Skip to content
Home » আলোর ভুবন

আলোর ভুবন

করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্কুল ও কলেজ বন্ধ আছে। পড়াশোনায় দীর্ঘ বিরতি থাকায় ছাত্র-ছাত্রীদের মাঝে পড়ার প্রতি অনীহাসহ তথ্য-প্রযুক্তির অপব্যবহার বেড়ে যাওয়ায় অভিভাবকদের দুর্ভাবনা দিনকেদিন বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের চেষ্টা যেন ছাত্র-ছাত্রীরা আবার আনন্দের সঙ্গে পড়াশোনায় ফিরে আসে। অবসর সময়টুকু কাজে লাগিয়ে তাদের সৃজনশীলতা বৃদ্ধি ঘটায়। সেই লক্ষ্যে “আলোর ভুবন পাঠাগার” তৈরির তাগিদ অনুভব করি। গুমানীগঞ্জের পারগয়ড়া প্রাইমারী স্কুলের মাঠের পাশে অবস্থিত সরকারি পরিত্যক্ত একটা রুম পরিষ্কার করে আমাদের পাঠাগারের কার্যক্রম চলছে।

উপন্যাস, গল্প, প্রবন্ধ ও কবিতার বইসহ আরো বিভিন্ন ধরনের  ৩৫০+ বই নিয়ে “আলোর ভুবন পাঠাগার” এর যাত্রা শুরু।

ছোট ছোট ছেলেমেয়েরা সকাল হলেই ছুটে আসে পাঠাগারে। নিজেদের পছন্দমত বই বাছাই করে পড়তে বসে। পাঠাগারের উঠানে লাগানো গাছের পরিচর্যাও করে তারা। এছাড়া বিভিন্ন বয়সের মানুষের আনাগোনায় মুখরিত থাকে পাঠাগার।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় পাঠাগারের কার্যক্রম চলছে। স্থানীয় মানুষরাও যথেষ্ট সহযোগিতা করছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চম – অষ্টম  শ্রেণি (ক গ্রুপ) থেকে নবম – দ্বাদশ (খ গ্রুপ) শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য “বিজয় দিবস রচনা ও কুইজ প্রতিযোগিতা“র আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীরা ঘরে নিজ হাতে লিখে রচনা জমা দিয়েছে। গত ১৫ ই ডিসেম্বর পারগয়ড়া বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব ও সকল স্বাস্থ্যবিধি মেনে কুইজ প্রতিযোগীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুই গ্রুপের মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। গত ১৮ ই ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে পারগয়ড়া বালিকা বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক গ্রুপ কুইজ

বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ২০২০

  • ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে মোছাঃ সানজিদা আক্তার
  • ক গ্রুপে ২য় স্থান অধিকার করে মোঃ নূর হোসাইন (নিরু)
  • ক গ্রুপে ৩য় স্থান অধিকার করে আফিফা সুলতানা।

খ গ্রুপ কুইজ

বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ২০২০

  • খ গ্রুপে প্রথম স্থান অধিকার করে মোঃ সাঈদ আল সাহাব
  • খ গ্রুপে ২য় স্থান অধিকার করে মোঃ মাহদী হাসান শহিদ
  • খ গ্রুপে ৩য় স্থান অধিকার করে মোঃ হাসান।

রচনা (ক)

বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২০

  • ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে মোছাঃ তাছলিমা আক্তার মীম
  • ক গ্রুপে ২য় স্থান অধিকার করে হিমা বর্মন
  • ক গ্রুপে ৩য় স্থান অধিকার করে মোছাঃ আফরিন আক্তার আশা।

রচনা (খ)

বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২০

  • খ গ্রুপে প্রথম স্থান অধিকার করে মোঃ সজিব
  • খ গ্রুপে ২য় স্থান অধিকার করে মোঃ মাহদী হাসান শহিদ
  • খ গ্রুপে ৩য় স্থান অধিকার করে মোঃ শাফিউল হাসান (সৌরভ)
Facebook Comments
x
error: লেখা নয়, লিঙ্কটি কপি করুন