌটুসী বিশ্বাস, ফারহানা মিঠু, আরমান পারভেজ মুরাদ, ফজলুর রহমান বাবু, মোনা আফসানা।
    রচনাঃ আনিসুল হক,
    পরিচালনাঃ মোস্তফা সরয়ার ফারুকী
    প্রচারঃ ২০০৩

    ১৬.রঙের মানুষঃ তানিয়া আহমেদ, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, আহমেদ রুবেল, প্রান রায়, ওয়াহিদা মল্লিক জলি, মুক্তি, রোমানা,বন্যা মির্জা, ফজলুর রহমান বাবু, আখম হাসান, সমু চৌধুরী, রহমত আলী, আগুন।
    রচনাঃ সেলিম আল দীন ও মাসুম রেজা
    পরিচালনাঃ সালাউদ্দিন লাভলু
    প্রচারঃ ২০০৪

    ১৭. নুরুলহুদা একদা ভালোবেসেছিল, অতঃপর নুরুলহুদা, আমাদের নুরুলহুদা (নুরুলহুদা সিরিজ)ঃ মাহফুজ আহমেদ, শ্রাবন্তী, শাহেদ, তিশা, ফজলুর রহমান বাবু, সীমা দাশগুপ্তা, রাইসুল ইসলাম আসাদ, অরুনা বিশ্বাস, মোমেনা চৌধুরী, মাসুম আজিজ, আজিজুল হাকিম, এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, তারিন, জয়রাজ, জয়া আহসান, ঈশিতা, নোবেল, জাহিদ হাসান, রিয়াজ, মৌসুমী, আফজাল হোসেন ,হুমায়ুন ফরিদী।
    রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার, মাহফুজ আহমেদ।
    প্রচারঃ ২০০৪,২০০৫,২০০৭

    ১৮. উড়ে যায় বকপক্ষীঃ শাওন, রিয়াজ, মনির খান শিমুল, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, চ্যালেঞ্জার, সালেহ আহমেদ, এজাজুল ইসলাম, মাসুম আজিজ, ইনামুল হক, ফেরদৌসী আহমেদ লীনা, মনিরা মিঠু, শবনম পারভীন, দিহান, মাহমুদুল ইসলাম মিঠু।
    রচনা ও পরিচালনাঃ হুমায়ূন আহমেদ
    প্রচারঃ ২০০৪

    ১৯. ৬৯ঃ মাসুদ আলী খান, জয়া আহসান, তিশা, তিন্নি, শ্রাবন্তী, ঈশিতা, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, অনম বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আহমেদ রুবেল, এলিয়েন সোহাগ
    রচনাঃ আনিসুল হক,পরিচালনাঃ মোস্তফা সরয়ার ফারুকী
    প্রচারঃ ২০০৫

    Download

    ২০. কাছের মানুষঃ সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদী, আলমগীর, তাহসান, সানজীদা প্রীতি, শামস সুমন, ফারহানা মিঠু, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা, জন কবির, তনিমা আহমেদ, আমিরুল হক চৌধুরী, জাহিদ হোসেন শোভন।
    রচনাঃ সুচিত্রা ভট্টাচার্য
    পরিচালনাঃ আফসানা মিমি
    প্রচারঃ ২০০৫

    ২১. ভবের হাটঃ চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী, মিতা নূর, দিতি, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, বন্যা মির্জা, সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, ববি, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, শামীম জামান
    রচনাঃ মাসুম রেজা
    পরিচালনাঃ সালাউদ্দিন লাভলু
    প্রচারঃ ২০০৬

    ২২. রমিজের আয়নাঃ প্রাণ রায়, অপূর্ব, লারা লোটাস, তিন্নি, শোয়েব, আনিসুর রহমান মিলন, মিরানা জামান, হিল্লোল, মহিউদ্দিন বাহার
    রচনা ও পরিচালনাঃ শিহাব শাহীন
    প্রচারঃ ২০০৬

    ২৩. ৪২০ঃ মোশাররফ করিম, তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, নাফিজা, মারজুক রাসেল, নাদের চৌধুরী।
    রচনাঃ আনিসুল হক
    পরিচালনাঃ মুস্তফা সরয়ার ফারুকী
    প্রচারঃ ২০০৮

    ২৪. হাউজফুলঃ মোশাররফ করিম, সিদ্দিকুর রহমান, সুমাইয়া শিমু, আবুল হায়াত, মনিরা মিঠু, মিথিলা, সোহেল খান, মিশু সাব্বির, জিল্লুর রহমান, হিল্লোল, অপর্ণা ঘোষ, হাসান মাসুদ, সুমন পাটওয়ারী, হোমায়ারা হিমু, প্রভা, নোভা।
    রচনা ও পরিচালনাঃ রেদওয়ান রনি ও ইফতেখার আহমেদ ফাহমি
    প্রচারঃ ২০০৯

    ২৫. সাকিন সারিসুরিঃ চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, গোলাম ফরিদা ছন্দা, শানু, আজিজুল হাকিম, নাজমুল হুদা বাচ্চু, আখম হাসান, শাহনাজ খুশি, সীমানা, মাসুম আজিজ, রওনক হাসান, মামুনুর রশীদ, সাজু মুনতাসির, আনিসুল হক বরুণ।
    রচনাঃ বৃন্দাবন দাস
    পরিচালনাঃ সালাউদ্দিন লাভলু
    প্রচারঃ ২০০৯

    Download

    ২৬.বিশ্বাসঃ সাঈদ বাবু, শামা রহমান, আরাবী, রহমত আলী, হুমায়ুন ফরিদী, এটিএম শামসুজ্জামান, আহমেদ রুবেল, মিরানা জামান, উৎস, রাইসুল ইসলাম আসাদ, শিমুল ইউসুফ, বিজরী বরকতউল্লাহ।
    রচনাঃ গিয়াসউদ্দিন সেলিম
    প্রযোজনাঃ বিবিসি
    প্রচারঃ ২০১০

    ২৭.গ্র‍্যাজুয়েটঃ জাহিদ হাসান, তিশা, সিদ্দিকুর রহমান, হাসান মাসুদ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, ম ম মোর্শেদ, জয়রাজ,নাফিজা, সেঁওতী, স্বাগতা।
    রচনা ও পরিচালনাঃ মুস্তফা কামাল রাজ
    প্রচারঃ ২০১০

    ২৮. এফ এন এফঃ মোশাররফ করিম, সুমাইয়া শিমু, অপি করিম, পার্থ বড়ুয়া, শখ, আবুল হায়াত, ফারুক আহমেদ, ম ম মোর্শেদ, মিলন ভট্টাচার্য, শাহনাজ খুশি, আহমেদ রুবেল।
    রচনা ও পরিচালনাঃ রেদওয়ান রনি
    প্রচারঃ ২০১০

    ২৯. চৈতা পাগলঃ মাহফুজ আহমেদ, জয়া আহসান, মিশু সাব্বির, রওনক হাসান, বাঁধন, আরফান আহমেদ, সোহেল খান, মৌসুমী বিশ্বাস, মনিরা মিঠু, কল্যান কোরাইয়া।
    রচনাঃ বৃন্দাবন দাস
    পরিচালনাঃ মাহফুজ আহমেদ
    প্রচারঃ ২০১০

    ৩০. হাড় কিপ্টেঃ আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, আখম হাসান, শামীম জামান.
    রচনাঃ বৃন্দাবন দাস
    পরিচালনাঃ সালাউদ্দিন লাভলু।
    প্রচারঃ ২০১১

    বিশেষঃ জন্মভূমি, না, জোয়ার ভাটা, সুন্দরী, জীবন ছবি, বিপ্রতীপ, লাল নীল বেগুনী, জনক, দৌড়, ঘর কুটুম, স্পর্শের বাইরে, এইম ইন লাইফ, মাইক, স্বপ্নচূড়া, নীড়, ইট কাঠের খাঁচা, আমার বউ সব জানে, দৈনিক তোলপাড়, চাঁদের নিজের কোন আলো নেই, বিষকাঁটা, সোনার পাখি রুপার পাখি, ফ্যামিলি ক্রাইসিস, খড়ের পুতুল মুখোশ, লাল ঘুড়ি, সাপলুডু, কোন গ্রামের মেয়ে, শঙখবাস, লীলাবতী, তোমার দোয়ায় ভালো আছি মা, ব্যাচেলর পয়েন্ট অন্যতম।

    লিখেছেনঃ হৃদয় সাহা

    ইউটিউবে বইয়ের ফেরিওয়ালার বুক রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন

    Download

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ৫০০ বই পড়া উচিত | ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার

    Facebook Comments
    Tags:
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন