Skip to content
Home » উষ্ণ প্রেম – প্রজ্ঞা চন্দ

উষ্ণ প্রেম – প্রজ্ঞা চন্দ

    উষ্ণ প্রেম-প্রজ্ঞা চন্দ
    Redirect Ads
    উষ্ণ প্রেমে দুফোঁটা টুপটাপ, 
    জল পরেই আবার চুপচাপ। 
    দাঁড়িয়ে শুনি, শব্দ গুনি, 
    কত দেরী আর? ওই জলে থৈথৈ পথ, 
    আসা হবে না আজো! 
    ক্লান্তি চোখে ঠোঁটে চুলে, 
    আর, ভেজা আঙুলে। 
    পায়ের ভুলে এ পথে,  
    আসবে! 
    ঘাসেই থাক জল, 
    আমার নিত্য চলাচল। 
    ওদিকে ঝড় বড় বেশি, 
    এদিকে সময়ের দর কষাকষি। 
    আসতে হবে না তোমায়, 
    এ জলে জড়িয়ে যাবে! 
    কবিতা: উষ্ণ প্রেম 
    কবি: প্রজ্ঞা চন্দ 
    বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

    বইয়ের ফেরিওয়ালা থেকে বই ধার করতে সদস্য হোন

    Facebook Comments
    x
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন